♦♦ ঋতুস্রাব - Menstruation
♦ ঋতুস্রাবের পরিবর্তে নাক থেকে রক্তস্রাব হলে Bryonia কিংবা Phosphorus (শক্তি কিউ, ৩,৬,১২,৩০,২০০) তিনবেলা করে কিছু দিন খান।
♦ ঋতুস্রাবের পরিবর্তে বরং সতনে দুধ আসলে Merc Sol (শক্তি ৩০,২০০) খান দুইতিন বেলা করে এক সপ্তাহ।
♦ ঋতুস্রাব শুরু হওয়ার বয়সেও যে-সব মেয়ের ঋতুস্রাব শুরু হয় নাই, সতনের বৃদ্ধি হয় নাই, শরীরে যৌবনের প্রকাশ নাই তাদের Lycopodium (শক্তি ১০০০) মাস একমাত্রা করে দুইতিন মাস খান। পরবর্তীতে শক্তি বাড়িয়ে খান। কিন্তু যাদের শরীরে যৌবনের সব
আছে কিন্তু মাসিক শুর হইতেছে না সেক্ষেত্রে Calcarea Carbonica (শক্তি ৩০,২০০) একবেলা করে দুই সপ্তাহ খান এবং পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে খেয়ে যান।
♦ ঋতুস্রাবের সাথে তলপেটে ব্যথা থাকলে Belledonna এবং Colocynthis (শক্তি ৩,৬,১২,৩০,২০০) একত্রে মিশিয়ে তিন/চার বেলা করে খান।
♦ স্ত্রী যৌনাঙ্গের চুলকানির জন্য caladium, Merc sol, বা Lapis Alba (শক্তি ৩০,২০০) তিন/চারবেলা করে খেতে পারেন।
♦ স্ত্রী যৌনাঙ্গ থেকে বাতাস বের হয় লক্ষণে Lycopodium (শক্তি ৩০,২০০) দুইবেলা করে কিছুদিন খান।