Elaps Cor (ইল্যাপ্সকর):
(১) রক্তস্রাব দোয়াতের কালির ন্যায় কালবর্ণের।
(২) ঠাণ্ডা অসহ্য, একটু ঠাণ্ডায় সর্দি হয়।
(৩) কান, নাক ও ফুসফুসের পীড়া।
(৪) ডানদিকের পক্ষাঘাত, বগলের গ্ল্যাণ্ড পাঁকে।
# চরিত্রগত লক্ষণ:
১. রক্তস্রাব, যক্ষা, কর্ণরোগ, নাসিকার পীড়া, জ্বর, ক্ষীণ দৃষ্টি, ফুসফুসের পীড়া, নিউমোনিয়া।
২. শরীরের কোন দ্বার দিয়া দোয়াতের কালির ন্যায় কাল রং এর চাপশূন্য স্রাব বা রক্তস্রাব ।
৩. ঠান্ডা সহ্য হয় না, একটু ঠান্ডায় সর্দি কাশি দেখা দেয়।
৪. যক্ষারোগীর শরীর ক্ষয়কারী উদরাময়, বমি, গা-বমি, পাকস্থলীতে অ¤ø জমা, ক্ষুধায় কিছু না খাইলেই
মাথা ঘোরা, পাকস্থলীতে হঠাৎ বেদনা, অন্ননালীর আক্ষেপ ও কোন দ্রব্য বা পানীয় পানাহার করিলে
অন্ননালীর পথে কিছুক্ষন আটকাইয়া থাকিবার পর হঠাৎ বেগে পাকস্থলীতে নামিয়া আসা।
৫. ফল কিংবা ঠান্ডা কোন বস্তু পানাহার রোগীর আদৌ সহ্য হয় না।
৬. শরীরের ডানদিকে অধিক ক্রিয়া প্রকাশ পায়।
৭. রাত্রিতে কাণ বন্ধ থাকে, বেদনা বা যন্ত্রনা থাকে না, কানে সোঁ সোঁ শব্দ হয়।
৮. বহুদিনের পুরাতন দুর্গন্ধ নাসিকা স্রাব, স্রাবের রং হরিদ্রা সবুজ মিশ্রিত, নাসিকার ভিতর সবুজ রং এর
পিচুটি জন্মে, শুষ্ক পিচুটিতে নাসিকা পথবন্ধ, নাসিকা দিয়া রক্তপড়া, নাসিকা জ্বলে বেদনা ও চতুর্দিকেই
ইরাপসন বাহির হয়।
৯. পান করার পরে বুকে ঠান্ডা। প্রবল কাশির পরে ফুসফুস হইতে কাল রং এর রক্ত উঠা, ডান ফুসফুসের
সামনের দিকে সূচীবিদ্ধের মত ব্যথা।
১০. শরীরের ডানদিকের পক্ষাঘাত ও বগলে পুন: পুন: গø্যান্ড হইয়া পাকে।
১১. জিহবা কাল, মল কাল, প্রস্রাব লাল।
১২. রোগী পাকাশয়ে অত্যন্ত শীতলতা বোধ করে, যেন এক স্তুপ বরফ রহিয়াছে।
১৩. পিঠে ব্যথা, শীত করে, পা গুলি ঠান্ডা, ফোঁটা ফোঁটা করিয়া প্রস্রাব হয়।
১৪. ডানদিকে কাত হতে পারে না, তাতে ডানদিকের ফুসফুসে খুব যন্ত্রনা হয়, কাশির আগে মুখে রক্তের
স্বাদ।
১৫. পেটে যন্ত্রনা বসিলে বাড়ে, চলিলে কম হয়।
১৬. সদাই বিষন্নতা, রোগের ভয়ে শঙ্কিত, একা থাকিতে চাহে না, সামান্য প্রতিবাদও সহ্য করিতে পারে
না, মেজাজ গরম হইয়া যায় ও দেহ কাঁপে। বৃষ্টি হবে বলে ভয় হয়। কথা বলতে পারে না। সন্ন্যাস রোগে আক্রান্ত হবে বলে ভয় হয়। অবসাদগ্রস্ত।
১৭. দৃষ্টিশক্তি এত ক্ষীণ যে আলো কি অন্ধকার তাহা স্থির করিতে পারে না।
১৮. জ্বরের ঘর্মাবস্থায় সমস্ত শরীরে প্রচুর পরিমানে ঠান্ডা ঘাম হয় এবং ঘুমের মধ্যে মরা মানুষের স্বপ্ন দেখে।
১৯. মিষ্টি দেয়া ঘোলের জন্য স্পৃহা।
২০. কষ্টরজ: সেইসাথে কাল রক্ত। দুই ঋতুকালের মধ্যবর্তী সময়ে কাল রক্তস্রাব। যোনি কপাট ও যোনিতে চুলকানি।
২১. পরিশ্রমে, রাত্রে, বিছানার গরমে, ঠান্ডা দ্রব্য খাইলে, ঝড়ের সময়, বর্ষা ঋতুতে-বৃদ্ধি।
২২. বিশ্রামে, চলিয়া বেড়াইলে- উপশম।