Alumina (alum) এলুমিনা - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
Alumina (alum) এলুমিনা

Alumina (alum) এলুমিনা

Short Description:

Product Description

 

Alumina (alum) এলুমিনা

 

 

[Please scroll down for the English Version]

 

পরিচয়ঃ অক্সাইড-অব-এলুমিনিয়াম আরগিল্লা । (অবিমিশ্র মৃক্তিকা হইতে প্রথমে বিচূর্ণ ঔষধ প্রস্তুত হয় ।) অপর নাম আর্জিলা । ইহা একটি এন্টিসোরিক ঔষধ, সেই জন্য প্রাচীন পীড়ার একটি মহৌষধ ।


ধাতুগত বৈশিষ্ট্যঃ  স্ক্রুফুলা ধাতুর ব্যক্তিগণের ক্ষেত্রে অধিক উপযোগী । দুঃখমনা। বৃদ্ধ ব্যক্তি, কৃশ, রোগা, পাতলা নারী/ব্যক্তি, অকাল বার্ধক্য, দূর্বল শিশু যাহারা কৃত্রিম শিশু খাদ্য খেয়ে মানুষ হয়েছে ।শরীরের স্বাভাবিক তাপের অভাব, চর্ম সর্বদা শুষ্ক, ঘাম খুবই কম হয় । যাহাদের ঘাম হয় তাহাদের পক্ষে এই ঔষধ উপযোগী নহে । 


Antidote food/ ঔষধের ক্রিয়ানাশক খাদ্য:  কফি, কর্পূর।

Antidote / ক্রিয়ানাশকঃ  ইপিকাক, ক্যামোমিলা, ব্রায়োনিয়া ।

Inimical food / ঔষধের পরিপন্থী বা অনিষ্টকর খাদ্য:  ঠান্ডা পানীয়, ঠান্ডা খাদ্য, দুগ্ধ, তামাক, আলু, লবণ, সবুজ শাক-সব্জী, মদ্য ও উষ্ণ খাদ্য । 

 



  • আলু সহ্য হয় না। আলু খেলে কাশি বৃদ্ধি পায়, ডায়রিয়া হয়, ঢেকুর উঠে, নানবিধ সমস্যা হয়।
  • মানসিক ও শারীরিক দুর্বলতা।
  • স্মৃতিশক্তি দুর্বল।
  • মলত্যাগ ও প্রস্রাব করা কষ্টকর (সহজসাধ্য নহে}।
  • নরম মলও সহজে বের হতে চায় না।
  • গায়ের ত্বক অত্যন্ত শুষ্ক এবং ঘামহীন।
  • অত্যন্ত শীতার্ত।
  • রোগীর মনে হয় যে, মুখে মাকড়সার জাল লেগে আছে বা আঠা লেগে শুকিয়ে গেছে।


অন্য লক্ষণ মিলিলেও কোষ্ঠবদ্ধ, বাহ্যের বেগ ও সাধারণ শুষ্কভাব-এই কয়টি লক্ষণের উপর বিশেষ দৃষ্টি রাখিতে হইবে।

ইহার ক্রিয়া ধীরে প্রকাশ পায় ।  


কাতরতাঃ

  • শীতকাতর (দ্বিতীয় গ্রেড):  [Dr. Robert Gibson Miller এবং James Tyler Kent]
  • গরমকাতর (দ্বিতীয় গ্রেড) : [James Tyler Kent]


মায়াজমেটিক অবস্থাঃ  (মায়াজমের দোষ নষ্ট করার শক্তি)

  • এন্টি-সোরিক (তৃতীয় গ্রেড)
  • এন্টি-সাইকোটিক (তৃতীয় গ্রেড) 
  • এন্টি-টিউবারকুলার  (তৃতীয় গ্রেড) 



মূল কথাঃ

  • রোগী রক্তাল্প ও ক্ষীণ শরীর বিশিষ্ট।
  • মনটি বিষন্ন ও ভবিষ্যতের জন্য উৎকন্ঠাপূর্ণ।
  • শীতকাতর হলেও ঠান্ডা জলে গোসল পছন্দ করে।
  • চর্মপীড়া শীতকালে ও শর্য্যার উত্তাপে বৃদ্ধি।
  • বিছানার উত্তাপে বৃদ্ধি ।
  • কোষ্ঠবদ্ধতা, শীতকাতরতা, অদ্ভুত ক্ষুধা, শ্বেতপ্রদর, শীতকালে, পূর্ণিমা ও অমাবস্যায় এবং আলু খেলে বৃদ্ধি;
  • যাহাদের ঘাম হয় তাহাদের জন্য এলুমিনা উপযোগী নহে।
  • আলু সহ্য করিতে পারে না; আলু খেলেই কাশি বৃদ্ধি পায়, উদারাময় দেখা দেয়
  • বমনেচ্ছা হয়, উদগার উঠে এবং নানা অশান্তির সৃষ্টি হয়।
  • আরোগ্যের বিষয়ে হতাশ-সম্পূর্ণ হতাশ।
  • আত্মহত্যার প্রবণতা।
  • পক্ষাঘাতসদৃশ দুর্বলতা।
  • গাত্র শুষ্ক ঘাম হীন।
  • ঘাম একেবারে নেই বললেও চলে।ঘাম নেই।
  • বেদনাযুক্ত স্থানে কাঁটা ফুটিয়া আছে বলে মনে হয়।
  • শ্লৈষ্মিক ঝিল্লি শুকাইয়া ফাটিয়া যায় এবং ফাটা স্থানের ব্যথা কাঁটা ফোটার মত মনে হয়।
  • সময় সময় ফাটা স্থান হইতে রক্ত ঝরিতে থাকে (এলুমিনা, নাইট্রিক এসিড)।
  • মুখে মাকড়ষার জাল লেগে আছে-এমন মনে হয়।
  • মুখের উপর যেন আঠা লেগে শুকাইয়া গেছে।
  • মল, মূত্র, মন এবং স্মৃতি সম্বন্ধে দুর্বলতা।
  • স্মৃতি শক্তি খু্বই দুর্বল; চেনা পথও ভুলিয়া যায়; নিজের নাম পযর্ন্ত ভুলিয়া যায়।
  • এক কথা বলিতে আর এক কথা বলিয়া ফেলে।
  • মন ও দেহ দুর্বল।
  • নরম মলও সহজে নির্গত হইতে চায় না, মলদ্বারে জড়াইয়া যায় (চায়না, নাক্স-ম, প্লাটিনা, সোরিনাম)।
  • ছোট ছেলে মেয়েদের কোষ্ঠবদ্ধতা; কঠিন মল তো বটেই তরল মলও বাহির হতে চায় না।
  • শক্ত গুটলে শ্লেষ্মাজড়িত মল।
  • কাদার মত নরম মল।
  • কোষ্ঠবদ্ধতা খুব বেশি।
  • মূত্রত্যাগ করিবার সময় বহুক্ষণ বসিয়া থাকিয়া এত বেশি বেগ দিতে হয় যে সময় সময় মলও বাহির হয়।
  • শীতকালে সকল লক্ষণের বৃদ্ধি। (এলুমিনা, মার্কসল, সিফিলিনাম, সোরিনাম, হিপার, পেটরোলিয়াম, কষ্টিকাম)
  • যে সকল জিনিষ সহজে হজম হয় না যেমন-খড়িমাটি, কাঠ-কয়লা, টক, কফি, চায়ের তলানি ইত্যাদি খেতে চায়।
  • প্রদরস্রাব এত বেশি যে, পায়ের গোড়ালি পযর্ন্ত গড়াইয়া পড়ে (এলুমিনা, সিফিলিনাম)।
  • সকল স্রাবই অত্যন্ত ক্ষতকর।
  • ইচ্ছাঃ স্নান করতে ভালবাসে এবং বর্ষাকালে একটু ভাল থাকে।
  • গোসল পছন্দ।
  • আলু অসহ্য।
  • অসহ্য: আলু, মদ্যপান। ঠান্ডা শুষ্ক বাতাস মোটেই সহ্য করিতে পারে না।


ব্যবহারস্থলঃ   কোষ্ঠকাঠিন্য, গর্ভধারিনী ও স্তন্যপায়ী শিশুদের কোষ্ঠবদ্ধতা, রক্ত আমাশয়, অজীর্ণ, ভগন্দর, কাশি ও কতিপয় স্ত্রী পীড়ায় ইহা অধিক ব্যবহৃত হয়।


ক্রিয়াস্থলঃ  ইহা নিম্নাঙ্গ, সরলান্ত্র, মেরু মজ্জার স্রায়ু এবং যেখানে মিউকাশ মেম্ব্রেন তথায় অধিক ক্রিয়া প্রকাশ করে । 


উপশম/হ্রাসঃ  মুক্ত বাতাসে উপশম, ঠান্ডা জলে কোন কিছু ধৌত করিলে উপশম, সন্ধ্যায় উপশম এবং একদিন অন্তর উপশম, আদ্র আবহাওয়ায় উপশম, গোসলে উপশম, গ্রীষ্মকালে উপশম ।


বৃদ্ধিঃ  পর্যায়ক্রমে কিছুদিন অন্তর রোগের বৃদ্ধি; বিকালে বৃদ্ধি, আলু খেলে বৃদ্ধি, নিদ্রা ভঙ্গের পরে বৃদ্ধি, গরম ঘরে বৃদ্ধি, পূর্ণিমা-আমাবশ্যায় বৃদ্ধি, শীতল বাতাসে বৃদ্ধি, শীতকালে বৃদ্ধি ।


ক্রিয়া স্থিতিকালঃ ৪০-৬০  দিন।


লক্ষণ সূত্রঃ এম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৬২, এন, সি ঘোষ: পৃষ্ঠা-৭২, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-২৩, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-৭৩, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-৯৯, ই. এ. ফ্যারিংটন: পৃষ্ঠা-৪৭৭, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-৪৩, নীলমনি ঘটক: পৃষ্ঠা-১৬, ই. বি ন্যাশ: পৃষ্ঠা-৫০৪, জে এম মিত্র: পৃষ্ঠা-৮৪, এস কে সাহা: পৃষ্ঠা-১১৮, এইচ. সি এলেন: পৃষ্ঠা-২৫, জন হেনরি ক্লার্ক: পৃষ্ঠা-৬৫, মনোরঞ্জন নন্দী-২০১।

 

 

Alumina

Pure Clay (Al2O3.)

Oxide et Aluminum-Argilla

 

H.C. Allen

Alumina.
Pure Clay. (Al2O3.)

 

  • Adapted to persons who suffer from chronic diseases; "the Aconite of chronic diseases.".
  • Constitutions deficient in animal heat (Cal., Sil.).
  • Spare, dry, thin subjects; dark complexion; mild, cheerful disposition; hypochondriacs; dry, tettery, itching eruption, worse in winter (Petr.); intolerable itching of whole body when getting warm in bed (Sulph.); scratches until bleeds, then becomes painful.
  • Time passes too slowly; an hour seems half a day (Can. Ind.).
  • Inability to walk, except with the eyes open, and in the daytime; tottering and falling when closing eyes (Arg. n., Gels.).
  • Abnormal appetite; craving for starch, chalk, charcoal, cloves, coffee or tea grounds, acids and indigestible things (Cic., Psor.); potatoes disagree.
  • Chronic eructations for years; worse in evening.
  • All irritating things - salt, wine, vinegar, pepper - immediately produce cough.
  • Constipation: no desire for and no ability to pass stool until there is a large accumulation (Melil.); great straining, must grasp the seat of closet tightly; stool hard, knotty, like laurel berries, covered with mucus; of soft, clayey, adhering to parts (Plat.).
  • Inactivity of rectum, even soft stool requires great straining (Anac., Plat., Sil., Ver.).
  • Constipation: of nursing children, from artificial food; bottle-fed babies; of old people (Lyc., Op.); of pregnancy, from inactive rectum (Sep.).
  • Diarrhoea when she urinates. Has to strain at stool in order to urinate.
  • Leucorrhoea: acrid and profuse, running down to the heels (Syph.); worse during the daytime; > by cold bathing.
  • After menses: exhausted physically and mentally, scarcely able to speak (Carbo an., Coc.). Talking fatigues; faint and tired, must sit down.

 

Relationship:

Complementary: to Bryonia. Follows: Bry., Lach., Sulph. Alumina is the chronic of Bryonia. Similar: to Bar. c., Con., in ailments of old people.

 

Aggravation: In cold air; during winter; while sitting; from eating potatoes; after eating soups; on alternate days; at new and full moon.

 

Amelioration: Mild summer weather; form warm drinks; while eating (Psor.); in wet weather (Caust.). Alumina is one of the chief antidotes for lead poisoning; painter's colic; ailments from lead.



 

 

William BOERICKE

ALUMINA
Oxide et Aluminum-Argilla

 

  • A very general condition corresponding to this drug is dryness of mucous membranes and skin, and tendency to paretic muscular states.
  • Old people, with lack of vital heat, or prematurely old, with debility.
  • Sluggish functions, heaviness, numbness, and staggering, and the characteristic constipation find an excellent remedy in Alumina.
  • Disposition to colds in the head, and eructations in spare, dry, thin subjects.
  • Delicate children, products of artificial baby foods.


Mind:

  • Low-spirited; fears loss of reason.
  • Confused as to personal identity.
  • Hasty, hurried.
  • Time passes slowly.
  • Variable mood.
  • Better as day advances.
  • Suicidal tendency when seeing knife or blood.

 

Head:

  • Stitching, burning pain in head, with vertigo, worse in morning, but relieved by food.
  • Pressure in forehead as from a tight hat.
  • Inability to walk except with eyes open.
  • Throbbing headache, with constipation.
  • Vertigo, with nausea; better after breakfast.
  • Falling out of hair; scalp itches and is numb.

 

Eyes:

  • Objects look yellow.
  • Eyes feel cold.
  • Lids dry, burn, smart, thickened, aggravated in morning; chronic conjunctivitis.
  • Ptosis.
  • Strabismus.

 

Ears:

  • Humming; roaring.
  • Eustachian tube feels plugged.

 

Nose:

  • Pain at root of nose. Sense of smell diminished.
  • Fluent coryza.
  • Point of nose cracked, nostrils sore, red; worse touch.
  • Scabs with thick yellow mucus.
  • Tettery redness.
  • Ozoena atrophica sicca.
  • Membranes distended and boggy.

 

Face:

  • Feels as if albuminous substance had dried on it.
  • Blood-boils and pimples.
  • Twitching of lower jaw.
  • Rush of blood to face after eating.

 

Mouth:

  • Sore.
  • Bad odor from it.
  • Teeth covered with sordes.
  • Gums sore, bleeding.
  • Tensive pain in articulation of jaw when opening mouth or chewing.

 

Throat:

  • Dry, sore; food cannot pass, Oesophagus contracted.
  • Feels as if splinter or plug were in throat. Irritable, and relaxed throat.
  • Looks parched and glazed.
  • Clergyman's sore throat in thin subjects.
  • Thick, tenacious mucus drops from posterior nares.
  • Constant inclination to clear the throat.

 

Stomach:

  • Abnormal cravings-chalk, charcoal, dry food, tea-grounds.
  • Heartburn; feels constricted. Aversion to meat (Graph; Arn; Puls). Potatoes disagree.
  • No desire to eat.
  • Can swallow but small morsels at a time.
  • Constriction of Oesophagus.

 

Abdomen:

  • Colic, like painter's colic.
  • Pressing in both groins toward sexual organs.
  • Left-sided abdominal complaints.

 

Stool:

  • Hard dry, knotty; no desire.
  • Rectum sore, dry, inflamed, bleeding.
  • Itching and burning at anus.
  • Even a soft stool is passed with difficulty.
  • Great straining.
  • Constipation of infants (Collins; Psor; Paraf) and old people from inactive rectum, and in women of very sedentary habit.
  • Diarrhoea on urinating.
  • Evacuation preceded by painful urging long before stool, and then straining at stool.


Urine:

  • Muscles of bladder paretic, must strain at stool in order to urinate.
  • Pain in kidneys, with mental confusion.
  • Frequent desire to urinate in old people.
  • Difficult starting.

 

Male:

  • Excessive desire.
  • Involuntary emissions when straining at stool.
  • Prostatic discharge.

 

Female:

  • Menses too early, short, scanty, pale, followed by great exhaustion (Carb an; Coccul).
  • Leucorrhoea acrid, profuse transparent, ropy, with burning; worse during daytime, and after menses.
  • Relieved by washing with cold water.

 

Respiratory:

  • Cough soon after waking in the morning.
  • Hoarse, aphonia, tickling in larynx; wheezing, rattling respiration.
  • Cough on talking or singing, in the morning.
  • Chest feels constricted.
  • Condiments produce cough.
  • Talking aggravates soreness of chest.

 

Back:

  • Stitches.
  • Gnawing pain, as if from hot iron.
  • Pain along cord, with paralytic weakness.

 

Extremities:

  • Pain in arm and fingers, as if hot iron penetrated.
  • Arms feel paralyzed.
  • Legs feel asleep, especially when sitting with legs crossed.
  • Staggers on walking.
  • Heels feel numb.
  • Soles tender; on stepping, feel soft and swollen.
  • Pain in shoulder and upper arm.
  • Gnawing beneath finger nails.
  • Brittle nails.
  • Inability to walk, except when eyes are open or in daytime.
  • Spinal degenerations and paralysis of lower limbs.

 

Sleep:

  • Restless; anxious and confused dreams.
  • Sleepy in morning.

 

Skin:

  • Chapped and dry tettery.
  • Brittle nails.
  • Intolerable itching when getting warm in bed.
  • Must scratch until it bleeds; then becomes painful.
  • Brittle skin on fingers.

 

Modalities:

  • Worse, periodically; in afternoon; from potatoes. 
  • Worse, in morning on awaking; warm room.
  • Better, in open air; from cold washing; in evening and on alternate days.
  • Better damp weather.

 

Relationship:

Compare: Aluminum chloridum (Pains of loco-motor ataxia. Lower trits in water). Slag Silico-Sulphocalcite of Alumina 3x (anal itching, piles, constipation, flatulent distention); Secale; Lathyr; Plumb. Aluminum acetate solution. Externally a lotion for putrid wounds and skin infections. Arrests hæmorrhage from inertia of uterus. Parenchymatous hæmorrhage from various organs-23 % solution. Hæmorrhage following tonsillectomy is controlled by rinsing out nasopharynx with a 10 % sol.

Complementary: Bryonia.

 


Antidotes: Ipecac; Chamom

 

 

 

Dose.--Sixth to thirtieth and higher. Action slow in developing.


 

 

 

E.B. Nash

ALUMINA

  • Inactivity of the rectum; even the soft stool requires great straining.
  • Anaemia in women, who are hungry for starch, chalk, rags, charcoal, cloves and other ridiculous unnatural; things; potatoes disagree, profuse leucorrhoea.
  • Great heaviness in lower limbs, weak, has to sit down; numbness of heels; sense of hot iron thrust through back.

First Grade Symptoms of [Alumina এলুমিনা (alum)] ::: (Total 221)