Anacardium Ori (অ্যানাকার্ডিয়াম অরি): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ
♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলার।
♣ কাতরতাঃ উভয়কাতর।
♣ উপযোগিতাঃ স্নায়প্রধান রোগীদের যেমন- Nervous dyspepsia আহারে উপশম, স্মরণশক্তি দুর্বল, এ প্রকার লোকদের বেশী কার্যকর।
♣ ক্রিয়াস্থলঃ মন, মস্তিষ্ককেন্দ্র, স্নায়ুতন্ত্র, পাকস্থালী, চামড়া, ইন্দ্রিয়, মাংসপেশী, সন্ধিস্থল।
♣ বৈশিষ্ট্যঃ স্নায়ুশূলে ছিপিবিদ্ধ মতো অনুভূতি এবং চাপ খাওয়ার মতো ও ছিদ্রকর ব্যথা; অনুরূপ হলে সম্ভবত অ্যানাকার্ডিয়ামই তার একমাত্র রিমেডি। দেহের চারপাশে ধাতু পাতের ঘের দিয়ে বাঁধার অনুভূতি অথবা যে কোনো অঙ্গে, এটি হলো প্রধান লক্ষণ।
♣ সারসংক্ষেপঃ স্নায়ুপ্রধান রোগী। ছিপিবিদ্ধবৎ অনুভূতি, অভ্যন্তরীণ মানসিক দ্বন্দ্ব ও দৈত্বসত্ত্বা অনুভব। আত্মবিশ্বাসের অভাব, ভ্রান্তবিশ্বাস, বিস্তৃতিপরায়ণ ও স্মৃতিশক্তির দুর্বলতা। ইন্দ্রিয়শক্তির হ্রাস (ঘ্রাণ, দৃশ্য, শ্রবণ)। আহারে, পাশচেপে শুলে ও সঞ্চালনে উপশম। পাকস্থলী খালি হলে, মানসিক ও শারীরিক পরিশ্রমে বাড়ে। শপথ বা অভিসম্পাত দেয়ার ইচ্ছা। পর্যাবৃত্তি ও দ্রুত ক্রিয়াশীল। ধর্মভাবের অভাব এবং সন্দেহযুক্ত। পরিত্যক্ত বোধ করে। একগুঁয়ে, প্রতিকূল-আচারী ও অমিতব্যয়িতা।
♣ অদ্ভূত মানসিক লক্ষণঃ গুরুতর বিষয়ে হাসতে থাকে আবার হাসার বিষয়ে গভীর মূর্তি ধারণ করে।
♣ অনুভূতিঃ ১) দেহের বাহ্যিক অঙ্গের চারপাশে ধাতুপাতের ঘের দিয়ে বন্ধনী থাকার অনুভূতি বা অভ্যন্তরীন অঙ্গে ভোতা ছিপি থাকার অনুভূতি।
২) দেহের অভ্যন্তরে গোঁজ থাকার অনুভূতি- মাথা, বুক, উদর বা পেট ও মলদ্বারে এ লক্ষণটি দেখা দেয়।
♣ বৃদ্ধিঃ মানসিক ও শারীরিক পরিশ্রমে, ক্রোধান্বিত হলে, ভয়, ঠান্ডায়, গরম, খাদ্যে, আহারের, দু’ঘন্টা পর। পাকস্থালী খালি হলে, সঞ্চালনকালে, প্রাতে, অপরাহ্ন ৪টায়, সন্ধা হতে মাঝরাত, ঝাঁকুনি, খোলা বাতাসে, সঙ্গমকালে, আবেগে কথা বললে, গরম পানি লাগলে, সঞ্চালন আরম্ভের পরে, ঘর্ষণে।
♣ হ্রাসঃ আহারে, পাশচেপে শুলে, ঘুমালে, উত্তাপে, গরম পানিতে গোসলে, চিৎ হয়ে শুলে ও সঞ্চালনে উপশম।
♣ কারণঃ উদ্ভেদ বসে যাওয়া, পরীক্ষার পড়াশোনা, শুক্রক্ষয়।
♣ ক্রিয়ানাশকঃ ক্লিমে, ক্রোটন, কফি, রাস, জুগ- সি।
♣ শক্রুভাবাপন্নঃ রাস।
উপরোক্ত লক্ষণ সাদৃশ্য যে কোন রোগেই আমরা অ্যানাকার্ডিয়াম প্রয়োগ করতে পারবো।
গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ
১) ক্রোধ(Anger)ঃ প্রচন্ড- A- অ্যাকোন, অ্যানাকা, অরাম, ক্যামো, হিপার, নাই-অ্যাসি, নাক্স-ভ, স্ট্যাফি, ট্যারেন্টু।
২.১) উত্তর দেয় (Answers) : বহুক্ষণ চিন্তা করে- A- হেলি। B- অ্যানাকা, ককুল, কুপ্রা, নাক্স-ম, ফস, ফস-এসিড।
২.২) উত্তর দেয়: ধীরে ধীরে- A- মার্ক, ফস-এসিড, ফস। B- অ্যানাকা, কার্বো-ভে, ককুল, কোনি, হেলি, নাক্স-ম, রাস, সালফ, থুজা।
৩) বিরোধ ভাব (Antagonism) নিজের প্রতি – A- অ্যানাকা। B- অরাম, ক্যালি-কা, ল্যাক-ক্যান।
৪) প্রতিকূল-আচারি (Contrary) – A- অ্যালু, অ্যানাকা, আর্জ-নাই। A- আর্নি, ককুল, হিপার, ক্যালি-কা, মার্ক, নাই-অ্যাসি, নাক্স-ভ, পালস, সালফ।
৫) অভিসম্পাদ দেয়া (Cursing) / শপথ (Swearing) A- অ্যালো, অ্যানাকা, নাই-অ্যাসি। B- আর্স, হায়োস, ল্যাক-ক্যান, লাইকো, নাক্স-ভ, টিউবার, ভিরেট।
৬.১) ভ্রান্ত বিশ্বাস (Delusions) : যেনো তার সাথে কেউ বিছানায় ছিলো- B- ব্যাপটি, পালস। C- অ্যানাকা, অ্যাপিস, কার্বো-ভে, নাক্স-ভ, ওপি, পেট্রো, রাস, সিকেলি, স্ট্র্যামো, ভ্যালের।
৬.২) ভ্রান্ত বিশ্বাস : মৃত ব্যক্তি দেখে- B- অ্যানাকা, আর্স, হিপার, হায়োস, ক্যালি-ব্রোম, ক্যালি-কা, ল্যাকে, ম্যাগ-কা, ফস-এসিড, ফস, প্ল্যাটি।
৬.৩) ভ্রান্ত বিশ্বাস : ভূত, পিশাচ দেখে – B- অ্যানাকা, বেল, হেলি, প্লাটি, পালস, জিন্ক।
৬.৪) ভ্রান্ত বিশ্বাস : দুটি ভাবে নিজেকে – B- অ্যানাকা, ব্যাপটি, নাক্স-ম, পেট্রো, স্ট্র্যামো।
৭) অলসভাব ( Sluggishness) : প্রাতে – A- অ্যানাকা, চায়না। B- অ্যাম্ব্রা, গ্রাফ, ফস-এসিড, স্যাম্বুল, থুজা।
৮.১) বিচ্ছিন্ন, যেনো পরিবার হতে (Estranged, Family, From her) – B – ন্যাট্র-কা, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, সিপি। C – অ্যানাকা, আর্স, কোনি, হিপার, ন্যাট্র-সাল, ফস, প্ল্যাটি।
৮.২) বিচ্ছিন্ন : সমাজ হতে – B- অ্যানাকা।
৮.৩) বিচ্ছিন্ন : তার স্ত্রী হতে – C – আর্স, অ্যানাকা, প্ল্যাটি, স্ট্যাফি।
৯) অমিতব্যয়িতা ( Extravagance) B- বেল, কষ্টি। C – অ্যানাকা, চায়না, কোনি, ক্রোকা, আই, পেট্রো, ফ্যালেন্ডি, ফস-এসিড, প্ল্যাটি, স্ট্র্যামো, ভিরেট।
১০) বিস্তৃতিপরায়ণ : সকালে – A- অ্যানাকা। B- থুজা। C- বিউফো-সা, ফস-এসিড, ফস।
১১) পরিত্যক্ত বোধ করে ( Forsaken Feeling) : নিঃসঙ্গ থাকার অনুভূতি/ সাথী ব্যতীত থাকার অনুভূতি ( Isolation, sensation of) – B- অ্যানাকা, আর্জ-নাই। C- ক্যাম্ফ, ক্যানা-ই, কোকা, হুরা, প্ল্যাটি, স্ট্র্যামো।
১২) নাস্তিক, ধর্মভাবের অভাব ( Godless, Want of religious feeling) – C- অ্যানাকা, কলো, ক্রোকা।
১৩) হাস্য করে ( laughing) : গুরুতর বিষয়ে – B- অ্যানাকা, ন্যাট্র-মি, প্ল্যাটি।
১৪) একগুঁয়ে ( Obstinate)/ জেদী ( Stubborn) – A- অ্যালু, অ্যানাকা, আর্জ-নাই, ক্যাল্ক, ক্যামো, নাক্স-ভ।
১৫) ইচ্ছাশক্তি, প্রতিবাদ করে ( Will, contradiction of)- A- অ্যানাকা। B- অ্যাকোন, ক্য্যপসি, ন্যাজা, সিপি।
১৬) আকুঞ্চন ( Constriction) : বন্ধনী দ্বারা বেঁধে
রাখার অনুভূতি/ বন্ধনী ( Band) থাকার অনুভূতি – A- অ্যানাকা, কার্বো-অ্যাসি, কোনি, নাই-অ্যাসি, প্লাটি, পালস, সাইলি, সালফ।
১৭) আহারকালে (Eating) উপশম – A- অ্যানাকা,
ইগ্নে, ল্যাকে। B- অ্যালু, অ্যাম্ব্রা, ক্যাপসি, ক্রোকা, মেজের, সিপি,স্পাইজে।
১৮) একপাশে চেপে শুলে বাড়ে- অ্যাকোন, অ্যানাকা, ব্রায়ো, ক্যাল্ক, কার্বো-অ্যানি, ক্যালি-ক্যা,
লাইকো, রাস, স্ট্যানা।
১৯) অসাড়তা (Numbness) – বাহ্যিকভাবে (Externally) – A- অ্যানাকা, বার্বে, কার্বো-সাল, ককুল, কোনি, গ্রাফ, ক্যালি-কা, লাইকো, ওলিয়ে, ফস-এসিড, ফস, প্লাম্বা, সিকেলি, স্ট্র্যামো।
২০) ঘর্ষণে প্রকোপ বাড়ে(Rubbing agg.) -A-
অ্যানাকা, কোনি, পালস, সিপি, স্ট্রনসি, সালফ।