Hides, true feelings সত্য অনুভূতি/রোগের আসল অবস্থা গোপন করে, লুকায় । রোগের প্রচন্ডতা গোপন করে। - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
Hides, true feelings  সত্য অনুভূতি/রোগের আসল অবস্থা গোপন করে, লুকায় ।  রোগের প্রচন্ডতা গোপন করে।

Hides, true feelings সত্য অনুভূতি/রোগের আসল অবস্থা গোপন করে, লুকায় । রোগের প্রচন্ডতা গোপন করে।

Short Description:

Product Description

 

Hypocrisy

উচ্চারণ: হিপোক্রেসি


ভন্ডামি

কপটতা

সাধুতার ভান

মোনাফেকি


ভাষ্য:

রোগী বলে যে সে বাসী পচা খাবার খায় না, অথচ খবর নিয়ে জানা গেল যে তার অসুস্থতার কারণ বাসী পচা খাবার।


নতুন চাকুরীতে এসে বাড়ীওয়ালার সাথে খুব ভাল ব্যবহার করে এবং এতে বাড়ীওয়ালা ভাবে যে লোকটি খুবই অমায়িক এবং সে (বাড়ীওয়ালা) ভাবে যে লোকটি আমার উপর পুরোটাই নির্ভরশীল। কিন্তু কয়েক মাস বাদে যখন ঐ চাকুরী জীবির পরিবার এলো, তখন লোকটি আর বাড়ী ওয়ালার সাথে কোনরূপ যোগাযোগই রাখে না।


When someone pretends to believe something that they do not really believe or that is the opposite of what they do or say at another time.


Feigned high principles: the false claim to or pretense of having admirable principles, beliefs, or feelings

It would be sheer hypocrisy for them to turn around and do what they criticize in others.


Hypocritical act: an act or instance of hypocrisy.

After his hypocrisies became widely known, he decided not to run for re-election.


When his private letters were made public, they revealed his hypocrisy.

The hypocrisy of people who say one thing but do another

Teenagers often have a keen awareness of their parents' hypocrisies.



মোট ঔষধ সংখ্যা: ১৪ টি

MIND;c – Hypocrisy

ভন্ডামি, কপটতা

bar-c.caust. ign.LYC.marb-w. med.merc.nux-v.phos.PULS.sep.SIL.SULPH.Thuj.

Hurt


কারো অনুভূতিকে আহত করা।

কাউকে কষ্ট দেয়া।

আবেগ জনিত ব্যথা বা কারো আবেগে ব্যথা দেয়া।

জলিলের খারাপ আচরণের জন্য মতিনের মনে আঘাত লেগেছে, মতিন আহত হয়েছে।


To cause emotional pain to someone

Her comments about my work really hurt.


Upset or unhappy

She was deeply hurt by what he said.


Emotional pain

She has caused a lot of hurt.


To have a negative effect on something

This could hurt her chances of reelection


Emotional or mental pain or suffering

After all the hurt he's caused


আঘাত বা চোট লাগা বা পাওয়া।

লাফ দিও না, চোট লাগতে পারে।


To cause somebody, yourself, or an animal physical injury or pain

Hurt his back when he fell down.


To cause someone pain or to injure them

Simon hurt his knee playing football.

She hurt herself when she slipped on an icy step.

If a part of your body hurts, it is painful.

My eyes really hurt.

Where does it hurt ?


মোট ঔষধ সংখ্যা: ১২টি

MIND - FEAR - hurt, of being

আঘাত লাগার ভয়, মনে ব্যথা লাগার ভয়, অনুভূতিতে আঘাত লাগার ভয়   

Arn.carc.chin.hep.kali-c.lact.lap-la.nat-m.Rhus-t.rutaspig.symph.


মোট ঔষধ সংখ্যা: ১০টি

MIND;c - FEAR - hurt, of being – emotionally

আবেগে আঘাত লাগার ভয়; আবেগে ব্যথা লাগার ভয় 

Arn.carc.chin.hep.Ign.kali-c.NAT-M.rutaspig.STAPH.


মোট ঔষধ সংখ্যা: ৫টি

Mind - FEAR, general, phobias - hurt, of being, emotionally - feelings, of others

অন্যের অনুভূতিতে ব্যথা লাগার ভয় 

carc.chin.NAT-M.phos.staph.




Injury


কোন ঘটনা ঘটার ফলে বা কাজ করার ফলে শারীরিক ক্ষতি বা জখম হওয়া।

সাধারণত দুর্ঘটনা ঘটার ফলে যে শারীরিক ক্ষতি বা জখম বা আহত হয় সেটা ইনজুরি।

যমুনা সেতুর কাছে গাড়ী দুর্ঘটনায় ১৫ জন আহত (ইনজুরি) হয়েছেন।

অসাবধানতার সাথে ধারালো কাস্তে দিয়ে কাজ করার ফলে তার আঙ্গুল কেটেছে।

সে পড়ে গিয়ে বাহুতে ব্যথা পেয়েছে।

সে কোনরূপ আতহ না হয়েই দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে।


Harm or damage: an act or event that causes someone or something to no longer be fully healthy or in good condition.

She survived the accident without injury.

She fell and suffered an injury to her arm.

His athletic career has been slowed by injuries.

Careless use of these tools can cause serious bodily injury.


Damage to someone's body in an accident or attack.

Head injuries.

The passenger in the car escaped with minor injuries.

Physical damage to the body or a body part

They escaped without injury.




Wound


বিশেষত আক্রান্ত হওয়ার ফলে শীরের গুলি লাগলে, কেটে গেলে বা ছিড়ে গেলে তাকে ওনড বলে।

সাধারণত উদ্যেশ্য প্রণোদিত ভাবে ছুড়ি দ্বারা বা মারণাস্ত্রের গুলি দ্বারা আঘাত বা ক্ষত করা হয়।

সাধারণত যুদ্ধ ক্ষেত্রে আতহদের ক্ষেত্রে ওনড শব্দটি ব্যবহার করা হয়।

Wounded soldiers

আহত সৈনিকগণ


An injury, especially one that is made by a knife or bullet

INJURE  to injure someone, especially with a knife or gun.

He was badly wounded in the attack.

Horrible things, sad stories affect her profoundly

উচ্চারণ: হোরিবোল থিংস, স্যাড স্টোরিজ অ্যাফেক্ট হার প্রোফান্ডলি


ভয়ঙ্কর, ভয়ানক জিনিস, অতীতের দুঃখের ঘটনাবলী তাকে (নারী) গভীরভাবে প্রভাবিত করে


ভাষ্য:

রোগীনির বুকে জ্বালাপোড়া সহ হালকা ব্যথা অনুভূত হচ্ছিল গত ৬ মাস ধরে। সে জানত যে এটা এসিডিটির জন্য এবং এজন্য সে এন্টাসিড ঔষধ খেয়ে আসছিল। কিন্তু হঠাৎই একদিন জানতে পারে যে তার পরিচিত একজন (একই ধরনের লক্ষণে ভুগছিল) এই রোগেই মারা গেছে; তার হার্ট এ্যাটাক হয়েছিল বলে তাকে জানানো হয়।  এই বিষয়টি জানার পরই রোগীনি ডাক্তারের চেম্বারে আসে চিকিৎসার জন্য। এই বিষয়টি তার মনে গভীর প্রভাব বিস্তার করে।


মোট ঔষধ সংখ্যা: ৬৮ টি

MIND;cc - Horrible things, sad stories affect her profoundly

ভয়ঙ্কর, ভয়ানক জিনিস, অতীতের দুঃখের ঘটনাবলী তাকে (নারী) গভীরভাবে প্রভাবিত করে

alum.ambr.ars.Aur.Aur-m.Aur-m-n.aur-s.benz-ac.CALC.calc-s.carb-v.carc.carl.Caust.cench.Chin.CIC.cimic.cocacocc.coloc.Con.cypra-eg.Falco-pe.ferr.gels.Hep.ign.IOD.kali-bi.Kali-c.kali-p.lac-h.lac-lup.Lach.limest-b.Lyc.mag-m.mag-s.manc.marb-w.med.moni.nat-c.Nat-m.Nit-ac.Nux-v.oncor-t.op.ozone.PHOS. plat.plut-n.positr.prot.Puls.RutaSep.Sil.SPONG.STAPH.Sulph.tarent.tax.Teucr.Thuj.Vanil.Zinc.

Hopeful (hopeful, feelings)

উচ্চারণ: হোপফুল


আশাবাদী

আশান্বিত অনুভূতি


ভাষ্য:

আমার মন বলছে যে আমি সুস্থ হয়ে উঠব।সময় লাগবে হয়তো।


Someone who hopes to succeed, especially in the entertainment business.


SOMEONE: feeling positive about a future event or situation.

Many teenagers do not feel hopeful about the future.


SOMETHING: If something is hopeful, it makes you feel that what you want to happen will happen.

There are hopeful signs that she will make a full recovery.


মোট ঔষধ সংখ্যা: ৬৩ টি

MIND;c – Hopeful (hopeful, feelings)

আশাবাদী, আশান্বিত অনুভূতি

acon.aids.alum.ambr.androc.ant-t.arn. ars.aur.bac. bov.Calc.canth.carb-an.carb-v.carc.caust.chin.cocc.Coff. colch.dig.falco-pe.ferr-ma.graph.hydr.hydrc.hyos.hyper. Ign.kali-c. kali-p. ketogl-ac.kola.lach.lyc.Merc.nat-m.nit-ac.olib-sac.Op.orot-ac.phasco-ci.podo.puls.raph.rhus-t. ruta.Phos.sang. scor.seneg.Spect. Staph.stram.Sulfon.sulph.temp. tanac.TUB.valer. vanil.VERAT.

Home - desires to go

উচ্চারণ: হোম-ডিজ্যায়ার টু গো


বাড়ীতে ফিরিয়ে যেতে চায়

পূর্ব পরিচিত কোন আরামের জায়গায় ফিরতে চায়

রোগী অস্বস্তিকর অবস্থায় আছে এজন্য সে আগের (ভাল) অবস্থায় ফিরিয়ে যেতে চায়

আগের অবস্থায় ফিরিয়ে যেতে চায়


ভাষ্য:

চর্ম রোগের জন্য হোমিওপ্যাথি ঔষধ খেয়ে রোগের প্রকোপ বেশ কমে গিয়েছিল কিন্তু পুরোপুরি কমেনি। পুরোপুরি চর্ম মুক্ত হওয়ার জন্য রোগী মলম ব্যবহার শুরু করে এবং এতে তাড়াতাড়ি চর্ম রোগের উপশম ঘটে বটে কিন্তু কিছু দিন বাদেই তার চর্মরোগ আবারো দেখা দিতে শুরু করে। সেজন্য রোগী আবারো হোমিওপ্যাথি ঔষধ খেতে চায়।


মোট ঔষধ সংখ্যা: ৫৫ টি 

MIND;c - Home - desires to go

বাড়ীতে ফিরিয়ে যেতে চায়; পূর্ব পরিচিত কোন আরামের জায়গায় ফিরতে চায়

acon.adam.arge-pl. ars.bell. bell-p-sp.BRY.Calc.calc-p.CAPS. Carb-an.cassia-s.chlol.cic.cimic.clem.coff.cupr.Cupr-act.eup-per.falco-pe.galla-q-r.germ-met.granit-m.ham.hell.hyos.kolalac-cp.Lach.limest-b.lipp.loxo-recl.mag-c.meli.merc.nit-ac. Oncor-t.Op.plan.plb.Pneu.psor.puls.rhus-t.ruta.sacch.senec.sil.spong.stram. tritic-vg.valer.verat.vip.

 

Hindered; intolerance of being

উচ্চারণ: হিনড্রানস, ইনটোলারেন্স বিং  


প্রতিবন্ধক, অন্তরায়

কোন কাজের অগ্রগতিকে ঠিক মত হতে দেয় না।


ভাষ:

কোন কাজের অগ্রগতিকে ঠিক মত হতে না দিলে বা কাজের প্রতিবন্ধকতা দেখা দিলে বা কাজের অন্তরায় হলে রোগী উহা সহ্য করতে পারে না, অসহিষ্ণু হয়



Something in way: somebody or something that prevents or makes it difficult for somebody to do something.

Obstruction of progress: the act of obstructing progress.


Something or someone that makes it difficult for you to do something.

Large class sizes are a hindrance to teachers.


মোট ঔষধ সংখ্যা: ৪ টি

MIND - Hindered; intolerance of being

কোন কাজের অগ্রগতিকে ঠিক মত হতে না দিলে বা কাজের প্রতিবন্ধকতা দেখা দিলে বা কাজের অন্তরায় হলে উহা সহ্য করতে পারে না, অসহিষ্ণু হয়

cina.ferr-p.granit-m.ignis-alc.


Hiding – things

উচ্চারণ: হাইডিং-থিংগস


জিনিস পত্র লুকায়

মনোভাব গোপন করে

কোন ঘটনা গোপন করে


মোট ঔষধ সংখ্যা: ৪টি

MIND;c - HIDING – things

জিনিস পত্র লুকায়; মনোভাব গোপন করে বা লুকায়

bell. cina.Staph.tarent.


Hiding – himself (HIDE, desire to)

উচ্চারণ: হাইডিং-হিমসেল্ফ (হাইড, ডিজায়্যার টু)


নিজেকে লুকায়ে রাখতে চায়

লুকাতে চায়


মোট ঔষধ সংখ্যা: ৫৪ টি

MIND;c - Hiding – himself (HIDE, desire to)

নিজেকে লুকায়ে রাখতে চায়; লুকাতে চায়

acon.adam.ars.aur.Bar-c.BELL.bry. Bufo.calc.camph.chin.chlol.Chlor.choc.coca.crot-c.cupr.cypra-eg.dulc.elaps.eug.falco-pe.fic-m.galeoc-c-h.Hell.hippoc-k.hyos.Ign.kali-s.lac-h. lach.limest-b. lyc.mag-c. marb-w.med.meli.nat-m. op.oper.plut-n.Puls.rhus-t.sal-fr. Ratt-norv-s.Sanguis-s.sil. spong.STAPH.Stram.sulph.tarent. ter.verat.

Hides, true feelings 

উচ্চারণ: হাইডস, ট্রু ফিলিংস  


সত্য অনুভূতি/রোগের আসল অবস্থা গোপন করে, লুকায় ।

রোগের প্রচন্ডতা গোপন করে।


ভাষ্য:

রোগী রোগে খুব কষ্ট পাচ্ছে, রোগটি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, “এ নিয়ে মা-বাবা খুব চিন্তা করেন, সেজন্য মা-বাবাকে রোগের আসল অবস্থাটা বুঝতে দিচ্ছি না, গোপন করার চেষ্টা করছি”-এক নাগাড়ে কথাগুলো বললেন রোগী ।


মোট ঔষধ সংখ্যা: ৮ টি

Mind - Hides, true feelings (RM)

সত্য অনুভূতি/রোগের আসল অবস্থা গোপন করে, লুকায়

Aur.carc.ign.kali-c.lyc.NAT-M.staph.Thuj.