Aethusa Cynapium ঈথুজা সিনাপিয়াম - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
Aethusa Cynapium  ঈথুজা সিনাপিয়াম

Aethusa Cynapium ঈথুজা সিনাপিয়াম

Short Description:

Product Description

 

Aethusa Cynapium  ঈথুজা সিনাপিয়াম 

Aethusa Cynapium, Fool's Parsley (Umbelliferae.), Fool's Parsley

 

[Please scroll down for the English Version]

 

পরিচয়ঃ ইহার অপর নাম গার্ডেন হেমলক বা কুকুরবিষ। Fools Parsley নামক এক প্রকার গাছড়া হইতে ইহা প্রস্তুত। ইহা বোকাদের ঔষধ নামে পরিচিত।

ধাতুগত বৈশিষ্ট্যঃ ইহার রোগী একটু মোটা সোটা হয়। দাঁত উঠিতে শুরু করিয়াছে এমন শিশুদের এবং বৃদ্ধদের কলেরায় এই ঔষুধটি বেশ উপযোগী। যে সকল শিশু দুগ্ধ মোটেই সহ্য করিতে পারে না, তাহাদের পক্ষে ইহা বিশেষ উপকারী।শিশু জড়বুদ্ধি, অস্থির, উৎকন্ঠাযুক্ত; অনবরত কাঁদে। শিশুভাবাপন্ন বৃদ্ধ।

  • Antidote ক্রিয়ানাশকঃ টক ফল।
  • Inimical food /  ঔষধের পরিপন্থী বা অনিষ্টকর খাদ্য: কফি, দুগ্ধ ।
  • কমপ্লিম্যান্ট বা পরিপূরকঃ (একটি ঔষধ অন্যটির কাজ সমাপ্ত করে):  ক্যালকে, এন্টি-ক্রুড, আর্স, সাইকিউ।


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

Henry Clay Allen, William Boericke,  E. B. Nash  এঁর মেটেরিয়া মেডিকা থেকে নেয়া Aethusa Cynapium ঔষধের সারাংশ:

 

  • গরম আবহাওয়ায় দাঁত ওঠার সময় যে সকল শিশু দুধ সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রে বেশি উপযোগী।
  • দুধ অসহ্য; দুধের তৈরী যে কোন খাবার সহ্য করতে, হজম করতে পারে না।
  • দুধ খাওয়ার / পানের পর পরই বড় বড় ছানার মত, দৈ, দৈইয়ের মত বমি করে দেয়; অতঃপর দুর্বল হয়ে যায় ফলে তন্দ্রাচ্ছন্ন হয়, নিদ্রালুতা দেখা দেয়।
  • ভীষন দুর্বলতাহেতু শিশু উঠে দাঁড়াতে পারে না, মাথা সোজা করতে অক্ষম।
  • নিদ্রালুতার সাথে পরিশ্রান্ত, চরম অবসাদগ্রস্ত।
  • বোকাটে শিশু, চিন্তা করতে পারে না, সব কিছু গুলিয়ে ফেলে।
  • ব্যথা এবং উদ্বিগ্নতা প্রকাশ করে ।
  • পিপাসা একেবারেই থাকে না; পিপাসাহীনতা।
  • নাকের প্রান্তদেশে দাদজাতীয় চর্মরোগ, বিসর্প।
  • দাঁত ওঠার সময় শিশুদের অজীর্ণতা; হঠাৎ প্রচন্ড ফেনা ফেনা বমি করে; উহাতে দুধের মত সাদা বস্তু থাকে বা হলুদ বর্ণের তরল পদার্থ থাকে; এরপর দই এবং পনিরের মত ‍বস্তু দেখা দেয়।
  • খাবার খাওয়ার পর ভুক্ত খাদ্য উদগিরন করে এবং একঘন্টা বা কিছু সময় পর প্রচুর পরিমাণে সবুজ বমি করে।
  • মৃগীরোগীর মত খিঁচুনি হয় সেইসাথে হাতের বৃদ্ধা আঙ্গুল আঁকড়াইয়া ধরে; দৃঢ়মুষ্টি বাধে, চোখের দৃষ্টি নিচের দিকে ঘুরায়; নিচে তাকায়, চোখের মণি / তারা স্থির হয় এবং মুখে ফেণা ওঠে, চোয়াল আটকে যায়, নাড়ি ক্ষীণ, শক্ত এবং দ্রুত চলে।  
  • অস্থির এবং উৎকন্ঠার সাথে কাঁদে, ক্রন্দন করে, কান্না কাটি করে।
  • শিশুদের বমির জন্য একটি শ্রেষ্ঠ ঔষধ।
  • মনে হয় ঘরের মধ্যে যেন একটি নেংটি ইঁদুর বা বড় ইদুর দৌড়াদৌড়ি করে। 


 

বৃদ্ধি:

  • খাদ্য খাওয়ার পর বা পানীয় পানের পর বৃদ্ধি।
  • বমির পর বৃদ্ধি।
  • পায়খানা করার পর, মলত্যাগের পর বৃদ্ধি।
  • খিঁচুনির পর বৃদ্ধি।
  • ভোর রাত ৩ টা থেকে ৪ টায় এবং সন্ধ্যায় বৃদ্ধি।
  • গ্রীষ্মের গরমে বৃদ্ধি।



উপশম:

  • খোলা বাতাসে উপশম।
  • সঙ্গী সাথাদের সাথে থাকলে, সঙ্গ পেলে উপশম।

  

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

 

কাতরতাঃ অজ্ঞাত

মায়াজমেটিক অবস্থাঃ (মায়াজমের দোষ নষ্ট করার শক্তিঃ) অজ্ঞাত ।


মূল কথাঃ

  • শিশু দুগ্ধ পান করা মাত্রই বড় বড় ছানার মত প্রচন্ড বমি করে, অত:পর অত্যন্ত দুর্বল এবং ঘুমিয়ে পড়ে একেবারে ন্যাতাক্যাতা মত হয়ে যায়; আবার ঘুম ভাঙ্গিলেই খাবার জন্য খুব আগ্রহ দেখায়, আবার খাবার পরেই আগের মত হয়-এভাবে চলতে চলতে শিশু মারা যায়।
  • খিচুনির সঙ্গে বমি হয়;
  • আহার বা পানের পর বৃদ্ধি;
  • বমনের পর বৃদ্ধি;
  • মলত্যাগের পর বৃদ্ধি;
  • দুগ্ধ একেবারে সহ্য হয় না;  দুধ হজম হয় না;
  • নিদ্রার পরে, বাহ্যের পরে, তড়কার পরে ভীষণতম দুর্বলতা, ঘুম ঘুম ভাব।
  • দাঁত উঠিবার সময় ও গ্র্রীষ্মকালীন শিশু কলেরায় দুগ্ধ বমি; দুগ্ধ কোন প্রকারেই সহ্য হয় না।
  • রোগ হঠাৎ দেখা দেয় বিশেষ করিয়া গ্রীষ্মকালে।
  • শিশুর মুখমন্ডলে রোগের প্রথম হইতেই মৃত্যুকালীন ছায়া দেখা যায়।
  • ভীষণ দুর্বলতা; শিশু দাঁড়াতে পারে না, মাথা সোজা রাখতে পারে না।
  • দুগ্ধ বমি কিছুটা ছানার মত কিছুটা তরল।
  • চিন্তা করিবার অক্ষমতা বা নির্দিষ্ট বিষয়ে মনোযোগের অভাব।
  • আক্ষেপকালে বুড়ো আঙ্গুল মুষ্টিবদ্ধ হয়; মুখ লালবর্ণ হয়, চোখের তারা নিচের দিকে আকৃষ্ট হয়।
  • বড়দের খাওয়ার ১ ঘন্টা পরে বমি হয়; বমির বর্ণ সবুজ।
  • বমিতে টক গন্ধ ।
  • পরীক্ষার্থীদের কোন বিষয়ে মনোসংযোগ করতে পারে না।
  • শিশুদের পেটে ভয়ানক শূল বেদনায় শরীর ঠান্ডা হয়ে যায়।
  • পিপাসাহীনতা ।


উপশম/হ্রাসঃ খোলা বাতাসে, সঙ্গীদের মধ্যে কথাবার্তা কহিলে, কানে আঙ্গুল গুজিলে, গরম জলে কাপড়া ভিজাইয়া পেটে রাখিলে উপশম।

বৃদ্ধিঃ ভোর ৩ টা হইতে ৪ টায়, সন্ধ্যাকালে, উত্তাপে, গ্রীষ্মকালে, কফি পানে, সুরা সেবনে, বিছানার গরমে, উপরে চাহিলে, লোকজনের সহিত মেলামেশায়, বমনান্তে, মলত্যাগান্তে, আক্ষেপান্তে বৃদ্ধি।


ক্রিয়া স্থিতিকালঃ ২০-৩০ দিন।

ব্যবহারস্থলঃ শিশু কলেরা, শিশু দুধ সহ্য করিতে পারে না, আক্ষেপ, উদরাময়, হিক্কা, মস্তিষ্কে ক্লান্তি, শৈশবকালীন পক্ষাঘাত, মুগী, হিষ্টিরিয়া, অনিদ্রা, চোয়াল আটকানো প্রভৃতি রোগে ফলপ্রদ।শিশুদের উদরাময় ও বমনে ইহা একটি উৎকৃষ্ট ঔষধ।

শিশুর স্তনপানের ইচ্ছা এবং স্তনপান মাত্রই অজীর্ণ দুধ বা ছানার মত বমি এবং বমির পর নিদ্রালুতা-এই সকল লক্ষণে ইথুজা বিশেষ উপযোগী। ইথুজা প্রয়োগের পর সম্পূার্ণ নিরাময় না হইলে সোরিণাম বা সালফার দিতে হয়।

লক্ষণ সূত্রঃ এম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৪৬, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-১২, এন, সি ঘোষ: পৃষ্ঠা-৫৫, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-২০২, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-৮৮, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-২১, ই. বি ন্যাশ: পৃষ্ঠা-৫৮৯, জে এম মিত্র: পৃষ্ঠা-৪৮, নীলমনি ঘটক: পৃষ্ঠা-৮, এস কে সাহা: পৃষ্ঠা-৩৭, ই. এ. ফ্যারিংটন: পৃষ্ঠা-৩৫১, এইচ. সি এলেন: পৃষ্ঠা-১৯, জন হেনরি ক্লার্ক: পৃষ্ঠা-৩৪ ।

First Grade Symptoms of [Aethusa Cynapium ঈথুজা সিনাপিয়াম (aeth)] ::: (Total 31)


=====================================================================================

Aethusa Cynapium
Fool's Parsley (Umbelliferae.)

 

H.C. Allen

Aethusa Cynapium.
Fool's Parsley (Umbelliferae.)

 

  • Especially for children during dentition in hot summer weather; children who cannot bear milk.
  • Great weakness; children cannot stand; unable to hold up the head (Abrot.); prostration with sleepiness.
  • Idiocy in children; incapacity to think; confused.
  • An expression of great anxiety and pain, with a drawn condition and well-marked linea nasalia.
  • Features expressive of pain and anxiety.
  • Herpetic eruption on end of the nose.
  • Complete absence of thirst (Apis, Puls. - rev of Ars.).
  • Intolerance of milk: cannot bear milk in any form; it is vomited in large curds as soon as taken; then weakness causes drowsiness (compare Mag. c.).
  • Indigestion of teething children; violent, sudden vomiting of a frothy, milk-white substance; or yellow fluid, followed by curdled milk and cheesy matter.
  • Regurgitation of food and hour or so after eating; copious greenish vomiting.
  • Epileptic spasms, with clenched thumbs, red face, eyes turned downwards, pupils fixed and dilated; foam at the mouth, jaws locked; pulse small, hard, quick.
  • Weakness and prostration with sleepiness; after vomiting, after stool, after spasm.

 

Relationship: Similar: to Ant. c., Ars., Cal., Sanic.

 

Aggravation: After eating or drinking; after vomiting; after stool; after spasm.

 



William BOERICKE

AETHUSA CYNAPIUM
Fool's Parsley

 

  • The characteristic symptoms relate mainly to the brain and nervous system, connected with gastro-intestinal disturbance.
  • Anguish, crying, and expression of uneasiness and discontent, lead to this remedy most frequently in disease in children, during dentition, summer complaint, when, with the diarrhśa, there is marked inability to digest milk, and poor circulation.
  • Symptoms set in with violence.

 

Mind:

  • Restless, anxious, crying.
  • Sees rats, cats, dogs, etc.
  • Unconscious, delirious.
  • Inability to think, to fix the attention.
  • Brain fag. Idiocy may alternate with furor and irritability.

 

Head:

  • Feels bound up, or in a vise.
  • Occipital pain extending down spine; better lying down and by pressure.
  • Head symptoms relieved by expelling flatus (Sanguin) and by stool.
  • Hair feels pulled. Vertigo with drowsiness, with palpitation; head hot after vertigo ceases.

 

 

Eyes:

  • Photophobia; swelling of Meibomian glands.
  • Rolling of eyes on falling asleep.
  • Eyes drawn downward; pupils dilated.

 

Ears:

  • Feel obstructed.
  • Sense of something hot from ears.
  • Hissing sound.

 

 

Nose:

  • Stopped up with much thick mucus.
  • Herpetic eruption on tip of nose.
  • Frequent ineffectual desire to sneeze.

 

Face:

  • Puffed, red-spotted, collapsed.
  • Expression anxious, full of pain; linea nasalis marked.

 

Mouth:

  • Dry.
  • Aphthe.
  • Tongue seems too long.
  • Burning and pustules in throat, with difficult swallowing.

 

Stomach:

  • Intolerance of milk; vomiting as soon as swallowed or in large curds.
  • Hungry after vomiting.
  • Regurgitation of food about an hour after eating.
  • Violent vomiting of a white frothy matter.
  • Nausea at sight of food.
  • Painful contraction of stomach.
  • Vomiting, with sweat and great weakness, accompanied by anguish and distress, followed by sleepiness. Stomach feels turned upside down, with burning feeling up to the chest.
  • Tearing pains in the stomach extending to sophagus.

 

Abdomen:

  • Cold, internal and external, with aching pain in bowels.
  • Colic, followed by vomiting, vertigo, and weakness.
  • Tense, inflated, and sensitive.
  • Bubbling sensation around navel.

 

Stool:

  • Undigested, thin, greenish, preceded by colic, with tenesmus, and followed by exhaustion and drowsiness. Cholera infantum; child cold, clammy, stupid, with staring eyes and dilated pupils.
  • Obstinate constipation; feels as if all bowel action is lost.
  • Choleraic affections in old age.

 

Urinary:

  • Cutting pain in bladder, with frequent urging.
  • Pain in kidneys.

 

Female:

  • Lancinating pains in sexual organs.
  • Pimples; itching when warm.
  • Menses watery.
  • Swelling of mammary glands, with lancinating pains.

 

Respiratory:

  • Difficult, oppressed, anxious respiration; crampy constriction.
  • Sufferings render patient speechless.

 

Heart:

  • Violent palpitation, with vertigo, headache and restlessness.
  • Pulse rapid, hard and small.

 

Back and Extremities:

  • Want of power to stand up or hold head up.
  • Back feels as if in a vise.
  • Aching in small of back.
  • Weakness of lower extremities.
  • Fingers and thumbs clenched.
  • Numbness of hands and feet.
  • Violent spasms.
  • Squinting of eyes downward.

 

Skin:

  • Excoriation of thighs in walking.
  • Easy perspiration.
  • Surface of body cold and covered with clammy sweat.
  • Lymphatic glands swollen.
  • Itching eruption around joints.
  • Skin of hands dry and shrunken.
  • Ecchymosis.
  • Anasarca.

 

Fever:

  • Great heat; no thirst.
  • Profuse, cold sweat.
  • Must be covered during sweat.

 

Sleep:

  • Disturbed by violent startings; cold perspiration.
  • Dozing after vomiting or stool.
  • Child is so exhausted, it falls asleep at once.

 

Modalities:

  • Worse, 3 to 4 am, and evenings; warmth, summer.
  • Better in open air and company.
  • Compare: Athamantha (confused head, vertigo better lying down, bitter taste and saliva. Hands and feet icy cold); Antimon; Calc; Ars; Cicuta. Complementary: Calc.

Dose:

Third to thirtieth potency.

 

 

E.B. Nash

ÆTHUSA CYNAPIUM

 

  • Is one of our best remedies for vomiting in children.
  • The milk comes up as soon as swallowed, by a great effort, after which the child becomes greatly relaxed and drowsy; or if the milk stays down longer it finally comes up in very sour curds, so large that it would seem almost impossible the child could have ejected them.
  • if this condition of the stomach is not cured the case will go on to cholera infantum, with green watery or slimy stool, colic and convulsions.
  • The convulsions of this remedy are peculiar, in that the eyes turn downward instead of up or sidewise.
  • If the case still progresses unfavourably there is an appearance of sunkenness in the face with linea nasalis, which is a surface of pearly whiteness on the upper lip, bounded by a distinct line from the outer nasal orifice to the angles of the mouth.
  • This last symptom is more characteristic of Æthusa than any other remedy.
  • Æthusa has complete absence of thirst.
  • The prostration and anxiety are very marked, but the absence of thirst rules for Æthusa instead of Arsenicum album.
  • Vomiting of large curds (sour) is also found under Calcarea ostrearum, but with this remedy we have at the same time sour stools, and then sweaty head, and open fontanelles as well as Calcarea temperament would generally be found in the case.
  • There is another very peculiar symptom of Æthusa that has been cured twice to my knowledge by this remedy, viz.: Imagined she saw a rat or mouse run across the room. In both these cases the symptom occurred in hard worked, nervous women, but the symptom was very persistent and annoying.
  • Æthusa not only cured the aberration but improved the general health.
  • I always use it in the 200th potency.

 

=====================================================================================

 

 

 

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

দুগ্ধ অসহ্য দন্ত দাত উঠার দন্তউদ্গম দন্ত উদগমন গঁজার কালে গজার গজা গঁজা হওয়ার সোজা করতে পারে না ভীষণ দুর্বল খুব বেশি বেশী দুর্বল দূর্বল অবসাদ ক্লান্ত অবসন্নতা অবসন্ন চরম বুদ্ধিহীনতা বুদ্ধিজড়তা বুদ্ধি জড়তা জড়বুদ্ধি বোকা নির্বাধ নিরবোধ কোন কিছুর পার্থক্য বুঝে না বুঝতে পারে না পিয়াস মোটেই নেই পানি জল পিপাশা পীপাসা একে বারে নেই দাঁদরোগ নাসিকার প্রান্তে কিনারে কিণারে কিনার ফেণা প্রবল অজির্ণ অজীর্ণ অজির্ন অর্জিনতা হঠাত হুট করে দইয়ের ন্যায় গিলিত উগরে দেয় উগড়ে দিয়ে সবুজাভ অনেক পরিমানে পরিমান পরিমাণ দেয় আংগুল আঁকড়ে আকড়ে ধরে মুঠি ধরে বাঁধে মনি  আরাম কমে হ্রাস বাড়ে বেশি বেশী হয় শ্রেষ্ট উৎকৃষ্ট ঔষুধ ঔষুদ ওষুদ ওষদ ইদুর ধাঢ়ী দৌরাদৌর দৌড়ায় কল্পনা করে ভ্রান্তধারণা ভ্রান্ত ধারণা ধারনা অলীক বিশ্বাস

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++