♦♦ শিশুদের শ্রেষ্ট ভিটামিন - Babies best vitamin
ক্যালকেরিয়া ফসফরিকা (Calcarea Phosphorica) নামক ঔষধটি শিশু এবং বৃদ্ধদের জন্য পৃথিবীর সেরা একটি ভিটামিন। মায়ের পেট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকলেরই এই হোমিও ঔষধটি মাঝে-মধ্যে খেয়ে যাওয়া উচিত। সাত দিন বা পনের দিন পরপর একমাত্রা করে
খাওয়া উচিত।গর্ভকালীন সময়ে খেলে ইহা আপনার সন- গানের হাড় (bone), দাঁত (teeth), নাক (nose), চোখ (eye), মস্তিষ্ক (brain) ইত্যাদির গঠন খুব ভালো এবং নিখুঁত করতে সাহায্য করবে এবং আপনার সন্তান ঠোক কাটা (harelip),
তালু কাটা (cleft palate), হাড় বাঁকা (rickets), খোঁজা (epicene), বামন (dwarfish), পিঠ বাঁকা (Spina bifida), বুদ্ধি প্রতিবন্ধি (autism), হৃদরোগ, চর্মরোগ, কিডনীরোগ প্রভৃতি দোষ নিয়ে জন্মানোর হাত থেকে রক্ষা পাবে।
এজন্য প্রত্যেক গর্ভবতী মায়েরই এটি সপ্তাহে বা পনের দিন পরপর একমাত্র করে কয়েক মাস খাওয়া উচিত। এটি শিশুদের নিয়মিত খাওয়ালে তাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং অসুখ-বিসুখ কম হবে। ক্যালকেরিয়া ফস নিয়মিত খেলে আর টিকা (Vaccine) নেওয়ার প্রয়োজন নাই।
একে ধরে নিতে পারেন টিকার বিকল্প হিসেবে। এটিই শিশুদের জন্য পৃথিবীর শ্রেষ্ট টিকা স্বরূপ। যে-সব শিশুদের মাথার খুলির হাড় (open fontanelle) ঠিক মতো জোড়া লাগেনি, তাদেরকে অবশ্যই ক্যালকেরিয়া ফস খাওয়াতে হবে। নাকের পলিপ (nasal polypus),
পায়খানার রাস্তার পলিপ (anal polypus) এবং জরায়ুর পলিপ (uterine polypus) বা নরম টিউমার এই ঔষধে দুর হয়ে যায়। অবশ্য এজন্য অনেক দিন ক্যালকেরিয়া ফস খেতে হয়।
হড়ি ভেঙে (Breaking) গেলে কিংবা মচকে গেলে (Fracture) ক্যালকেরিয়া ফস দ্রুত জোড়া লাগিয়ে দেয়। স্বাভাবিক ভাবে ভাঙ্গা হাড় ভালোভাবে জোড়া লাগতে যদি লাগে এক বছর, তবে ক্যালকেরিয়া ফস খেলে লাগবে তিন মাস। হাড় সংক্রান্ত যাবতীয় রোগে এটি খুব
ভালো কাজ করে। পিঠে ব্যথা (backache), হাটুতে দুর্বলতা ইত্যাদি সমস্যায় ক্যালকেরিয়া ফস খেতে ভুলবেন না।কিছু কিছু শিশু আছে যাদের পায়ের বিভিন্ন পেশী দুর্বল (weak Ankles) : ফলে তাদের হাঁটা শিখতে অনেক দেরী হয়, দাঁড়ানো শিখতে দেরী হয়
(delayed walking), দাঁড়াতে গেলে বা হাঁটতে গেলে টপাটপ পড়ে যায়। এসব শিশুর একমাত্র ঔষধ হলো ক্যালকেরিয়া ফস। পিঠের দুর্বলতায় (weakness of Back) ক্যালকেরিয়া ফস একটি গুরুত্বপূর্ণ ঔষধ।
অনেক শিশু এবং বয়স্কদের দেখা যায় যে, চেয়ারে বসে কিছুক্ষণ পড়াশুনা বা কাজ করলেই পিঠে ব্যথা করতে থাকে। ইহার মানে হলো মেরুদন্ড দুর্বল। এই মেরুদন্ডের দুর্বলতায় ক্যালকেরিয়া ফস ঔষধটি খুবই উপকার দেয়। আবার কোমড় ব্যথারও (Lumbago) এটি একটি ভালো ঔষধ।
অনেকের ঘাড়ের পেশী শক্ত হয়ে যায় (stiff neck), ফলে তারা মাথা ডানে-বামে ঘুরাতে পারেন না। এই রোগের একটি শ্রেষ্ট ওষধ হলো এই ক্যালকেরিয়া ফস। কোন শিশু বিরাট বড় মাথা নিয়ে জন্মালে (hydrocephalus) অথবা জন্মের পর মাথা বড় হয়ে গেলে
ক্যালকেরিয়া ফস তার এক নম্বর ঔষধ। এলোপ্যাথিক ডাক্তাররা এসব শিশুদের মাথা ছোট করার জন্য অনেক ঝুঁকিপূর্ণ অপারেশন করে থাকেন, যাতে প্রচুর টাকাও খরচ হয়ে থাকে। কিন্তু কয়েক মাস ক্যালকেরিয়া ফস খেলে বড় মাথা অটোমেটিকভাবে ছোট হয়ে যায়।রোগের কথা
চিন্তা করলে যদি রোগের উৎপাত বেড়ে যায়, তবে এই জাতীয় অদ্ভূত রোগে এই ঔষধ প্রযোজ্য। এটি টনসিলের সমস্যা (tonsilitis) এবং মুখের ব্রণের (acne Vulgaris) সেরা ঔষধ।
যাদের ঘনঘন সর্দি লাগে (frequent catarrh), তারা অবশ্যই এই ঔষধ খাবেন। ডায়াবেটিসের এটি একটি শ্রেষ্ট ঔষধ। ইহা আপনার কৌষিক বিপাক ক্রিয়া (Basal Metabolism) বৃদ্ধির মাধ্যমে আপনার ডায়াবেটিস চিরতরে নিমূল করে দেবে। শিশুদের দাঁত ওঠার
(dentition) সময় অবশ্যই ক্যালকেরিয়া ফস খাওয়ানো উচিত।এতে দাঁত ঠিকমতো ওঠবে এবং দাঁতের গঠন ভাল হবে : পাশাপাশি দাঁত ওঠার সময় যে-সব অসুখ-বিসুখ হয় (যেমন-ডায়েরিয়া, বদহজম, খিচুনি ইত্যাদি) সেগুলো থেকে শিশু রক্ষা পাবে। যে-সব শিশু অনেক বড়
হয়ে গেছে কিন্তু এখনও দাঁত ওঠেনি, তাদেরকেও ক্যালকেরিয়া ফস খাওয়ানো দরকার। যে-সব শিশু-কিশোরের সারা বছর মাথাব্যথা (headache) লেগেই থাকে, ক্যালকেরিয়া ফস তাদের জন্য একটি চমক্কার ঔষধ। সাধারণত শিশু-কিশোররা যখন স্কুলে যায়, তখন পড়াশুনার
অত্যধিক চাপের কারণে তাদের অনেকেই মাথা ব্যথায় আক্রান্ত হয়। বিশেষ করে পরীক্ষা সামনে এলে এই মাথা ব্যথা বেড়ে যায় বহুগুণে। ছাত্র জীবনের মাথা ব্যথায় (school headache) ইহা একটি ঔষধ।
ক্রিটিনিজম (Cretinism) রোগের একটি চমৎকার ঔষধ হলো ক্যালকেরিয়া ফস যাতে একটি শিশু জন্মগতভাবেই হয় বেটে-খাটো, বামন (dwarf), বুদ্ধিহীন, ফোলা ফোলা মুখমন্ডল (puffy face), শুষ্ক চামড়া, মোটা জিহ্বা, বড় নাভী (umbilical_hernia),
পেশীর সমস্যা ইত্যাদি লক্ষণ একত্রে থাকে। আবার ঘ্যাগ বা গলগন্ড (goiter) রোগেরও ইহার একটি শ্রেষ্ট ঔষধ : যা থাইরয়েড গ্ল্যান্ডের কর্মক্ষমতা কমে (Hypothyroidism) যাওয়ার কারণে হয়ে থাকে।শিশুদের এক চোখ বা দুই চোখই যদি টেরা (Strabismus)
হয়, তবে তাদের ক্যালকেরিয়া ফস খাওয়াতে পারেন। কেননা এটি টেরা চোখের একটি উৎকৃষ্ট ঔষধ। শিশু-কিশোররা যদি ধূমপানে আসক্ত (Tobacco habit) হয়, তবে তাদের ক্যালকেরিয়া ফস খাওয়াতে থাকুন।
কেননা এটি ধূমপানের নেশা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে থাকে। কোন শিশু-কিশোরের অণ্ডকোষ বড় (swollen testicles) হয়ে গেলে, তাকে ক্যালকেরিয়া ফস খাওয়াতে হবে।অনেক শিশুদের হজম শক্তি (Assimilation) খুবই দুর্বল থাকে।
অনেক সময় দেখা যায়, স্বচ্ছল ফ্যামিলির বাচ্চা, প্রচুর পুষ্টিকর খাবার খায় কিন্তু স্বাস্থ্য ভালো হয় না। কারণ ভালো ভালো খাবার খেলেও সেগুলো শরীরে শোষিত (malabsorption) হয় না; বরং পায়খানার সাথে বেরিয়ে যায়। লিকলিকে, হাড়িচর্মসার (emaciation),
পাটকাঠির মতো শরীর। এসব শিশুদেরকে নিয়মিত বেশ কয়েক মাস ক্যালকেরিয়া ফস খাওয়ালে তাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং স্বাস্থের অবস্থা আমুল পাল্টে যাবে।
যা-ই খাবে, তাই শরীরে শোষিত হবে।এই কারণে শিশুদের রক্তস্বল্পতা (Anemia) সমস্যায় ক্যালকেরিয়া ফস একটি এক নম্বর ঔষধ। বুদ্ধি প্রতিবন্ধি (mental retard) বা অটিজমে (autism) আক্রান্ত শিশুদের এটি একটি শ্রেষ্ট ঔষধ। অনেক শিশু-কিশোরদের পড়াশুনার
চাপে অথবা অপুষ্টির কারণে স্মরণশক্তি কমে যায় : ব্রেন ঠিক মতো কাজ করে না (Brain-fag)। ফলে কিছুই মনে রাখতে পারে না। যা পড়ে সব ভুলে যায় (Low memory)। এই সমস্যায় ক্যালকেরিয়া ফস যাদুর মতো কাজ করে। এজন্য প্রতিটি বাষিক পরীক্ষার পূবে
শিশু-কিশোরদের দুয়েক সপ্তাহ ক্যালকেরিয়া ফস খাওয়ানো উচিত। যাতে পরীক্ষার সময় পড়াশোনার অত্যধিক চাপে স্মরণশক্তি কমে গিয়ে রেজাল্ট খারাপ না হয়।আবার অনেক মহিলার বুকের দুধের স্বাদ থাকে বিকৃত। কারো দুধ হয় নোনতা (Salty) আবার কারোটা বেশী মিষ্টি।
এসব দুধ শিশুরা খেতে চায় না কিংবা খেলেও বমি করে ফেলে দেয়, শিশুরা ডায়েরিয়া-আমাশয়- বদহজম ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে পড়ে। ক্যালকেরিয়া ফস ঔষধটি মায়েদের খাওয়ালে তাদের বুকের দুধের স্বাদ ঠিক হয়ে যায় এবং তখন আর শিশুরা খেতে অস্বীকার করে না এবং শিশুদের
পেটও খারাপ হয় না।এটি ৩০ (ত্রিশ) শক্তিতে খাওয়া উচিত এবং প্রতিবার এক ফোটা করে অথবা বড়িতে খেলে ১০ (দশ) টি বড়ি করে সপ্তায় অথবা পনের দিন পরপর এক মাত্র করে খাওয়া উচিত। আবার জরুরি সমস্যায় রোজ কয়েকবার করেও খেতে পারেন (যেমন- বড় মাথা নিয়ে
জন্মানো শিশু, হাড়ভাঙ্গার ইত্যাদি ক্ষেত্রে)। হ্যাঁ, ক্যালসিয়াম ফসফেট থেকে তৈরী এই হোমিও ঔষধটির তেমন কোন ক্ষতিকর পার্শ্ব-প্রতিক্রিয়া নাই। এমনকি ভুলবশত যদি নির্দিষ্ট মাত্রার চাইতে দশ গুণ বেশীও কেউ খেয়ে ফেলে, তাতেও কোন ক্ষতির আশঙ্কা নাই।