Fear - recover, he will notসে আরোগ্য লাভ করবে না; সে আরোগ হবে না-এমন ভীতি, ভয় হয়। - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
Fear - recover, he will notসে আরোগ্য লাভ করবে না; সে আরোগ হবে না-এমন ভীতি, ভয় হয়।

Fear - recover, he will notসে আরোগ্য লাভ করবে না; সে আরোগ হবে না-এমন ভীতি, ভয় হয়।

Short Description:

Product Description

 

Frivolous - alternating with – absorption

উচ্চারণ: ফ্রিভালাস-অল্টারনেটিং উইথ-এবজরপ-শন


পর্যায়ক্রমে নিমগ্ন, তন্ময়, নিবিষ্ট এবং সিরিয়াস নয়, ছেলেমানুষিপূর্ণ


মোট ঔষধ সংখ্যা: ২ টি

MIND;cc - FRIVOLOUS - alternating with - absorption

পর্যায়ক্রমে নিমগ্ন, তন্ময়, নিবিষ্ট এবং সিরিয়াস নয়, ছেলেমানুষিপূর্ণ

arg-n. falco-pe.

Frivolous

(উচ্চারণ: ফ্রিভালাস)


কোন গুরুত্বপূর্ণ বিষয়কেও হালকা ভাবে নেয়।

যে কোন বিষয়ে সিরিয়াস নয়-এমন প্রকৃতির মানুষ। 

গুরুত্ব দেয় না।


Silly and not serious.

frivolous conversation

Lacking in seriousness.

frivolous attitude about a serious matter. 

Not important: not deserving serious attention.


ভাষ্য:

রোগ নিয়ে আমার কোন চিন্তা নেই, মনে হয় আমার রোগ এমনিতেই সেরে যাবে/ভাল হয়ে যাবে।

 

মোট ঔষধ সংখ্যা: ২৩ টি 

MIND;c –FRIVOLOUS

কোন গুরুত্বপূর্ণ বিষয়কেও হালকা ভাবে নেয়, গুরুত্ব দেয় না, সিরিয়াস নয়-এমন প্রকৃতির

agar.aids. Apis. arg-n. Arn. bar-c. bell. calad. con. cygn-be.  falco-pe. heroin. hyos.Lach.lyc. MERC. par. PULS. sep. sil. spong. stram. sulph.



Credulous

উচ্চারণ: ক্রিডুলাস


যে কোন বিষয় সহজে বিশ্বাস করে এবং এ জন্য সে বোকা বনে যায় ও প্রতারিত হয়।

কোন প্রমাণ ছাড়াই কোন বিষয় সহজেই বিশ্বাস করার ফলে প্রতারিত হয়।

বিশ্বাসপ্রবণ।

সহজেই বিশ্বাস করে-এমন প্রকৃতির ।


ভাষ্য:

গত রাত থেকে পায়খানা কন্ট্রোল করতে পারছি না। বন্ধুরা সবাই মিলে একটু ধরল আর বল্ল যে, দুই একটা ডাল পুরী খেলে কিছু হবে না; আমারও লোভ হচ্ছিল, তাই খেয়ে ফেল্লাম গোটা চারেক। ফলে এই অবস্থা আমার।


Too ready to believe things: easily fooled or cheated.

Few people are credulous enough to believe such nonsense.

A credulous audience.

Ready to believe especially on little evidence. 

Gullible: too easily convinced that something is true.

Caused by readiness to believe: resulting from a tendency to believe things too readily.


মোট ঔষধ সংখ্যা: ৬ টি

MIND;c –CREDULOUS

বিশ্বাস প্রবণ; যে কোন বিষয় সহজে বিশ্বাস করে এবং এ জন্য সে বোকা বনে যায় ও প্রতারিত হয়

arg-n.bar-c. Bell. Phos. Puls. staph.


 

Naive

উচ্চারণ: নেইভ


কথাবার্তা ও আচরণে সাদাসিধে, সরল, অনভিজ্ঞতার দরুন সহজেই বিশ্বাস করে।

রোগী সহজ সরল, সহজে বিশ্বাসী, জ্ঞানের গভীরতা কম হেতু যে যেটা বলে সেটাই বিশ্বাস করে।


অতিশয় সরল এবং সহজেই বিশ্বাস করে এমন ব্যক্তি।

সরল,নিস্পাপ, অনভিজ্ঞ।

আচরণও কথাবার্তায় অতিশয় সরল বা সাদাসিধে (অনভিজ্ঞতার দরুন)।


ভাষ্য:

রোগী বলে যে পাশের বাড়ীর বাকের বলল যে আপনি নাকি খুব ভালো ডাক্তার তাই আপনার কাছে চলে এলাম সেই ৩৫০ কি: মি: দূর থেকে।


Having or showing a lack of experience or knowledge: innocent or simple

extremely simple and trusting: having or showing an excessively simple and trusting view of the world and human nature, often as a result of youth and inexperience.

Not shrewd or sophisticated: showing a lack of sophistication and subtlety or of critical judgment and analysis.

A politically naive statement.

Artless: admirably straightforward and uncomplicated or refreshingly innocent and unaffected.

artsrejecting sophisticated techniques in art: not using the conventional styles and techniques of trained artists, e.g. in the treatment of perspective or light and shade.

sciencenot previously experimented on: not previously used in any scientific tests or experiments or not having previously used a particular drug

Naive laboratory.


মোট ঔষধ সংখ্যা: ২১ টি

MIND;c –Naive

কথাবার্তা ও আচরণে সাদাসিধে, সরল, অনভিজ্ঞতার দরুন সহজেই বিশ্বাস করে

aesc. arg-n.arizon-l. Bell. bov. carc. chin. Cic. falco-pe. hyos. ignis-alc. ign.  lyc. PHOS. PULS.  sil. stram. sulph. VERAT. Staph. vanil.

Frightened easily

উচ্চারণ: ফ্রাইটেন্টড ইজিলি


সহজেই ভয় পায়


ভাষ্য:

রোগী তার রোগের কথা শুনে সহজেই ভয় পেয়ে তড়িঘড়ি করে ডাক্তারের কাছে আসে।


মোট ঔষধ সংখ্যা: ১৯৫ টি

MIND;cc - Frightened easily

সহজেই ভয় পায়

abrot.Acon.act-sp.aetheraids.ail.aloealum.alum-p.alum-sil.alumin.alumin-s.alumn.am-c.am-caust.am-m.Ambr.Anac.ang.ant-c.ant-t.aq-mar.arg-met.ARG-N.arg-p.Arn.ARS.ars-met.Ars-s-f.aur.aur-ar.aur-s.BAR-C.bar-i.bar-s.BELL.benz-ac.berb.bism.BORX.brom.Bry.bufocact.calad.Calc.calc-p.Calc-sil.calen.Camph.cann-i.cann-s.canth.Caps.Carb-an.Carb-v.carbn-s.carc.casc.castm.Caust.cham.chin.Chlol.chlor.cic.cimic.CinaCit-ac.clem.cob.cocc.coff.con.crot-c.cub.cupr.cupr-act.cupr-f.cupr-m.cur.cypr.cypra-eg.daph.dicha.Dig.dulc.Erig.Euphr.eupi.ferr.ferr-f.ferr-lac.ferr-m.ferr-sil.gard-j.glon.GRAPH.guaj.hep.heroin.Hyos.hyper.iber.Ign.iod.irisjuni-v.kali-ar.kali-br.Kali-c.kali-i.Kali-p.kali-s.kali-sil.kiss.Lach.lat-h.led.lith-p.loxo-lae.LYC.m-arct.m-aust.Mag-c.mag-m.mag-n.Med.Meph.Merc.merc-i-f.mez.mit.morph.mosch.mur-ac.NAT-AR.nat-br.NAT-C.nat-lac.Nat-m.nat-met.nat-p.nat-s.Nat-sil.Nit-ac.nux-m.NUX-V.ol-an.Op.orig.Petr.ph-ac.Phos.phys.pieri-b.plat.plb.plb-p.plut-n.psor.Puls.rhus-t.rutaSabad.sacch-a.Samb.sang.sarr.Scut.SEP.Sil.sol-ni.spong.stann.Staph.STRAM.stront-c.stry.sul-ac.sul-i.Sulph.sumb.tab.tarent.ter.theather.tritic-vg.TUB.verat.vult-gr.xan.zinc.zinc-i.


Foppish


বেশভুষাপ্রিয়, ফুলবাবু, খোশপোশাকি


মোট ঔষধ সংখ্যা: ৭ টি

MIND;cc – Foppish

বেশভুষাপ্রিয়, ফুলবাবু, খোশপোশাকি 

chin.lach.nux-v.phos.Plat.tax.verat.


Feigning - sick; to be

উচ্চারণ: ফেইনিং- সিক; টু বি


ভান করা। অসুস্থ্যতার ভান করা।

অন্যকে দেখানোর জন্য অসুস্থতার ভান করে।

ভন্ডামী, কপটাচরণ।

কাজ কর্ম না করার জন্য সে অসুস্থ্যতার ভান করছে।

সে সেবা পাওয়ার জন্য, যত্ন পাওয়ার জন্য অসুস্থ্যতার ভান করে।

 

ভাষ্য:

সে অসুস্থ্যতার ভান করে বা তার অসুস্থ্যতা অতিরঞ্জিত করে দেখাতে চায় যাতে করে পরিবারের লোকজন বা আত্মীয়-স্বজনগণ তার প্রতি বেশি মনযোগী হয়।


অসুস্থ্যতার ভান করে স্কুলে না যাবার জন্য, কেননা স্কুল থেকেও আকর্ষণীয় ও আনন্দদায়ক কিছু খেলার মাঠে রয়েছে-যা তাকে টানছে।


To pretend to feel or be affected by (something).

If you feign an emotion, illness, etc, you pretend to have it.

He feigned illness to avoid having to work.


Pretend something: to make a show or pretense of something.

She feigned ignorance.


মোট ঔষধ সংখ্যা: ২২ ‍টি

MIND - Feigning - sick; to be

অসুস্থ হওয়ার ভান করে

aethyl.aethyl-act. arg-n. bell. calc. ign. kali-c. lac-c. lach. lyc. mosch. op. petr-ra. plb. Puls. sabad. sal-l. sep. sil. syph. Tarent. verat.




Affectation

উচ্চারণ: এফেক-টেই-শন


অসুস্থতা লুকানোর জন্য ভান করা ।

অন্যকে প্রভাবিত করার জন্য মেকি আচরণ করা।


ভাষ্য:

ডা. ফিরোজা অসুস্থ অবস্থায় গৃহস্থালীর কাজ কর্ম করতে থাকে। পরিবারের লোকজনদের, ছেলে মেয়েদের বুঝতেই দেয় না যে সে অসুস্থ। কেননা-সে চায় না যে ছেলে মেয়েরা তার অসুস্থতার জন্য উদ্বিগ্ন হউক। সেজন্য সে তার অসুস্থতা লুকানোর চেষ্টা করে, লুকায়।


A way of speaking or behaving that is not natural to someone.

Speech or conduct not natural to oneself:  an unnatural form of behavior meant especially to impress others.

The act of taking on or displaying an attitude or mode of behavior not natural to oneself or not genuinely felt 

Speaking honestly without affectation.

Mocked his piety as affectation.

A woman of great affectation at social gatherings.

His French accent is just an affectation.

 

মোট ঔষধ সংখ্যা: ২৬ টি

MIND;c - AFFECTATION

ভান করা, ভন্ডামি করা  

alum.Aur. carb-v. carc. caust. con. dream-p. graph. Hyos. Ign. LYC. mez. nat-m. Nux-m. pall. petr. PLAT. puls. Ruta. sep. sil. Staph. Stram. sulph. thuj. Verat.

Fear, general, phobias - unaccountable, vague

উচ্চারণ: ফিয়ার, জেনারেল, ফোবিয়া-আনএকাউন্টেবল, ভেগ


অস্পষ্ট ভয়

অর্থহীন ভয়

ভয়ের কোন যুক্তি সঙ্গত কারণ নেই, তবুও ভয় হয়

ব্যখ্যাতীত ভয়

কোন নিদিষ্ট বিষয়ে ভয় নেই, তবুও কেন জানি সেই ভয় দূর হচ্ছে না


ভাষ্য:

একটু খারাপ লাগলেই ভয় হয় যে এই বুঝি মারা গেলাম। কোন যৌক্তিক কারণ ছাড়াই আমার এই ভয় কোন অবস্থাতেই দূর করতে পারছি না ডাক্তার সাহেব।


PERSON:  not having to give reasons for your actions or decisions.

SURPRISING:  impossible to explain.

For some unaccountable reason, I've got three copies of the same book.

Not answerable: not answerable or responsible to anyone.

Inexplicable: impossible to explain or give a reason for.



মোট ঔষধ সংখ্যা: ৫ টি

Mind - Fear, general, phobias - unaccountable, vague

অস্পষ্ট ভয়; জবাবদিহীতা নেই-এমন ভয়; ব্যখ্যাতীত ভয় 

alco.Ars.calc.Phos.samb.

Fear, general, phobias - troubles, of imaginary

উচ্চারণ: ফিয়ার, জেনারেল, ফোবিয়া-ট্রাবলস, অফ ইমাজিনারি


কাল্পনিক সমস্যার ভয়

কাল্পনিক অসুবিধার ভয়

কাল্পনিক কঠোর অবস্থায় পড়ার ভয়

কাল্পনিক অশান্তির ভয়


ভাষ্য:

মনে হয় এ রোগ থেকে রেহাই না পেলে সমাজে চলা ফেরা করতে পারব না।

আমার রোগের কথা জানা জানি হলে আমার পক্ষে চাকুরী চালানো সম্ভব নাও হতে পারে।



মোট ঔষধ সংখ্যা: ৪ টি

Mind - Fear, general, phobias - troubles, of imaginary

কাল্পনিক সমস্যার বা কাল্পনিক অসুবিধার ভয় 

ars.hydr-ac.kali-c.laur.


Fear, general, phobias - society, of losing his position in

উচ্চারণ: ফিয়ার,জেনারেল-ফোবিয়া-সোসাইটি, অফ লুজিং হিজ পজিশন ইন


তার সামাজিক অবস্থান বা সামাজিক মর্যাদা হারানোর ভয়

সমাজে তার ভাবমূর্তি হারানোর ভয়


ভাষ্য:

সমাজে আমার একটা সুনাম আছে। যে রোগ হয়েছে-এটি জানা জানি হলে আমার সুনাম নষ্ট হয়ে যেতে পারে সমাজে।


সমাজে আমার একটা ভাব মূর্তি আছে, চৌধুরী পরিবারের সন্তান আমি। মুখে যে হারে ব্রণ উঠতে শুরু করেছে, সেটা আরো বেড়ে গেলে চৌধুরী বংশের ভাব মূর্তি নষ্ট হয়ে যেতে পারে।



মোট ঔষধ সংখ্যা: ৮ টি

Mind - Fear, general, phobias - society, of losing his position in

তার সামাজিক অবস্থান বা সামাজিক মর্যাদা হারানোর ভয়

calc-f. Ign.Lyc.mag-f.sep.staph.verat. nux-v.

Fear – superstitious

ফিয়ার, সুপার-স্টি-শিয়াস


কুসংস্কারের ভয়।

এখনো রোগ শুরু হয়নি, তথাপিও অযৌক্তিক ভয়। যে ভয়ের কোন যুক্ত নেই। নো লজিক।


ভাষ্য:

বিয়ে বাড়ীর দাওয়াত খাওয়াতে গত সপ্তাহে পেট ব্যথা হয়েছিল। আবারো একটা বিয়ের দাওয়াত পেয়েছি, ভয় হচ্ছে গতবারের মত আবারো পেট ব্যথা শুরু না হয়।


মোট ঔষধ সংখ্যা: ৭ টি

MIND;c - Fear – superstitious

কুসংস্কারের ভয়; এখনো রোগ শুরু হয়নি, তথাপিও অযৌক্তিক ভয়

Arg-n.con.med.phos.rhus-t.stram.zinc.


Mind - FEARS, phobias,general - superstitious

Arg-n.con.med.phos.rhus-t.stram.zinc.


Fear – contagion

উচ্চারণ: ফিয়ার, কন-টেই-জন


সংক্রামক ব্যধি যা সংস্পর্শের মাধ্যমে একজন মানুষের দেহ থেকে অন্য জনের দেহে সংক্রমণের ভয়।


ভাষ্য:

রোগী সংক্রমণের আশংকা করে ।


রোগী হাসপাতালে যেতে ভয় পায়; কারণ সেখানে বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগের জীবানু থাকতে পারে বা থাকে। এখানে ছোঁয়াচে রোগ বলতে নিদিষ্ট করে কোন রোগকে বোঝানো হচ্ছে না।


কনটেইজন শব্দটি আবেগ বা দৃষ্টিভঙ্গি বোঝানোর ক্ষেত্রেও ব্যবহৃত হয়। এক ধরনের আবেগ বা দৃষ্টিভঙ্গি একজনের কাছ থেকে অন্য জনের মাঝে ছড়াতে পারে। যেমন: ইদানিং বিশেষ করে যুবতীতের মাঝে দেখা যায় যে ভারতীয় টিভি সিরিয়ালের কিরণমালা ড্রেস কেনার হিড়িক পড়ে গেছে।


Spread of feeling: the spreading of an attitude or emotion from person to person among a number of people (literary).

·The contagion of happiness.



মোট ঔষধ সংখ্যা: ১৮ টি

MIND - Fear – contagion

সংক্রামক ব্যধি; সংস্পর্শের মাধ্যমে একজন মানুষের দেহ থেকে অন্য জনের দেহে সংক্রমণের ভয়

aids.ARS.borx.bov.calc.CARC.falco-pe.ign.lac-c.lach.Med.nat-m.oscilloc.oxyg.psor.sil.sulph.syph.

Fear - urination - involuntary, of, at night (MIND - FEAR - wet his bed, he will) CR

উচ্চারণ: ফিয়ার, ইউরিনেশন, ইনভলান্টারি অফ এট নাইট


রাতে অনিচ্ছাকৃতভাবে বিছানায় প্রস্রাব করার ভয়।

রাতে তার বিছানা ভিজে যাওয়ার ভয়।


ভাষ্য:

প্রতি রাতে বিছানায় প্রস্রাব করার ভয় হয়। রোগী ডাক্তারকে বলেন, প্রতি রাতে বিছানায় যাওয়ার সময় আতঙ্কিত হয়ে থাকি এই ভেবে যে, রাতে বিছানায় প্রসাব হয়ে যাবে এবং বিছানা ভিজে জ্যাব জ্যাব হয়ে যাবে।


মোট ঔষধ সংখ্যা: ৩ টি

MIND - Fear - urination - involuntary, of, at night (MIND - FEAR - wet his bed, he will) CR

রাতে অনিচ্ছাকৃতভাবে বিছানায় প্রস্রাব করার ভয়;  রাতে তার বিছানা ভিজে যাওয়ার ভয়

alum.Phos.pitu-p.

Fear - unfit for work; of becoming

উচ্চারণ: ফিয়ার, আনফিট ফর ওয়ার্ক অফ বিকামিং


ভয় হয় যে ভবিষ্যতে কাজ করার অনুপযুক্ত, অনুপযোগী, অযোগ্য হয়ে যাবে, অচল হয়ে যাবে।

বর্তমানে কাজ করতে পারছে, কিন্তু ভবিষ্যতে কাজ করার অনুপযুক্ত/আনফিট হয়ে যাওয়ার ভয়।


ভাষ্য:

ডা: মিজানুর রহমানের চেম্বারে এসে রোগী নরেশ ব্রক্ষ্মচারী বলেন, ডাক্তার সাহেব, এখন কোন রকমে কাজ করতে পারছি, কিন্তু যে হারে ব্যথা ধীরে ধীরে বাড়ছে এতে ভয় হচ্ছে যে, আগামী দিনগুলিতে কাজ করার অযোগ্য হয়ে পড়ব কিনা, অচল হয়ে যাবো কিনা!


মোট ঔষধ সংখ্যা: ২ টি

MIND - Fear - unfit for work; of becoming

ভয় হয় যে ভবিষ্যতে কাজ করার অনুপযুক্ত, অনুপযোগী, অযোগ্য হয়ে যাবে

cean.symph.

 

Fear - suffering, of

উচ্চারণ: ফিয়ার-সাফারিংস, অফ



দুর্ভোগ পোহানোর ভয়

অসুস্থতার ফলে সৃষ্ট ভোগান্তির ভয়



ভাষ্য:

অসুস্থতার ফলে সৃষ্ট যে ব্যথা, এটা দীর্ঘদিন ধরে আছে, এই ভোগান্তি অনেক কষ্টকর।

শরীরের চুলকানি আমাকে ভীষন কষ্ট দিচ্ছে; এটা অন্য রকম বিশ্রী একটা ভোগান্তি। ডাক্তার সাহেব, দয়া করে এই ভোগান্তির হাত থেকে আমাকে রক্ষা করুন।



মোট ঔষধ সংখ্যা: ৩১ টি

MIND;c - FEAR - suffering, of

দুর্ভোগ পোহানোর ভয়; অসুস্থতার ফলে সৃষ্ট ভোগান্তির ভয়; রোগ ভোগের ভয়  

achy.acon.all-c.ARS.aur.bry.calc.CARC.cham.clem.coff.cor-r.cori-r.der. epiph.eup-per.fl-ac.hep. hom-xyz.lach.lil-t.merc-br. parth.phos.pip-m.pip-n. sanic.spig.stram.Syph. vanil.

Fear - strangers, of

উচ্চারণ: ফিয়ার, স্ট্রেঞ্জারস অফ


আগন্তকদের / অচেনা লোকদের ভয় পায়


ভাষ্য:

শিশু রোগী চেম্বারে প্রথম এসে অপরিচিত লোকদের দেখে ভীত হয়ে পড়ে।


মোট ঔষধ সংখ্যা: ৫৪ টি

MIND;c - Fear - strangers, of

আগন্তকদের/অচেনা, অপরিচিত লোকদের ভয় পায়

alum.am-caust.am-f.ambr.arg-n.Arn.aur-m-n. ant-c.BAR-C.beryl.beryl-m.bor-pur.bufo.cadm-s.Carb-v.carc.Caust.Con.Cupr.cupr-act.cupr-f.cupr-m.cupr-p.dys.ferr-n.fl-ac.fl-pur.graph.ign.kali-p.lach.lith-c.lith-f.lith-i.lith-m.lith-met.lith-s.Lyc.mag-n.mang-n.nat-f.nitro.oxyg.plb.puls. rhod.sil.Spong.  stram.stront-c.stry.Thuj.tub.zinc-n.

Fear - social position; about his

উচ্চারণ: ফিয়ার-সোশ্যাল পজিশন; এবাউট হিজ


তার সামাজিক অবস্থান নিয়ে ভয় হয়

সমাজে তার ভাবমূর্তি ঠিক রাখা নিয়ে ভয়


ভাষ্য:

সমাজে আমার একটা সুনাম আছে। যে রোগ হয়েছে-এটি জানা জানি হলে আমার সুনাম নষ্ট হয়ে যেতে পারে সমাজে।



মোট ঔষধ সংখ্যা: ৮ টি

MIND;c - Fear - social position; about his

তার সামাজিক অবস্থান নিয়ে ভয় হয়

calc-f. Ign.Lyc.mag-f.sep.staph.verat. nux-v.

Fear - self-control, of losing

উচ্চারণ: ফিয়ার-সেলফ কন্ট্রোল, অফ লুজিং


আত্ম-নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ভয়


ভাষ্য:

ইদানিং আমার মেজাজটা কেন জানি ঠিক রাখতে পারি না। কোথাও একটু ওলটা পালটা হলে মেজাজ চড়ে যায়। ভাবছি চেম্বারে গিয়ে ডাক্তারের কোন প্রশ্নে মেজাজ বিগড়ে গেলে নিজেকে ঠিক রাখতে পারব না মনে হয়। চেতে যেতে পারি।


গাড়িতে যাওয়ার সময় আমার ভয় হয়। পায়খানার বেগ হলে ঠিক থাকতে পারি না। প্যান্ট নষ্ট হয়ে যাওয়ার ভয়।


মোট ঔষধ সংখ্যা: ২৪ টি

MIND;c - Fear - self-control, of losing

আত্ম-নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ভয়

alum.ARG-N.bamb-a.cann-i.crot-c.cupr.Cupr-act.cypra-eg.des-ac.GELS.germ-met.mag-br.Merc.Ign. med. mur-ac.Nat-m.nux-v.ozoneStaph.sulph.tax.theathuj.


Fear - roasted, to be

উচ্চারণ: ফিয়ার রোস্টেড টু বি


আগুনে পুড়ে রোস্ট হয়ে যাওয়ার ভয়, আগুনে ঝলসে যাওয়ার ভয়; কঠোরভাবে সমালোচিত হওয়ার ভয়

সেঁকা

ভাঁজা

ঝলসালো

রোস্ট করা

এখানে রোস্ট হওয়া মানে কারো দ্বারা কঠোর ভাবে সমালোচিত হওয়ার ভয়।


ভাষ্য:

এক সুন্দরী মহিলা ডাক্তারের চেম্বারে এসে ডাক্তারকে বললেন, “ যৌন বিষয়ক বড় সমস্যায় ভুগছি গত কয়েক মাস ধরে। অফিসে যোগদানের এক বছরের মধ্যেই প্রমোশন পেয়ে বড় একটা দায়িত্বে কাজের অফার পাই। এর পর থেকে আমার সহকর্মীরা, বিশেষ করে নারী সহকর্মীরা আমাকে এড়িয়ে চলে। আমার মনে হয় আমার এই প্রোমোশনটা নিয়ে সহকর্মীরা সমালোচনা করছে। এ ব্যাপারে আমি ভীত। আর এই সমালোচনার ভয়ের জন্যই আমার এই অবস্থা হয়তো বা। ”


To cook by exposing to dry heat (as in an oven or before a fire) or by surrounding with hot embers, sand, or stones.

Roast a potato in ashes.


[FOOD] If you roast food, you cook it in an oven or over a fire, and if food roasts, it is cooked in an oven or over a fire.

Roast the lamb in a hot oven for 35 minutes.



মোট ঔষধ সংখ্যা: ১ টি

MIND - Fear - roasted, to be

আগুনে পুড়ে রোস্ট হয়ে যাওয়ার ভয়, আগুনে ঝলসে যাওয়ার ভয়; কঠোরভাবে সমালোচিত হওয়ার ভয়

stram.

Fear - recover, he will not

উচ্চারণ: ফিয়ার, রিকোভারি হি উইল নট


সে আরোগ্য লাভ করবে না; সে আরোগ হবে না-এমন ভীতি, ভয় হয়।


ভাষ্য:

আরোগ্য লাভ করতে পারবে না মর্মে একটা ভীতি বা ভয় রোগীর মনে হয়। রোগী মনে করে যে সে আরোগ্য হবে না। 


মোট ঔষধ সংখ্যা: ৯ টি

MIND;c - FEAR - recover, he will not

সে আরোগ্য লাভ করবে না; সে আরোগ হবে না-এমন ভীতি, ভয় হয়

all-s. ars.aur.ant-t.carc.falco-pe.hep. ruta.sars.