Lachnanthes (ল্যাকনান্থিস)
Lachnanthes (ল্যাকনান্থিস):
(১) ঘাড়বাত, ঘাড় আড়ষ্ট।
(২) থাইসিস বা যক্ষাকাশ পীড়ার প্রথম আক্রমন অবস্থার কাশি।
(৩) হাত পায়ের তলায় জ্বালা।
(৪) পেটডাকা- মলবেগ কিন্তু বাহ্যে হয় না, নিউমোনিয়াসহ পেটফোলা।
# চরিত্রগত লক্ষণ:
১. পিঠে ও ঘাড়ে অত্যন্ত বেদনাসহ ঘাড়ের আড়স্টতা, মাথা ও ঘাড় যেন কেহ ডানদিকে খেঁচিয়া
ধরিয়াছে।
২. অনুক্ষণ জ্বর,শরীর শুকাইয়া যাওয়া, কষ্টদায়ক অবিশ্রান্ত কাশি ও নিশা ঘর্ম।
৩. জ্বরসহ হউক কিংবা বিনা জ্বরেই হউক হাতের তলায়, পায়ের তলায় পুড়িয়া যাইবার মত জ্বালা থাকিলে সালফার ব্যর্থ হলে প্রয়োগ করা যায়।
৪. পেট সর্বদাই গড় গড় করিয়া ডাকে, যেন কি একটা পদার্থ পেটের মধ্যে ঘুরিয়া বেড়ায়, পেট গরম বোধ হয়, যেন বায়ুতে পরিপূর্ণ। মল নির্গমনের সময়ে ও প্রচুর পরিমানে বায়ু নিঃসরন হয়।
৫. পুন:পুন: বেগ কিন্তু বাহ্যে হয় না, নিমোনিয়াসহ পেট ফোলা।
৬. সবিরাম জ্বরে শীতাবস্থায় পিপাসা, দেহ বরফের মত ঠান্ডা।
৭. মাথার ডান দিকের প্রচন্ড যন্ত্রণা।
৮. পাতলা চেহারা, কুপুরষ ও যক্ষা সম্ভাবনা যুক্ত ব্যক্তি।
৯. অত্যধিক কথা বলার প্রবৃত্তি ও বক্তৃতা দেওয়ার অদম্য ইচ্ছা।
১০. দুই স্কন্ধাস্থির ভেতরে শীত শীত বোধ।
১১. দেহ বরফের মত ঠান্ডা, মুখমন্ডল হলদে, ঘর্মপ্রবণতা।
১২. ঘাড়ে বাত ও ঘাড় আড়ষ্ট, যক্ষাকাশ, জ্বালা,পেট ডাকা, শির:পীড়া, টাইফয়েড, নিমোনিয়া,
ডিপথেরিয়া, গলক্ষত।