Bed - aversion to, shuns bed - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
Bed - aversion to, shuns bed

Bed - aversion to, shuns bed

Short Description:

Product Description

 

Behavior Problems - আচরণের সমস্যা; রোগী বাজে আচরণ করে (Behavior Problems, )

Behavior Problems

উচ্চারণ: বিহ্যাভিয়র প্রোব্লেমস


আচরণের সমস্যা; বাজে আচরণ করে


ভাষ্য:

রোগীর হাত থেকে তার ভাই ফোনটা কেড়ে নিতেই রোগী সেটি তুলে ছুড়ে মারে ।


মোট ঔষধ সংখ্যা: ২৭ টি

MIND - Behavior Problems

আচরণের সমস্যা; বাজে আচরণ করে

agar.anac.bufocham.cinacupr.ferr.hep.hyos.lach.lyc.med.merc.nux-v.p-benzq.plat.psor.rhus-t.staph.STRAM.sulph.syph.tarent.thuj.Tub.verat.zinc.

Behavior Problems - children; in

উচ্চারণ: বিহ্যাভিয়র প্রোব্লেমস-চিলড্রেন; ইন


শিশুর আচরণের সমস্যা; বাজে আচরণ করে


ভাষ্য:

শিশু রোগীর হাত থেকে তার মা ফুলদানীটা কেড়ে নিতেই শিশু সেটি তুলে ছুড়ে মারে ।


মোট ঔষধ সংখ্যা: ২৭ টি

MIND - Behavior Problems - children; in

শিশুর আচরণের সমস্যা; বাজে আচরণ করে

agar.anac.bufocham.cinacupr.ferr.hep.hyos.lach.lyc.med.merc.nux-v.p-benzq.plat.psor.rhus-t.staph.stram.sulph.syph.tarent.thuj.Tub.verat.zinc.


Begging

উচ্চারণ: বেগিং


ভিক্ষা চাওয়া; এখানে বস্তুগত কিছু চাওয়া থাকবে।  

অনুগ্রহ প্রার্থনা করা।


ভাষ্য:

হাসপাতালের বিছানায় যারা আমাকে দেখতে আসে তাদের কাছে আমার আরোগ্যের ব্যাপারে দোয়া কামনা করি।


A   homeless man begs on that corner every day.

     Children begging strangers for food.

     Children begging food from strangers.

      He begged the doctor for medicine.

      Begging a favor of someone.

Begging food from strangers.



মোট ঔষধ সংখ্যা: ১২ টি

MIND;c - Begging

ভিক্ষা চাওয়া, অনুগ্রহ প্রার্থনা করা

Ars.aur. bell. kali-c. lyss. oxyg. merc. plat. Psor. puls. stann. stram.



Praying

উচ্চারণ: প্রেয়িং


বিনয়ের সাথে আবেদন করা; এখানে বস্তুগত কিছু চাওয়া থাকবে না।

প্রার্থনা করা ।

উপাসনা করা।

অনুগ্রহ কামনা করা।


GOD [RELIGION] to speak to a god in order to show your feelings or to ask for something.

Let us pray for all the sick children.

She prayed that God would forgive her.


To make a request in a humble manner.


To address God or a god with adoration, confession, supplication, or thanksgiving.


ভাষ্য:

রোগী ডাক্তার সাহেবের কাছে হাতজোড় করে বিনয়ের সাথে তার সুচিকিৎিসা করার জন্য অনুরোধ জানায়।

রোগী বিনয়ের সাথে হাত জোর করে বলে, “ডাক্তার সাহেব, দয়া করে আমার রক্ত পরীক্ষা করাবেন না, যদি রিপোর্ট খারাপ হয় তো আমি বাঁচব না।”



মোট ঔষধ সংখ্যা: ৩৪ টি

MIND;c –Praying (PRAYING, behavior)

প্রার্থনা করা, উপাসনা করা

aids.Alum. anac. arn. Ars. AUR. Bell. cer-s. cere-b. cere-s. euph. haliae-lc. hyos. hyper. ignis-alc. lyss. Lach. manc. med. nat-s. nat-sil. op. opun-s. opun-v. plat. PULS. rhus-t. SEP. stann. STRAM. sul-ac. sulo-ac. sulph. VERAT.

Bed - remain in bed; desire to

উচ্চারণ: বেড-রিমেইন ইন বেড, ডিজ্যায়ার টু


বিছানায় থাকতে চায়।

বিছানায় থেকে যেতে চায়।

বিছানায়/শয্যায় থাকতে আকাঙ্খা করে।


ভাষ্য:

অসুখ হওয়ার পর থেকে বিছানা থেকে উঠতে মন চায় না। সব সময় বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করে।


ডাক্তারের চেম্বারে এসে রোগী বলে, “ডাক্তার সাহেব আপনার দেয়া ঔষধের পাশাপাশি আপাতত কবিরাজী ঔষধের বড়িটা আমাকে খেতেই হবে, ওটা খেয়ে আমি ভালো থাকি, কিন্তু এটি ফুরায়ে গেলে প্রতি মাসে একবার সেই অনেক দূর থেকে ওটা আবার সংগ্রহ করতে হয়, যা আমার জন্য কষ্টকর।”


মোট ঔষধ সংখ্যা: ৫৩ টি

MIND;c - Bed - remain in bed; desire to

বিছানায় থাকতে চায়, বিছানায়/শয্যায় থাকতে আকাঙ্খা করে

বিছানায় থাকতে চায়; বিছানায় যে অবস্থায় আছে সেভাবে থাকতে ইচ্ছা পোষণ করে 

adam.alum. alumn. am-c. ant-c. Arg-n. arge-pl. aur-m-n. bamb-a. brass-n-o. bry. cact. choc. coca con. cupr. cygn-be. dream-p. dros. dulc. falco-pe. ferr-m. Gels.hydrog. Hyos. ip. kali-p. kali-s. Kola lyc. merc. olib-sac. phasco-ci. Ph-ac.phos. plut-n. podo. psor. puls. rhus-t. rob. RUTA. sal-fr. Sep. Sil. spong. symph. taosc. tritic-vg. ulm-c. Vanil. verat. verat-v.



Delusions - charmed and cannot break the spell

উচ্চারণ: ডেল্যুশনস-চার্মড এ্যান্ড ক্যান নট ব্রেক দি স্পেল


আগে থেকেই কোন একটি বিষয়ে আকৃষ্ট বা আনন্দিত বা মুগ্ধ হয়ে আছে যেটি সে নষ্ট করতে চাচ্ছে না-এমন ভ্রান্ত বিশ্বাস।


Extremely lucky or prosperous.

living a charmed life.

She has always lived a charmed life.

You must be living a charmed life if you haven't caught the flu that's going around.

Very lucky, or managing to avoid danger.

The young boy had led a charmed life.

So pleasant or lucky as to suggest protection by a magic spell.


ভাষ্য:

রোগী চেম্বারে এসে বলছেন, “ডাক্তার সাহেব আপনার আগের দেয়া ঔষুধটি খুবই ভাল কাজ করছে। এটি খেয়ে আমি খুব ভাল বোধ করছি। নতুন ঔষুধ দিলেও আগের ঐ বড় বোতলের ঔষুধটা কিন্তু বাদ দেবেন না দয়া করে। ”


রোগী বলে যে, যেই ঔষধটা খাওয়া বাদ দেই, অমনি রোগটা বেড়ে যায়।


মোট ঔষধ সংখ্যা: ১ টি

MIND;cc - Delusions - charmed and cannot break the spell

আগে থেকেই কোন একটি বিষয়ে আনন্দিত বা মুগ্ধ হয়ে আছে যেটি সে নষ্ট করতে চাচ্ছে না-এমন ভ্রান্ত বিশ্বাস

Lach.



Home - desires to go

উচ্চারণ: হোম-ডিজ্যায়ার টু গো


বাড়ীতে ফিরিয়ে যেতে চায়।

পূর্ব পরিচিত কোন আরামের জায়গায় ফিরতে চায়।

রোগী অস্বস্তিকর অবস্থায় আছে এজন্য সে আগের (ভাল) অবস্থায় ফিরিয়ে যেতে চায়।

আগের অবস্থায় ফিরিয়ে যেতে চায় ।


ভাষ্য:

চর্ম রোগের জন্য হোমিওপ্যাথি ঔষধ খেয়ে রোগের প্রকোপ বেশ কমে গিয়েছিল কিন্তু পুরোপুরি কমেনি। পুরোপুরি চর্ম মুক্ত হওয়ার জন্য রোগী মলম ব্যবহার শুরু করে এবং এতে তাড়াতাড়ি চর্ম রোগের উপশম ঘটে বটে কিন্তু কিছু দিন বাদেই তার চর্মরোগ আবারো দেখা দিতে শুরু করে। সেজন্য রোগী আবারো হোমিওপ্যাথি ঔষধ খেতে চায়।


মোট ঔষধ সংখ্যা: ৫১ টি 

MIND;c - Home - desires to go

বাড়ীতে ফিরিয়ে যেতে চায়; পূর্ব পরিচিত কোন আরামের জায়গায় ফিরতে চায়

acon.adam. arge-pl. ars. bell. BRY. Calc. calc-p. CAPS. Carb-an. cassia-s. chlol. cic. cimic. clem. coff. cupr. Cupr-act. eup-per. falco-pe. galla-q-r. germ-met. granit-m. ham. hell. hyos. kola lac-cp. Lach. limest-b. lipp. loxo-recl. mag-c. meli. merc. nit-ac. Op. plan. plb. Pneu. psor. puls. rhus-t. sacch. senec. sil. spong. stram. valer. verat. vip.


Bed - get out of bed; wants to

উচ্চারণ: বেড-গেট আউট অফ বেড; ওয়ান্টস টু


বিছানা থেকে উঠে বেড়িয়ে যেতে চায়।

বিছানা ত্যাগ করতে চায়।


মোট ঔষধ সংখ্যা: ২১ টি

MIND;c - Bed - get out of bed; wants to

বিছানা থেকে উঠে বেড়িয়ে যেতে চায়; বিছানা ত্যাগ করতে চায়

acon.Agar.ars.Bapt. Bell.Bry. Camph. cham. graph. cupr.hell.HYOS. op.oper. rhus-t. lac-c. led. merc. Stram.verat. zinc.

Bed - aversion to, shuns bed

উচ্চারণ: এভারশন টু, সানস বেড


বিছানা পরিহার করা।

বিছানা এড়িয়ে চলা।

বিছানা বর্জন করা।

শয্যার প্রতি অনীহা।

বিছানার প্রতি বিতৃষ্ণা ।


ভাষ্য:

বিছানায় শুয়ে থাকতে আমার ভাল লাগে না, যদিও আমি ক্লান্ত অনুভব করছি।



To avoid deliberately and especially habitually.

Shuns publicity.

He shuns parties and social events.

After his divorce he found himself being shunned by many of his former friends.


মোট ঔষধ সংখ্যা: ২৩ টি

MIND;c - Bed - aversion to, shuns bed

বিছানার প্রতি বিতৃষ্ণা; বিছানা এড়িয়ে চলে

Acon.arn. Ars. bapt. calc. camph. cann-s. canth. caust. Cedr. cench. cupr. graph. kali-ar. Lach. lec. lyc. med. merc. nat-c. pyrog.squil. ulm-c.