Croton Tig (ক্রোটন টিগ): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ
Croton Tig (ক্রোটন টিগলিয়াম)।
♣ সমনামঃ ক্রেটন অয়েল, জয়পাল তেল, ক্রোটন জামাল গোটা, পারজিং নাট।
♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক।
♣ সাইডঃ বামপাশ।
♣ কাতরতাঃ শীতকাতর।
♣ উপযোগিতাঃ স্তনদুগ্ধপায়ী শিশুদের বেশী উপযোগী।
♣ ক্রিয়াস্থলঃ মিউকাস মেমব্রেন, উদর, চোখ, মূত্রথলী, স্তন, জরায়ু, অন্ননালী, চামড়া, অন্ডকোষ ও মুখের ভেতর।
♣ বৈশিষ্ট্যঃ ক্রোটন অয়েল শক্তিশালী বিরেচক হিসেবে সুপরিচিত এবং চামড়ার উদ্দীপক পদার্থ। ক্রোটন- এর মলের বৈশিষ্ট্য হচ্ছে বন্দুকের গুলীর মতো হঠাৎ করে ছুটে বেরোয়; পরে অত্যন্ত অবসাদ। কিছু অদ্ভূদ লক্ষণ ক্রোটন এর দ্বারা উৎপাদিত হয়:
” মনে হয় যেন গাত্রত্বক শরীরের ওপর সেঁটে বসে রয়েছে “। যেন একটি তার এক অঙ্গ থেকে অন্য অঙ্গ পর্যন্ত টানা আছে। মানবিকভাবে সংকীর্ণমনা।
♣ সারসংক্ষেপঃ মল বন্দুকের গুলীর মতো হঠাৎ করে ছুটে বেরোয়, পরে অত্যন্ত অবসাদ। “মনে হয় যেন গাত্রত্বক শরীরের ওপর সেঁটে বসে রয়েছে। সঙ্গমকালে, বিয়ার মদে, রুটিতে, মাখন, পানীয়ে, খাবার পর, গ্রীষ্মকালে, সঞ্চালনে ও স্তনদানে বাড়ে। ঘুমের পর, আস্তে আস্তে চুলকালে বা ঘষলে ও গরম দুধে কমে। সংকীর্ণমনা, সশঙ্ক, অহমিকা, আত্মাভিমান, ভ্রান্ত বিশ্বাস ও ভয়। পর্যায়ক্রমে চামড়ার রোগ ও উদরাময় বা কাশি। অসদৃশ চিকিৎসায় চামড়ার রোগ চাপা পড়ে অন্য রোগের আবির্ভাব। ভয়ানক চুলকানি। আকর্ষণমতো ব্যথা। স্তনের বোটার ব্যথা পিঠ পযর্ন্ত বিস্তৃত হয়।
♣ অনুভূতিঃ ১) মনে হয় যেনো একটি প্লাগ মলদ্বারের বাইরের দিকে বের হবার জন্য বল প্রয়োগ করছে। ২) পূর্ণতাবোধ : অভন্তরীণভাবে।
♣ ক্রম ও সহচর লক্ষণঃ নাভির ওপর চাপ দিলে মলদ্বারের ব্যথা বাড়ে। শিশুকে স্তনদানকালে স্তনের বোটায় টেনে ধরার মতো ব্যথা হয়, যেনো দড়ি দিয়ে টানছে এরূপ অনুভুতি । পেটে আক্ষেপিক ব্যথা গরম দুধ পানে উপশম।
< বৃদ্ধিঃ নিঃশ্বাস ফেলার সময় (গলা), সঙ্গমকালে ( বুক ধড়ফড়), খাদ্য: বিয়ার মদে, রুটিতে, মাখন, পানীয়ে, খাবার পর, ধোয়ার কাজ করলে, গ্রীষ্মকালে, সঞ্চালনে, স্পর্শের চাপে, রাতে ও ভোরে, ফল, মিষ্টি, ডান পাশে চেপে শয়নে, স্তনদানে।
> হ্রাসঃ ঘুমের পর (কলিক ব্যথা ও মাথাব্যথা), শ্বাস ভেতরে টানার সময় (গলা), আস্তে আস্তে চুলকালে বা ঘষলে, হাঁটলে, চেয়ারে বসে ঘুমালে, গরম দুধ খেলে (কলিক) ।
♣ কারণঃ চামড়ার রোগ চাপা পড়ার কুফলে, ক্ষুধা হতে।
♣ ক্রিয়ানাশকঃ অ্যানাকা, অ্যান্টি-টা, ক্লিমে, রাস, র্যানান-বা ।
♣ এটি ক্রিয়ানাশকঃ রাস ।
♣ প্রয়োগঃ মিল্ক-ক্রাস্ট বা শিশু একজিমাসহ পেটের দোষ থাকলে ক্রোটন বিশেষ উপযোগী । – ডা.ফ্যারিংটন । অণ্ডকোষের পামারোগ বা একজিমায় ক্রোটন বিশেষ উপযোগী। ঐ উদ্ভেদগুলোতে ভয়ানাক চুলকানি থাকে। অথচ স্পর্শকাতরতা এতো বেশি যে, হাত দিতে পারে না, সেজন্য রোগী আস্তে আস্তে ঐস্হানে হাত বুলায়। – ডা.ন্যাশ।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা ক্রোটন টিগলিয়াম প্রয়োগ করতে পারবো।
গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ (ক্যান্ট রেপার্টরী অনুযায়ী)
১) নৃত্য করে (Dancing) A= ট্যারেন্টু। B= বেল, সাইকু, ককুল, ক্রোটা, হায়োস। C= অ্যাকোন, অ্যাগারি, অ্যাপিস, ক্যানা-ই, ক্লোরেল, কোনি, ক্রোটন- টিগ, গ্র্যাটিও, মার্ক, ন্যাট্র-মি, ফস-অ্যাসি, প্ল্যাটি, রোবি, স্ট্যামো।
২.১) ভ্রান্ত বিশ্বাস: লোক দেখে, যেনো তার পেছনে কেউ রয়েছে- অ্যানাকা, ব্রোমি, ক্যাল্ক, ক্যাস্কে, স্যাঙ্ক্রি, ক্রোটন-টিগ, ল্যাকে, মেডোর, রুটা, স্ট্যাফি, সাইলি।
২.২) ভ্রান্ত বিশ্বাস: চোখ বুজে অনুপস্থিত লোকের সাথে কথা বলে- B= স্ট্র্যামো। C= অ্যাগারি, অরাম, বেল, ক্রোটন-টিগ, ডিজি, হায়োস, ল্যাকে, ওপি, থুজা।
৩) ভয়: একাকি থাকলে- A= আর্জ-নাই, আর্স, ক্রোটন-টিগ, হায়োস, ক্যালি-কা, লাইকো, ফস। B= অ্যাপিস, ক্যাম্ফ, ক্লিমে, কোনি, ইল্যাপ্স, জেলস, ক্যালি-ফস, ল্যাক-ক্যান, লাইসি, পালস, সিপি, স্ট্র্যামো।
৪) আহারের পরে- A= অ্যালো, আর্স, ব্রায়ো, ক্যাল্ক, ক্যাল্ক-ফস, কস্টি, কলো, কোনি, ক্যালি-বাই, ক্যালি-কা, ল্যাকে, লাইকো, ন্যাট্র-মি, নাক্স-ভ, ফস, পালস, রিউমেক্স, সিপি, সাইলি, সালফ। B= অ্যাগারি, অ্যামন-কা, অ্যাপিস, আর্জ-নাই, অ্যাসাফ, ব্যারা-কা, বেল, বিসমা, কার্বো-অ্যানি, কার্বো-সাল, কার্বো-ভে, ক্যামো, চেলিডো, চায়না, ককুল, কোক্কাস, কফি, ক্রোটন-টিগ, সাইক্লে, ফেরাম, ফেরা-আই, গ্র্যানেট, গ্র্যাফ, ইন্ডিগো, ইপি, জুগ-রে, মেজের, ন্যাট্র-কা, নাই-অ্যাসি, অক্সা-অ্যাসি, পেট্রো, ফস-অ্যাসি, সোরিন, রিউম, রাস, সেলি, সেনেগা, ট্যারাক্সি, থুজা।
৫.১) খাদ্য: বিয়ার মদে বাড়ে- B= অ্যালো, ব্রায়ো, ফেরাম, ইগ্নে, ক্যালি-বাই, লিডাম, নাক্স-ভ, রাস। C= অ্যাকোন, আর্স, অ্যাসাফ, বেল, ক্যাডমি, কার্বো-সাল, চেলিডো, ক্লোরাল, চায়না, কক্কাস, কলো, ক্রোটন-টিগ, ইউফর্বি, লাইকো, মেজের, মিউ-অ্যাসি, পালস, সিপি, সাইলি, স্ট্যানা, স্ট্যাফি, স্ট্র্যামো, সালফ, টিউক্রি, ভিরেট।
৫.২) খাদ্য: রুটিতে বাড়ে- A= ব্রায়ো, পালস। B= অ্যান্টি-টা, ব্যারা-কা, কস্টি, মার্ক, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, রাস, সার্সা, সিপি, সালফ, জিঙ্ক। C= কার্বো-অ্যানি, চায়না, ক্লিমে, কফি, ক্রোটেল, ক্রোটন-টিগ, ক্যালি-কা, ওলিয়ে, ফস-অ্যাসি, ফস, র্যানান-স্ক্লে, রুটা, সিকেলি, স্ট্যাফি, সাল-অ্যাসি, টিউক্রি, জিঙ্ক।
৫.৩) খাদ্য: মাখন রুটিতে বাড়ে- A= পালস। B= চায়না, নাই-অ্যাসি, সিপি। C= কার্বো-অ্যানি, কস্টি, ক্রোটন-টিগ, সাইক্লে, মিনিয়ে, ন্যাট্র-মি, নাক্স-ভ, ফস, সালফ।
৬) পূর্ণতাবোধ : অভ্যন্তরীণভাবে- A= অ্যাকোন, ইস্কু, চায়না,সিমিসি, গ্লোন, মেলিলো, মস্কাস, ফস, রাস, সালফ। B= অ্যান্টি-টা, অ্যাপিস, আর্নি, অ্যাসাফ, ব্যারা-কা, বেল, ব্রায়ো, ক্যান্হা, ক্যাপসি, কার্বো-অ্যানি, কার্বো-সাল, কার্বো-ভে, ক্যামো, কোনি, ক্রোটন-টিগ, সাইক্লে, ডিজি………….
৭) ক্ষুধা হতে ( Hanger from)- A= গ্র্যাফ, আই, ক্যালি-কা, সাইলি। B= অ্যালু, অরাম, ক্যাক্টা, কস্টি, ক্রোটন-টিগ, ফস, সোরিন, স্পাইজে,।
৮) সঞ্চালনে বাড়ে (Motion agg.) A= বেল, বিসমা, ব্রায়ো, চেলিডো, চায়না, ককুল, কলচি, কলো, গুয়াই, লিডাম, মার্ক, নাক্স-ভ, র্যানান-বা, স্যাবি, সাইলি, সালফ। B= অ্যাকোন, অ্যাগারি, অ্যাগ্নাস, অ্যাপিস, আর্নি, আর্স, আর্স-আই, অ্যাসাফ, অ্যাসের, অরাম, ব্যারা-কা, বার্বে, ক্যাক্টা, ক্যালাডি, ক্যাল্ক-কা, ক্যাল্ক-সাল, ক্যাম্ফ, ক্যানা-স্যাট, ক্যান্হা, ক্যাপসি, কার্বো-অ্যানি, কার্বো-ভে, সাইমে, সিন্নাবে, কফি, কোনি, ক্রোকা, ক্রোটেল, ক্রোটন-টিগ, ডিজি, ইউপে-পার্ফ, ফেরাম, জেলস, গ্লোন…………
৯) স্তনদুগ্ধপায়ী শিশু ( Nursing) children) – A= বোরা, ক্যাল্ক, ন্যাট্র-ফস, পালস, সিপি। B= আর্স, বেল, ক্যাল্ক, ক্যামো, চায়না, সিনা, ডালকা, ইগ্নে, ম্যাগ-কা, ফস-অ্যাসি, রাস, সালফ। C= অ্যাকোন, অ্যাগ্নাস, ব্রায়ো, কার্বো-অ্যাসি, কার্বো-ভে, চেলিডো, কোনি, ক্রোটন-টিগ, ফেরাম, গ্র্যাফ, আই, ইপি, ক্যালি-কা, ল্যাকে…………….
১০) ব্যথা: পক্ষাঘাতিক অঙ্গে- B= আর্স, কস্টি, কলো, ক্যালি-নাই, প্লাম্বা। C= অ্যাগারি, আর্নি, বেল, ক্রোটন-টিগ, নাক্স-ভ, ফস, রাস, সাইলি, সালফ।