গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার - Gastric ulcer, Peptic ulcer
গ্যাস্ট্রিক অলিসারে যদি পেটে গ্যাসের সমস্যা বেশী থাকে, তবে Carbo veg, Lycopodium অথবা China (শক্তি কিউ, ৩,৬,১২,৩০) খান দু’চার ঘণ্টা পরপর যতদিন আরোগ্য না হচ্ছে । 5 পক্ষান্তরে যদি পেটে গ্যাস কম থাকে কিন্তু এসিডের পরিমাণ বেশী হয় তবে
Magnasium Carbonicum অথবা Arsenicum Album (শক্তি কিউ, ৩,৬,১২,৩০) খেতে হবে। যথেষ্ট উন্নতি হলে পরবর্তীতে শক্তি এবং বিরতি বাড়িয়ে খেতে পারেন। ১৪ যদি পেটে বা বুকে বেশী জ্বালাপোড়া ভাব থাকে তাহলে Arsenicum Album
(শক্তি কিউ, ৩,৬,১২,৩০) সবচেয়ে ভালো কাজ করবে। * মারাত্মক ধরনের গ্যাস্ট্রিক আলসারে cadmium Sulph ঔষধটির কথা ভুলবেন না।
√ মোটামুটি যে-কোন ধরনের আলসারে একবার Natrum Muriaticum (শক্তি কিউ, ৩,৬,১২,৩০) আর একবার Natrum Phosphoricum (শক্তি কিউ, ৩,৬,১২,৩০) এই রকমভাবে অদলবদল করে খেয়ে যাদুকরী ফল পেতে পারেন।
√ গ্যাস্ট্রিক আলসারের সাথে যদি বমিবমি ভাব থাকে তবে Ipecac খাওয়াতে হবে। পাশাপাশি তিনবেলা নিয়মিত খাওয়া-দাওয়ার অভ্যাস
করুন এবং টক-ঝাল-ভাজা-পোড়া-দুধ-ডাল-মিষ্টি জাতীয় খাবার বর্জন করুন। বেশী বেশী পানি খাওয়া খুবই জরুরি।