Apocynum Cannabinum এপোসাইনাম ক্যানাবিনাম - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
Apocynum Cannabinum  এপোসাইনাম ক্যানাবিনাম

Apocynum Cannabinum এপোসাইনাম ক্যানাবিনাম

Short Description:

Product Description

 

Apocynum Cannabinum  এপোসাইনাম ক্যানাবিনাম

 

পরিচয়ঃ এক প্রকার আমেরিকান সিদ্ধি হইতে প্রস্তুত।অপর নাম-ক্যানাডিয়ান হেম্প।

ক্রিয়ানাশক খাদ্য: কফি, কর্পূর ।

 

  • উদরাময় দেখা দিলেই শোথ কমিয়া যায়। শোথ দেখা দিবার সঙ্গে সঙ্গে রোগীর প্রস্রাব খুব কমিয়া আসে, ঘর্মও দেখা যায় না। প্রস্রাব হইতে থাকিলে বা ঘর্ম দেখা দিলে শোথ কমিয়া আসে।
  • সর্তকতা: অসহিষ্ণু রোগীদের এ ঔষধ অবশ্যই সর্তকতার সহিত দিতে হবে । কতক সময় এর টিংচার হিমাঙ্গ অবস্থা ও বমন লক্ষণ উৎপত্তি করে ? ডাঃ জন হেনরী ক্লার্ক ।

 

 

কাতরতাঃ

শীতকাতর (দ্বিতীয় গ্রেড): [Dr. Robert Gibson Miller এবং James Tyler Kent]

 

মূল কথাঃ

  • পযার্য়ক্রমে উদরাময় ও শোথ।
  • শরীরের যে কোন স্রাব বাধাপ্রাপ্ত হইয়া শোথ।
  • প্রবল পিপাসা কিন্তু জল সহ্য হয় না।
  • শোথ দেখা দিবার সাথে সাথে প্রস্রাব খুব কমিয়া আসে, ঘর্মও দেখা যায় না।
  • প্রস্রাব হইতে থাকিলে বা ঘর্ম দেখা দিলে শোথ কমিয়া আসে।
  • উদরাময়ে মল সবেগে নির্গত হয় বা অসাড়ে নির্গত হয়।
  • ঠান্ড জল সহ্য হয় না, ইহাতে পেট ব্যথা হয় বা বমি হয়।
  • গরম জল পেটে থাকে ও উপশম বোধ হয়।
  • মস্তিষ্কের শোথে অচেতন অবস্থায় একটি হাত ও একটি পা নাড়িতে থাকে।

ব্যবহারস্থলঃ শোথ ও উদরী রোগ, জরায়ু হইতে রক্তস্রাব, বমনেচ্ছা, স্নায়ুশূল, তামাক সেবনের কুফলের জন্য হৃদরোগ, মূত্রকৃচ্ছতা প্রভৃতি পীড়ায় উপযোগী।


বৃদ্ধিঃ শীতকালে, ঠান্ডা দ্রব্যে, গাত্রবস্ত্র খুলিলে, কুইনান খাইবার পর, রাত্রে, ঘুমের পর বৃদ্ধি।


(Inimical food) ঔষধের পরিপন্থী বা অনিষ্টকর খাদ্য: ঠান্ডা পানীয় ।

 

লক্ষণ সূত্রঃএম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-১০৭, এন, সি ঘোষ: পৃষ্ঠা-১০৭, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-৪৬, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-৫৩, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-১৪৮, ই. এ. ফ্যারিংটন: পৃষ্ঠা-১৪২, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-৮১, ই. বি ন্যাশ: পৃষ্ঠা-৬৫৬, জে এম মিত্র: পৃষ্ঠা-১১৪, নীলমনি ঘটক: পৃষ্ঠা-৪৩, এইচ. সি এলেন: পৃষ্ঠা-৩৯, জন হেনরি ক্লার্ক: পৃষ্ঠা-১৩৫ ।

First Grade Symptoms of [Apocynum Cannabinum এপোসাইনাম ক্যানাবিনাম (apoc)] ::: (Total 12)