Argentum Metallicum (arg-met) আর্জেন্টাম মেটালিকাম - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
Argentum Metallicum (arg-met) আর্জেন্টাম মেটালিকাম

Argentum Metallicum (arg-met) আর্জেন্টাম মেটালিকাম

Short Description:

Product Description

 

Argentum Metallicum (arg-met) আর্জেন্টাম মেটালিকাম

.The Metal (Pure Silver)

[Please scroll down for the English Version]

 

পরিচয়ঃ  বিশুদ্ধ রূপা/ রৌপ্য হইতে প্রস্তুত হয়। ইহা এন্টিসোরিক ও এন্টিসাইকোটিকও বটে।


ধাতুগত বৈশিষ্ট্যঃ দীর্ঘকায় শীর্ণ, খিটখিটে মেজাজের রোগী এবং যাহাদের অল্প বয়সেই বৃদ্ধের ন্যায় দেখায় তাহাদের জন্য এবং হিষ্টিরিয়া গ্রস্তা, নার্ভাস-স্ত্রী ও যে সকল পুরুষ শুক্রক্ষয় করিয়া অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়াছে, বিষন্ন মন, তাহাদের জন্য ইহা বিশেষ উপযোগী।


Antidote food / ঔষধের ক্রিয়ানাশক খাদ্য:  কফি, কর্পূর।

Inimical food / ঔষধের পরিপন্থী বা অনিষ্টকর খাদ্য:  দুধ / দুগ্ধ, তামাক । 

ক্রিয়ানাশকঃ মার্ক, পালস।

 

  • সাধারণত বাম বক্ষের মধ্যে ভীষণ দুর্বলতা বোধ এবং দুর্বলতার সাথে হৃদকম্প/ প্যালপিটেশন হয়।
  • সামান্য কারণেই স্বরভঙ্গ হয় এবং এ সময় রোগী গলায় খুব বেশি বেদনা বোধ করে।
  • বাম ডিম্বকোষে ব্যথা এবং জরায়ুর শিথিলতা।
  • পুরুষদের ডান অন্ডকোষ আক্রান্ত হয়।
  • অতিরিক্ত শুক্রক্ষয় বা মানসিক পরিশ্রমবশত স্নায়বিক দুর্বলতা।
  • ঠিক দুপুরের সময় অনেকগুলি উপদ্রব, বেদনা এবং কামড়ানি দেখা দেয়।
  • পুরুষ জাতির উপর ইহার ক্রিয়া প্রকাশ পায় শরীরের একদিকে এবং স্ত্রীজাতির উপর ইহার ক্রিয়া প্রকাশ পায় ঠিক তার বিপরীত।
  • ইহা বার বার ব্যবহার করা উচিৎ নহে।  


কাতরতাঃ

শীতকাতর (দ্বিতীয় গ্রেড): [Dr. Robert Gibson Miller এবং James Tyler Kent ]

 

মায়াজমেটিক অবস্থাঃ (মায়াজমের দোষ নষ্ট করার শক্তি)

  • এন্টি-সোরিক (তৃতীয় গ্রেড)
  • এন্টি-সাইকোটিক (প্রথম গ্রেড)
  • এন্টি-সিফিলিটিক (তৃতীয় গ্রেড)
  • এন্টি-টিউবারকুলার (তৃতীয় গ্রেড)

 

মূল কথাঃ

  • বিচারশক্তি ও স্মৃতিশক্তি খুবই দুর্বল।
  • বাতের বেদনা, শিরঃপীড়া, স্নায়বিক যাতনা গরমে ও আচ্ছাদনে উপশম।
  • বিশ্রামে বৃদ্ধি।
  • সঞ্চালনে উপশম।
  • হস্তমৈথুনজনিত ধ্বজভঙ্গ; নিদ্রার মধ্যে প্রায়ই বীর্য্যপাত হয়।
  • প্রায় গলা খেঁকরায় /hawking
  • ব্যবসায়ী, ছাত্র ও চিন্তাশীল ব্যক্তিদের রোগে ইহা বিশেষ উপযোগী।
  • উচ্চস্বরে পাঠ, বক্তৃতাদান, সঙ্গীত করার ফলে স্বরভঙ্গ;
  • কথা বলিলে, হাসিলে কাশির বৃদ্ধি;
  • বক্ষঃপ্রদেশে অত্যন্ত দুর্বলতানুভব বিশেষত বাম বক্ষে;
  • সামান্য চেষ্টাতেই থকথকে, আঠাবৎ ও সাদা শ্লেষ্মা বাহির হয়;
  • নারী / মহিলাদের বাম দিকে (বাম ওভারিতেই অধিক ক্রিয়া করে);
  • পুরুষদের ডান দিকে (দুইটি অন্ডকোষের মধ্যে ডানটিতে বেশি ক্রিয়া) ক্রিয়াধিক্য;
  • মন বিমর্ষ।
  • নাক ও কানের উপাস্থি পুরু হয়।
  • শররের নানা স্থানে ক্ষত; ক্ষত হতে প্রচুর রস ঝরে; ক্ষতের উৎপত্তি স্থানে রস জমিয়া ঐ স্থানগুলি শক্ত হইয়া যায়।
  • চুলকাইতে চুলকাইতে শরীরের স্থানে স্থানে রক্ত বাহির করিয়া ফেলে।
  • দ্বিপ্রহরে ঠিক একই সময়ে ব্যথা।
  • চিৎ হইয়া শুইয়া থাকিলে বুক ধড়ফড় করে।
  • চুপচাপ বসিয়া থাকিলে পিঠের ও শরীরের বেদনার বৃ্দ্ধি হয়, কিন্তু বেড়াইলে উপশম।
  • গরম ভাল লাগে ও গরমে রোগের উপশম হয়।
  • কন্ঠস্বর ব্যবহার করিলে বৃদ্ধি।


ব্যবহারস্থলঃ  পারদের মন্দ ফলের জন্য উপাস্থি, অস্থিবন্ধনীর পীড়া, বাম বক্ষঃস্থলের দুর্বলতা, গায়ক ও বক্তাদিগের স্বরভঙ্গ, স্বর যন্ত্র প্রদাহ ও গলার ভিতর বেদনা প্রভৃতি পীড়ায় প্রধান ব্যবহার।রাত্রিকালে হৃদপিন্ডে অত্যন্ত স্পন্দন, মাথাঘোরা, মাথায় শুন্যতা বোধ, চোখের প্রদাহ, শয্যা মূত্র, বহুমূত্র, মৃগী, অস্থি সন্ধিতে অর্বুদ, যক্ষ্মাকাশি, স্বপ্নদোষ, জরায়ুর ক্যান্সার প্রভৃতি রোগে ব্যবহৃত হয়।


উপশম/হ্রাসঃ  রাত্রে শুইলে (কাশি) উপশম, মুক্ত বাতাসে উপশম।


বৃদ্ধিঃ  স্পর্শে, নিদ্রাকালে, দ্বিপ্রহরের দিকে, চাপ দিলে, গাড়ীতে চড়িলে, গরমে, গান করিলে, শুক্রক্ষয় হইলে, মানসিক পরিশ্রমে বৃদ্ধি।

ক্রিয়া স্থিতিকালঃ ১৪-২১ দিন।

 

লক্ষণ সূত্রঃ এম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-১১৩, এন, সি ঘোষ: পৃষ্ঠা-১১৪, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-৫০, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-১১০, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-১৫২, ই. এ. ফ্যারিংটন: পৃষ্ঠা-৪৭১, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-৮৬, নীলমনি ঘটক: পৃষ্ঠা-৪৮, জে এম মিত্র: পৃষ্ঠা-১১৮, এস কে সাহা: পৃষ্ঠা-১৭, এইচ. সি এলেন: পৃষ্ঠা-৪১, জন হেনরি ক্লার্ক: পৃষ্ঠা-১৪১ ।

 

 

First Grade Symptoms of [Argentum Metallicum আর্জেন্টাম মেটালিকাম (arg-met)] ::: (Total 150)


Argentum Metallicum
The Metal (Pure Silver)


H.C. Allen   

Argentum Metallicum
The Metal (Pure Silver)


  • Tall, thin, irritable persons.
  • Ailments from abuse of Mercury.
  • Constitutional effects of onanism.
  • Affects the cartilages, tarsal, ears, nose, Eustachian; the structures entering into joints.
  • Seminal emissions:after onanism; almost every night; without erection; with atrophy of penis.
  • Crushed pain in the testicles (Rhod.).
  • Prolapsus; with pain in left ovary and back, extending forward and downward (right ovary, Pal.); climacteric haemorrhage.
  • Exhausting, fluent coryza with sneezing.
  • Hoarseness; of professional singers, public speakers (Alum., Arum-t.).
  • Total loss of voice of professional singers.
  • Throat and larynx feel raw or sore on swallowing or coughing.
  • Laughing excites cough (Dros., Phos., Stan.) and produces profuse mucus in larynx.
  • When reading aloud has to hem and hawk; cough with easy expectoration of gelatinous, viscid mucus, looking like boiled starch.
  • Great weakness of the chest (Stan.); worse left side.
  • Alternation in timbre of voice with singers and public speakers (Arum t.).
  • Raw spot over bifurcation of the trachea. worse when using voice, talking or singing.

 

Relation:

  • Follows well: after, Alum. Similar: to, Stan. in cough excited by laughing.


Aggravation: Riding in a carriage (Coc.); when touched or pressed upon; talking, singing, reading aloud.




William BOERICKE

Argentum Metallicum
Silver

  • Emaciation, a gradual drying up, desire for fresh air, dyspnea, sensation of expansion and left-sided pains are characteristic.
  • The chief action is centered on the articulations and their component elements, bones, cartilages, and ligament's.
  • Here the small blood vessels become closed up or withered and carious affections result.
  • They come on insidiously, lingering, but progress.
  • The larynx is also a special center for this drug.


Mental:

  • Hurried feeling; time passes slowly;
  • melancholy.


Head:

  • Dull paroxysmal neuralgia over left side, gradually increasing and ceasing suddenly.
  • Scalp very tender to touch.
  • Vertigo, with intoxicated feeling, on looking at running water.
  • Head feels empty, hollow.
  • Eyelids red and thick.
  • Exhausting coryza, with sneezing.
  • Pain in facial bones.
  • Pain between left eye and frontal eminence.


Throat:

  • Raw, hawking, gray, jelly-like mucus, and throat sore on coughing.
  • Profuse and easy morning expectoration.


Respiratory:

  • Hoarseness Aphonia.
  • Raw, sore feeling when coughing.
  • Total loss of voice of professional singers.
  • Larynx feels sore and raw.
  • Easy expectoration, looking like boiled starch.
  • Feeling of raw spot near supra sternal fossa.
  • Worse from use of voice.
  • Cough from laughing.
  • Hectic fever at noon.
  • On reading aloud, must hem and hawk.
  • Great weakness of chest; worse left side.
  • Alteration in timbre of voice.
  • Pain in left lower ribs.

 

Back:

Severe backache; must walk bent, with oppression of chest.


Urine:

  • Diuresis. Urine profuse, turbid, sweet odor.
  • Frequent urination.
  • Polyuria.


Extremities:

  • Rheumatic affections of joints, especially elbow and knee.
  • Legs weak and trembling, worse descending stairs.
  • Involuntary contractions of fingers, partial paralysis of forearm; writer's cramp.
  • Swelling of ankles.


Male:

  • Crushed pain in testicles.
  • Seminal emissions, without sexual excitement.
  • Frequent micturation with burning.

 

Female:

  • Ovaries feel too large. Bearing-down pain. Prolapse of womb.
  • Eroded spongy cervix.
  • Leucorrhea foul, excoriating.
  • Palliative in scirrhus of uterus.
  • Pain in left ovary.
  • Climateric hæmorrhage, hemorrhage.
  • Sore feeling; throughout abdomen; worse by jarring.
  • Uterine disease with pain in joints and limbs.


Modalities:

Worse from touch, toward noon.

Better in open air; cough at night when lying down (opposite Hyoscy).


Relationship:

Antidotes: Mercur; Puls.


Compare: Selen; Alum; Platina; Stannum; Ampelopsis (Chronic hoarseness in scrofulous patients).


Dose:

  • Sixth trituration and higher.
  • Not too frequent repetition.