Aceticum Acidum (acet-ac.) অ্যাসেটিকাম অ্যাসিডাম Acetic Acid এসেটিক এসিড - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
 Aceticum Acidum  (acet-ac.)  অ্যাসেটিকাম অ্যাসিডাম  Acetic Acid  এসেটিক এসিড

Aceticum Acidum (acet-ac.) অ্যাসেটিকাম অ্যাসিডাম Acetic Acid এসেটিক এসিড

Short Description:

Product Description

 

Aceticum Acidum  (acet-ac.)  অ্যাসেটিকাম অ্যাসিডাম

Acetic Acid  এসেটিক এসিড

Glacial Acetic Acid. (CH3COOH.)

[Please scroll down for English Version]

 

পরিচয়ঃ অপর নাম সির্কাম্ল (ভিনিগার) [গ্রোসিয়েল অ্যাসেটিক অ্যাসিড]


ধাতুগত বৈশিষ্ট্যঃ জীর্ণ শীর্ণ, পেশী ঢিলা, রক্তহীন, ফ্যাকাশে ব্যক্তিগনই ইহার ক্ষেত্র। রোগীর অবস্থা দুর্বল ও অবসাদযুক্ত। ইহা একটু গভীর ঔষধ কিন্তু এন্টিসোরিক বলা যায় না।


Antidote food/ ঔষধের ক্রিয়ানাশক খাদ্য:  কফি, কর্পূর, তামাক ।

Inimical food/ ঔষধের পরিপন্থী বা অনিষ্টকর খাদ্য:  ঠান্ডা খাদ্য । 

 

  • প্রচুর প্রস্রাব, প্রবল তৃষ্ণা, প্রবল পিপাসা, অরুচি।

  • জ্বরে পিপাসাহীনতা কিন্তু অন্যান্য রোগ প্রবল পিপাসা।

  • দুর্বলতা এবং শ্বাসকষ্ট ।

  • ইহা রক্তস্রাবে চায়নার পরে, শোথ ও ‍উদরী রোগে ডিজিটেলিসের পরে ভাল কাজ করে। ইহা হিক্বা, ক্রুপ ব্যাতীত অন্য রোগে পুনঃ পুনঃ প্রয়োগ নিষিদ্ধ।

  • ইহা আর্ণিকা, বেলেডোনা, ল্যাকেসিস এবং মার্কুরিয়াসের পর ব্যবহার করিলে লক্ষণগুলি অযথা বৃদ্ধি পায়।

  • সর্তকতা: ফুসফুসের যক্ষ্মারোগে ক্ষতিকর ঔষধগুলোর মধ্যে ইহা অত্যন্ত বিপদজনক এবং এতে সহজেই আগেই কাশির সহিত রক্ত উঠতে থাকে-ডাঃ এইচ সি মরো ও ডাঃ কেন্ট ।  


কাতরতাঃ

শীতকাতর (তৃতীয় গ্রেড): [Dr. Robert Gibson Miller]

গরমকাতর (তৃতীয় গ্রেড): [Synthesis]


মায়াজম:

এন্টি-সাইকোটিক (তৃতীয় গ্রেড)

এন্টি-টিউবারকুলার (প্রথম গ্রেড)

এটির ক্রিয়া বেশ গভীর; ক্ষয় বা ক্ষয় দোষের উপর এর ক্ষমতা খুব বেশি।


===========================================================================================================

 

 

Henry Clay Allen, William Boericke,  E. B. Nash, Constantine Hering, James Tyler Kent,  George Vithoulkas  এঁর মেটেরিয়া মেডিকা থেকে নেয়া Acetic Acid (Acet-ac) ঔষধের সারাংশ:

 

  • ফ্যাকাসে, কৃশ রোগা, পাতলা গড়ন যাদের শরীরের মাংস পেশি আলগা বা ঢিলা শিথিল থলথলে; মুখমন্ডল বিবর্ণ ফ্যাকাশে, মোমের মত নরম, চটচটে  - এই ধরনের রোগীদের জন্য বেশি উপযোগী।
  • দেহের প্রত্যেক শ্লৈষ্মিক ঝিল্লিযুক্ত পথ দিয়ে যেমন: নাসিকা, গলা, ফুসফুস, পাকস্থলী, অন্ত্রনালী, জরায়ু থেকে রক্তক্ষরণ হয়।  
  • অনিয়মিত মাসিক রজোস্রাব বিশেষ করে মাসিক ঋতুস্রাবের মধ্যবর্তী সময়ে জরায়ু হতে রক্তস্রাব। (Irregular uterine bleeding especially between menstrual periods.)
  • আঘাত লাগার ফলে নাক দিয়ে রক্তপাত।
  • মাসিক রজঃস্রাবের সময় জরায়ু দিয়ে রক্তস্রাব না হয়ে দেহের অন্য কোন আউটলেট দিয়ে রক্তক্ষরণ হয়।
  • শিশুর ম্যারাসম্যাস (শারীরিক শীর্ণতা) এবং অন্যান্য ক্ষয়রোগ।
  • চরম অবসন্নতা, অবসাদগ্রস্ততা; চোট, আঘাত লাগার পর; অপারেশন বা অস্ত্রোপচারের পর প্রচন্ড আঘাত প্রাপ্ত হলে; চেতনা নাশক ব্যবহারের পর ইহা উপযোগী।
  • প্রবল জল পিপাসা, তীব্র পানি পানের তৃষ্ণা; ক্রণিক উদরাময়, ডায়াবেটিস, শোথরোগে ভোগার ফলে রোগীর খুব বেশি পরিমাণে পানি খাওয়ার / জলপানের পরও যেন তেষ্টা নিবারণ হয় না; কিন্তু জ্বরে কোন পানি পিপাসা থাকে না।
  • গর্ভাবস্থায় অম্ল ঢেকুর ওঠে এবং বমি হয়, দিনে রাতে প্রচুর পরিমাণে লালা নিঃসরণ হয় এবং পাকস্থলী থেকে জ্বালাকর পানি ওঠে আসে।
  • শোথ রোগ বা টাইফাস রোগ (জ্বরসহ গায়ে লাল ফুস্কুড়ি ওঠে এবং অত্যন্ত দুর্বলতাবোধ) বা যক্ষ্মা রোগে আক্রান্ত হলে রোগীর প্রবল উদরাময়, অতি দুর্বলতা, অত্যধিক পানি পিপাসা থাকে তৎসহ রাতে ঘাম হয়।
  • রোগীর শ্বাসকষ্টজনিত কারনে অন্তিম অবস্থাতে ইহা প্রযোজ্য।
  • প্রকৃত ক্রুপ রোগ (শিশুর গলা ফোলা, কাশি ও শ্বাসকষ্ট), শ্বাস-প্রশ্বাসের সময় হিস হিস, সাঁইসাঁই শব্দ, শ্বাসগ্রহণ করার সময় কাশি। 
  • রোগী চিৎ হয়ে শয়ন করে ঘুমাতে পারে না; পেটের মধ্যে, পাকস্থলীর মধ্যে এক প্রকার শূন্যতার অনুভূতি হয় ফলে শ্বাসকষ্ট হয়; পেটের উপর ভর দিয়ে শুয়ে বিশ্রাম নিলে কষ্টের উপশম হয়, আরাম বোধ করে।
  • হেকটিক জ্বরে গায়ের চর্ম শুষ্ক এবং উত্তপ্ত, গরম; বাম গালে লাল দাগ ওঠে এবং রাতে শরীর ঘামে ভিজে যায়, সিক্ত হয়।
  • সিডার/ সাইডার ভিনেগার কার্বোলিক এসিড এন্টিডোট করে, নির্বিষ করে, কার্ব্বোলিক এসিডের গুন নষ্ট করে।
  • ক্ষুয়িষ্ণুতা এবং দুর্বলতা।
  • লালাক্ষরণ হয়, লালা পড়ে লালা ঝরে।
  • পাকস্থলী, পেটের মধ্যে গাঁজিয়া ওঠে।
  • পাকস্থলী, পেট ও বুকের মধ্যে প্রবল জ্বালাকর ব্যথা এবং এরপরে গায়ের ত্বক, চর্ম অত্যন্ত শীতল হয়, কপালে ঠান্ডা ঘাম হয়। 
  • প্রসব বেদনার পর রক্তস্রাব হয়।
  • কেবলমাত্র তলপেটে ভর দিয়ে উপুর হয়ে শয়নে পিঠের ব্যথা হ্রাস পায়।
  • হেকটিক জ্বরে রাতে ঘামের ফলে দেহ সিক্ত হয়, ভিজে যায়।
  • জ্বরে কোন তৃষ্ণা থাকে না, জ্বরে বাম গালে লাল দাগ হয়।
  • জ্বার প্রচুর পরিমাণে ঠান্ডা ঘর্ম হয়।
  • Pale –বিবর্ণ, ফ্যাকাশে।
  • Thirsty –তৃষ্ণাত্ব।
  • Anaemic –রক্তাল্পতা।
  • Emaciated –শীর্ণতা।
  • Wasted –ক্ষয়িষ্ণুতা।
  • Anxiety about business, about his children.
  • ব্যবসা এবং সন্তানদের জন্য উদ্বেগ, উৎকন্ঠা।
  • Profound Anaemic, pale face, diminished appetite leading to emaciation and cachexia.
  • ক্ষুধামান্দ্য, ক্ষুধার অভাবে খাদ্য খাবার না খেয়ে পুষ্টিহীনতা এবং শীর্ণতা দেখা দেয়।
  • পিঠের উপর ভয় দিয়ে/ চিৎ হয়ে শুয়ে ঘুমানো অসম্ভব। (Impossible to sleep on back.)
  • Unquenchable thirst, for large quantities in chronic conditions, but thirstlessness in acute fever.
  • Gastritis with sour eructation, sour vomiting.
  • Copious urination.
  • Confusion of mind, dullness.
  • Irritable during headache.
  • Delirium during fever.
  • Delirium with distension and constipation.


বৃদ্ধি:

  • Lying on back.
  • Vegetables.



উপশম:

  • Cold drinks.
  • Cold foods.

 

=========================================================================================================== 

 

 

নিম্নোক্ত মেটেরিয়া মেডিকা থেকে নেয়া সারাংশঃ

 

  • ঠান্ডা ভাল লাগে, তাপ আদৌ সহ্য করিতে পারে না।
  • প্রধান লক্ষণ: দুর্বলতা, রক্তহীনতা, অত্যন্ত পিপাসা, শীর্ণতা এবং অক্ষুধা।
  • ছেলেদের শীর্ণতা রোগে এবং যক্ষ্মায় রোগীর বাম চোখে রক্তবর্ণ দাগ।
  • বহুদিনের দূর্বলতা, রক্তহীনতা, অজীর্ণ ও শরীরের ওজনহীনতা।
  • বংশে ক্ষয় পীড়ার ইতিহাস।
  • শর্করাহীন বহুমূত্রে প্রবল জল পিপাসা, গাত্রদাহ ও অস্থিরতা।
  • বদমেজাজী।
  • সহজেই ভুলিয়া যায়, এমনকি নিজের সন্তানকেও চিনতে পারে না।
  • মেরুদন্ড সোজা করে শয়ন করিতে পারে না।
  • পেটের উপর শয়ন করিতে ভালবাসে/ উপুর হয়ে শয়ন বেশি পছন্দ।
  • ভীষণ ঘর্ম।
  • রক্তস্রাবের প্রবণতা (নাসিকা, ফুসফুস, মলদ্বার, পাকস্থলী দিয়ে রক্তস্রাব)।
  • ভীষন পিপাসা কিন্তু ক্ষুধা মোটেই থাকে না।
  • ডায়াবেটিসের সাথে অরুচি।
  • ভীষণ দুর্বলতা, রক্তহীনতা ও শ্বাস কষ্ট।
  • জ্বরে পিপাসা নাই কিন্তু অন্যান্য রোগের সহিত প্রবল পিপাসা।
  • চিৎ হয়ে শয়ন করতে পারে না।
  • রক্তস্রাবের প্রবণতা; রক্ত স্রাবের প্রবণতা (নাসিকা, পাকস্থলী, মলদ্বার, ফুসফস হতে রক্ত স্রাবের প্রবণতা)।
  • চায়নার পরে ইহা বিশেষ সুফল প্রদান করে।
  • উপুর হয়ে শয়ন বেশি পছন্দ।


উপশম/হ্রাসঃ  উপুর হইয়া শুইলে উপশম, শ্বাসকষ্ট চিৎ হইয়া শুইলে কমে।


বৃদ্ধিঃ  অপারেশনের পর বৃদ্ধি, গর্ভাবস্থায় বৃদ্ধি, চিৎ হয়ে শুইলে বৃদ্ধি।


ক্রিয়ানাশকঃ একোনাইট, ন্যাট্রম, নক্স, সিপি, ট্যাবেক, চুণ।সকল প্রকার অচৈতন্যকর ঔষধের (ক্লোরোফর্ম প্রভৃতি) দোষঘ্ন।


ব্যবহারস্থলঃ  শোথ, বহুমূত্র, রক্তাল্পতা, আগুনে পোড়া, ডিফথেরিয়া, যক্ষ্মা রোগের শেষ অবস্থা, ক্যান্সার, ঘুংড়ি কাশি প্রভৃতি রোগে উপযোগী।


ক্রিয়া স্থিতিকালঃ ১৪-২০ দিন।


 

লক্ষণ সূত্রঃ এম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৬, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-৪, এন, সি ঘোষ: পৃষ্ঠা-১৩, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-৪৬, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-৪০, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-১, নীলমনি ঘটক: পৃষ্ঠা-২, জে এম মিত্র: পৃষ্ঠা-৮৮, এইচ. সি এলেন: পৃষ্ঠা-১৩, এস কে সাহা: পৃষ্ঠা-৯৪, জন হেনরি ক্লার্ক: পৃষ্ঠা-৮ । কে এন মাথুর: পৃষ্ঠা- ৩৬।

 

==========================================================================================================

 

H.C. Allen 

 

Acetic Acid.
Glacial Acetic Acid. (CH3COOH.)

 

 

  • Adapted to pale lean persons with lax, flabby muscles; face pale, waxy (Fer.).
  • Haemorrhage; from every mucous outlet, nose, throat, lungs, stomach, bowels, uterus (Fer., Mill.); metrorrhagia; vicarious; traumatic epistaxis (Arn.).
  • Marasmus and other wasting diseases of children (Abrot., Iod., Sanic., Tub.).
  • Great prostration; after injuries (Sulph. ac.); after surgical shock; after anaesthetics.
  • Thirst; intense, burning, insatiable even for large quantities in dropsy, diabetes, chronic diarrhoea; but no thirst in fever.
  • Sour belching and vomiting of pregnancy, burning water-brash and profuse salivation, day and night (Lac. ac., salivation < at night, Mer. s.).
  • Diarrhoea; copious, exhausting, great thirst; in dropsy, typhus, phthisis; with night sweats.
  • True croup, hissing respiration, cough with inhalation (Spong.); last stages.
  • Inhalation of vapor of cider vinegar has been successfully used in croup and malignant diphtheria.
  • Cannot sleep lying on the back (sleeps better on back, Ars.); sensation of sinking in abdomen causing dyspnoea; rests better lying on belly (Am. c.).
  • Hectic fever, skin dry and hot; red spot on left cheek and drenching night sweats.

 

 

Relationship:

It antidotes anaesthetic vapors (Amyl.); fumes of charcoal and gas; Opium and Stramonium. Cider vinegar antidotes Carbolic acid.

Follows well; after Cinchona, in haemorrhage; after Digitalis, in dropsy.

It aggravates; the symptoms of Arn., Bell., Lach., Mer., especially the headache from Belladonna.

 

 

 

 

William BOERICKE

 

Aceticum Acidum
Glacial Acetic Acid, (Acetic Acid)

 

This drug produces a condition of profound anæmia, with some dropsical symptoms, great debility, frequent fainting, dyspnœa, weak heart, vomiting, profuse urination and sweat.

Hæmorrhage from any part.

Especially indicated in pale, lean persons, with lax, flabby muscles.

Wasting and debility.

Acetic acid has the power to liquefy albuminous and fibrinous deposits.

Epithelial cancer, internally and locally (W Owens).

Sycosis with nodules and formations in the joints.

Hard chancre.

The 1x solution will soften and cause formation of pus.


Mind:

Irritable, worried about business affairs.



Head:

Nervous headache, from abuse of narcotics.

Blood rushes to head with delirium.

Temporal vessels distended.

Pain across root of tongue.


 

Face:

Pale, waxen, emaciated.

Eyes sunken, surrounded by dark rings.

Bright red.

Sweaty.

Epithelioma of lip.

Cheeks hot and flushed.

Aching in left jaw-point.



Stomach:

Salivation. Fermentation in stomach.

Intense burning thirst.

Cold drinks distress.

Vomits after every kind of food.

Epigastric tenderness.

Burning pain as of an ulcer.

Cancer of stomach.

Sour belching and vomiting.

Burning waterbrash and profuse salivation.

Hyperchlorhydria and gastralgia.

Violent burning pain in stomach and chest, followed by coldness of skin and cold sweat on forehead.

Stomach feels as if she had taken a lot of vinegar.



Abdomen:

Feels as if abdomen was sinking in. Frequent watery stools, worse in morning.

Tympanitic.

Ascites.

Hæmorrhage from bowels.



Urine:

Large quantities of pale urine.

Diabetes, with great thirst and debility (Phos ac).



Female:

Excessive catamenia.

Hæmorrhages after labor.

Nausea of pregnancy.

Breasts painfully enlarged, distended with milk.

Milk impoverished, bluish, transparent, sour.

Anæmia of nursing mothers.



Respiratory:

Hoarse, hissing respiration; difficult breathing; cough when inhaling.

Membranous croup. Irritation of trachea and bronchial tubes.

False membrane in throat.

Profuse bronchorrhœa.

Putrid sore throat (gargle).



Back:

Pain in back, relieved only by lying on abdomen.



Extremities:

Emaciation.

Oedema of feet and legs.



Skin:

Pale, waxen, œdematous.

Burning, dry, hot skin, or bathed in profuse sweat.

Diminished sensibility of the surface of body.

Useful after stings, bites, etc.

Varicose swellings.

Scurvy; anasarca. Bruises; sprains.



Fever:

Hectic, with drenching night-sweats.

Red spot on left cheek. No thirst in fever.

Ebullitions.

Sweat profuse, cold.



Relationship:

Acetic acid is antidotal to all anæsthetic vapors. Counteracts sausage poisoning.



Compare:

Ammon acet (Profuse saccharine urine, patient is bathed in sweat).

Benzoin oderiferum--Spice-wood (night sweats).

Ars; China; Digitalis; Liatris (General anasarca in heart and kidney disease, dropsy, and chronic diarrhœa).



Dose:

Third to thirtieth potency. Not to be repeated too often, except in croup.



E. B. Nash

Acetic acid


Urinary Organs:

Passes large quantities of pale urine, particularly if accompanied by intense thirst and dry hot skin.

 

 

James Tyler Kent

Acetic Acidum

 

 

Introduction: There is either diarrhea or constipation; with the latter he is rheumatic, with the former he is at his best, as when the diarrhea slacks up he is full of suffering.

Generals: The diarrhea is his great relief, like Natrum sulph. and Zincum.

Sharp pains here and there, but especially in ovaries and joints.

This remedy is, useful in complaints of pale, sickly people.

Patients who have been weak for many years, who have inherited phthisis, Emaciation, weakness, anaemia, loss of appetite, burning thirst and copious pale urine are a combination calling for Acetic acid.

Sensation of heat with pulsation coining and going, like orgasms; chlorosis in young girls; dropsical conditions in general; bad effects from stings and bites, have been cured by this remedy.

Vinegar is an old remedy for bad effects from chloroform. It is useful in the hemorrhagic constipation. Bleeding from various mucous membranes, nose, stomach, rectum, lungs and from ulcers. Sensitive to cold.

Mind: Confusion of mind does not know her own children; forgets what has recently happened attacks of anguish; constantly borrows trouble thinks something is going to happen; peevishness, complaining.

Fainting spells in weak, anaemic subjects; headaches; face pale and waxy; epistaxis; one cheek pale and the other red; diphtheria in throat or larynx, unquenchable thirst; sensitive stomach; vomiting blood, and all food taken; ulceration of stomach; hot, sour eructations; frothy vomiting; gnawing pain; distension of stomach, with a constant commotion; burning in stomach and abdomen, ameliorated by lying on the stomach.

Abdomen: In the abdomen there is great pain, distension, flatulence or dropsy, sore to touch; diarrhea, thin, bloody or pure blood; profuse bleeding from piles; chronic diarrhea.

Urines: Copious watery urine. It has cured diabetes, with sugar in the urine or without, where there is great thirst, weakness and pallor and loss of flesh.

Genital: Weakness with seminal losses; relaxed genitals and swollen feet.

Uterine haemorrhage; copious menses, or watery menstrual flow scanty menses with chlorosis.

Larynx and chest: Weakness of larynx; croup; diphtheria. It has cured many cases of laryngeal diphtheria; hoarseness, with pale mucous membranes; chronic dry, hacking cough in sickly, pale persons, such as have inherited phthisis, with oedema of extremities, diarrhea and dyspnoea, or night sweats; haemorrhage from the lungs; burning in chest and stomach; rattling in chest; chronic bronchitis.

Extremities: Weakness and lameness in extremities, with swelling, rheumatic or oedematous; dropsy of limbs, with diarrhea.

It is a deep-acting, constitutional remedy, and when well studied will be very useful.

All substances abused as food become great remedies, such as vinegar, coffee, common salt, etc. We should look to them oftener than we do for the stubborn chronic cases.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

মলিন বির্বণ বিবর্ণ বিবর্ন ফ্যাকাশে ফেকাসে ফেকাশে মুখমন্ডল হালকা গঠনের পেশীসমূহ পেশী পেশিসমূহ শিথীল কোমল থলথলে লোল গরনের গড়নের মাংসল মাংশল মোমতুল্য মমের ন্যায় মতো তুলতুলে দেহের রক্তস্রাব নাক ঝিল্লী হতে মাসিকের সময় অন্য পথে শারিরীক শীর্নতা শির্ণতা শির্নতা শীর্ণ চেতনানাশক অজ্ঞানকরার এনেসথিয়া দেয়ার পর এনেস্থিয়ার পর এনেস্থিয়া সক অভিঘাত ধাক্কা পিয়াস পীপাসা পিপাশা ডায়রিয়া বহুমূত্র বহুমুত্র রোগে জ্বরের সময় জ্বরহলে জ্বর হলে থাকেনা পানিপিপাসা টক উদগার ঢেঁকুর উদর পেট থেকে পেটফোলা জলউদরী জলউদরি ডায়রিয়া তৃষ্ণা তেষ্টা পিয়াস টিবি রোগ টিবিরোগ সাই সাই সাইসাই হিসহিস শুইলে শুলে তলপেটে অনুভুতি চিতহয়ে ঘর্ম রাত্রিতে রাত্রি রাত্রে চর্ম শিতল চামড়া অতি ভীষণ ভীষন অতিরিক্ত প্রবল বেদনা যন্ত্রণা যন্ত্রনা রক্তিম রাঙা রাঙ্গা

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

First Grade Symptoms of [Aceticum Acidum অ্যাসেটিকাম অ্যাসিডাম Acetic Acid এসেটিক এসিড(acet-ac)] ::: (Total 10)