♦♦ ঋতুস্রাবের সমাপ্তি - Hot flash, menopause, Cessation of menstruation, change of life, critical age
সাধারণত নারীদের বয়স ৪৫ থেকে ৫০-এর দিকে আসলে তাদের মাসিক / পিরিয়ড স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু পিরিয়ড পুরোপুরি বন্ধ হওয়ার আগে কয়েক বছর অনিয়মিত হয়ে যায়। এক মাস হয় তো তিন মাস হয় না আবার কোন মাসে রক্তক্ষরণ কম হয় কোন মাসে বেশী হয়
ইত্যাদি ইত্যাদি। সে যাক, এই সময় যে-মাসে পিরিয়ড বন্ধ থাকে এবং পিরিয়ডের সেই নির্দিষ্ট সময় যখন উপস্থিত হয়, তখন মহিলাদের বেশ কিছু শারীরিক-মানসিক সমস্যা দেখা দেয়।যেমন - হাতের তালু-পায়ের তালু-মাথার তালুতে জ্বালাপোড়া, মুখ লাল হওয়া, বেশী ঘাম হওয়া,
বুক ধড়ফড়ানি, নিদ্রাহীনতা, উৎকন্ঠা বা টেনশান, হঠাৎ গরম লাগাঁ হঠাৎ শীত লাগা ইত্যাদি ইত্যাদি। এই সমস্যাগুলোকে হট ফ্লাশ বা তাপের ঝলক ওঠা বলা হয়।
মহিলাদের এই সমস্যাগুলো ব্যক্তিভেদে কয়েক বছর থেকে কয়েক যুগ কিংবা কারো কারো ক্ষেত্রে সারাজীবনই থাকতে পারে। সাধারণত এই সময় তাদের শরীরে কিছু হরমোনের উৎপাদন ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং এই কারণেই শরীরে এসব সমস্যা দেখা দেয়। Lachesis :
হট ফ্লাশ বা মাসিক সমাপ্তিকালীন এসব জটিলতার সবচেয়ে ভালো ঔষধ হলো ল্যাকেসিস। কেননা ল্যাকেসিস ঔষধটির রোগ বৃদ্ধি পায় কোন স্রাব বন্ধ হয়ে গেলে আর হট ফ্লাশেরও মুল কারণ হলো মাসিক স্রাব বন্ধ হওয়া।
√ ইহা ছাড়াও Cimicifuga, Pulsatilla Pratensis, China Officinalis, Ferrum Metallicum, Aconitum Napellus, Bryonia Alba, Arsenicum Album, Belladonna, Glonoinum,
Gelsemium Sempervirens, Ignatia Amara প্রভৃতি ঔষধ লক্ষণ মিলিয়ে প্রয়োগ করতে পারেন।