Abrotanum (abrot.) অ্যাব্রোটেনাম, এব্রোটেনাম - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
Abrotanum (abrot.)  অ্যাব্রোটেনাম, এব্রোটেনাম

Abrotanum (abrot.) অ্যাব্রোটেনাম, এব্রোটেনাম

Short Description:

Product Description

 

Abrotanum (abrot.)  অ্যাব্রোটেনাম, এব্রোটেনাম 

Southernwood. (Compositae.)

[Please scroll down for English version]

 

পরিচয়ঃ  ইহা দক্ষিণ ইউরোপজাত লতা বিশেষ।


ধাতুগত বৈশিষ্ট্যঃ শীতকাতুরে, ভারী বদমেজাজী, খিটখিটে, স্ফূর্তিহীন ও একগুয়ে ব্যাক্তিগনের পক্ষে ইহা উপযোগী। মুখশ্রী দেখিতে বুড়ো মানুষের মত । শিশু বদমেজাজী, জেদী, নিষ্ঠুর, পেটটি বড়।


Antidote food / ঔষধের ক্রিয়ানাশক খাদ্য:  কফি, কর্পূর ।


==========================================================================================================

 

Henry Clay Allen, William Boericke,  E. B. Nash, Constantine Hering, James Tyler Kent,  Cyrus Maxwell BOGER এঁর মেটেরিয়া মেডিকা থেকে নেয়া Abrotanum ঔষধের সারাংশ:

 

  • এক রোগ থেকে অন্য রোগ হওয়ার প্রবণতা (Metastasis)।
  • উদরাময় এবং কোষ্ঠকাঠিন্য পালাক্রমে, পর্যায়ক্রমে হয়; ভোগে; বদহজম হয়।
  • শিশু ম্যারাসমাস রোগের ফলে অত্যন্ত শুকিয়ে যায়, শীর্ণতা, বিশেষ করে পা শীর্ণ হয়ে যায়; শিশুর গায়ের চর্ম থলথলে এবং তা ঢিলা হয়ে ভাঁজ হয়ে ঝুলতে থাকে।
  • শিশু বদমেজাজী, খিটখিটে মেজাজ, বদরাগী এবং হতাশ, মনমরা, উগ্র, অমানবিক, নিষ্ঠুর কাজ করতে পছন্দ করে, নির্দয়, নির্মম কিছু একটা করতে চায়, করে বসে।
  • শিশু ম্যারাসমাসে ভোগার ফলে ঘাড় দুর্বল, ঘাড় মাথা সোজা করে রাখতে পারে না
  • শুধুমাত্র শরীরের নিম্নাঙ্গের শীর্ণতা; কোমর থেকে নিচের অংশ অর্থাৎ দুই পা শুকিয়ে যায়।
  • রাক্ষুসে ক্ষুধা, খায়ও প্রচুর, ভালই খাওয়া দাওয়া করে, তথাপি শরীরের মাংস শুকিয়ে যায়।
  • মাংসপেশিতে খিল ধরা ব্যথা অথবা পেটব্যথা, শূলবেদনার পর অঙ্গ-প্রত্যঙ্গের ব্যথাপূর্ণ সংকোচন।
  • আক্রান্ত অঙ্গসমূহ ফুলে যাওয়ার পূর্বেই অত্যাধিক বাত ব্যথা।
  • উদরাময় বা অন্য কোন স্রাব হঠাৎ বন্ধ হওয়ার ফলে সৃষ্ট বাত ব্যথা।
  • পর্যায়ক্রমে বাত ব্যথা এবং অর্শ, পাইল হয়; সেইসাথে আমাশয়।
  • গেঁটেবাতগ্রস্ত রোগীর সন্ধিসমূহ শক্ত, অনমনীয় হয়, ফুলে যায় তৎসহ সূঁচফোটানবৎ ব্যথার অনুভূতি; হাতের কবজি এবং পায়ের গোড়ালির সন্ধিসমূহে ব্যথা এবং প্রদাহ।
  • সারা শরীরে অত্যন্ত স্পর্শকাতর ব্যথা, যন্ত্রণাপূর্ণ ক্ষত এবং লেংড়া, খোঁড়া বা খুঁতযুক্ত শরীর।
  • অতি-ঠাণ্ডায় সৃষ্ট হাত-পায়ের যন্ত্রণাদায়ক স্ফীতি, শৈত্যজনিত ক্ষত; পাদস্ফোট-এ চুলকানি, চুলকায়।
  • শিশু ভীষন দুর্বল ও অবসন্ন এবং এক ধরনের হেকটিক জ্বরে (ক্ষযজ্বর) আক্রান্ত; উঠে দাঁড়াতে অক্ষম।  
  • শিশুর মুখমন্ডল দেখতে বয়স্কদের, বুড়োদের মত ফ্যাকাশে, বিবর্ণ, কুঁকনো।
  • পাকস্থলী যেন পানিতে সাঁতার কাটছে-এমন মনে হয়; শীতবোধ।
  • শিশুর শীর্ণতা পায়ে শুরু হয়ে উপরের দিকে প্রসারিত হয়, ছড়িয়ে পড়ে।
  • পেট ফাঁপা, উদর স্ফীত হয়।
  • বালকদের নাক দিয়ে রক্তপাত হয় (Nosebleed with boys -- Constantine Hering)

 

 

বৃদ্ধি:

  • ঠান্ডা শীতল বাতাসে বৃদ্ধি।
  • যে কোন স্রাব নিঃসরণ বন্ধ (বাধাপ্রাপ্ত) হলে রোগলক্ষণ বাড়ে।
  • কুয়াশায় বৃদ্ধি।
  • রাতে বৃদ্ধি।
  • ভেজা, আর্দ্রতায় বৃদ্ধি।


উপশম:

  • সঞ্চালনে, নড়াচড়ায় উপশম।
  • পাতলা পায়খানা হলে কমে, আরাম হয়।

 

 

========================================================================================================== 

 

বাংলায় লেখা নিম্নোক্ত মেটেরিয়া মেডিকাসমূহ থেকে নেয়া সারাংশ: 

 

  • এব্রোটেনামের যে কোনও রোগ অগ্রে পা হইতে আরম্ভ হইয়া উপরের দিকে যায় ।
  • এক রোগ হতে অন্য রোগের পযার্য়ক্রমে আক্রমণ (Metastesis)।
  • কোষ্ঠবদ্ধতায় সকল যন্ত্রণায় বৃদ্ধি এবং উদরাময় হলেই যন্ত্রণার উপশম।
  • পযার্য়ক্রমে কোষ্ঠবদ্ধতা এবং উদরাময়।
  • রাক্ষুসে ক্ষুধা অথচ দেহের কোন পুষ্টি সাধন হয় না।
  • ক্ষয়দোষ এবং বাচালতা।


সর্তকতা: এটি একটি ক্ষমতাসম্পন্ন ঔষধ এবং কখনো পুনঃপুনঃ প্রয়োগ করা চলে না । ইহা চক্রাকারে ও ঢেউয়ের ন্যায় অনেক সপ্তাহ ধরে ক্রিয়া করে থাকে - ডাঃ কেন্ট ।

 

কাতরতাঃ

শীতকাতর (তৃতীয় গ্রেড): [Dr. Robert Gibson Miller]

 

মায়াজমেটিক অবস্থাঃ  (মায়াজমের দোষ নষ্ট করার শক্তি)

এন্টি-টিউবারকুলার (তৃতীয় গ্রেড) ।


মূল কথাঃ

  • রোগান্তর প্রাপ্তি।
  • কুচিকিৎসার ফলে একটি রোগ সাময়িক উপশম এবং অন্য একটি রোগের সৃষ্টি।
  • কোন একটি রোগ আরোগ্যের পর যদি অন্য একটি রোগ প্রকাশ পায় এবং ইহা নিরাময়ের পূর্বে পূর্ববর্তী রোগটি পুন:রায় দেখা দেয়।
  • যে কোন রোগ অগ্রে পা হইতে আরম্ভ হইয়া উপরের দিকে যায়।
  • পা হতে শুরু হয়ে উপরের দিকে যায়।
  • শিশুর পায়ের দিক হতে শীর্ণতা শুরু হয় ক্রমান্বয়ে উপরের দিকে হতে থাকে; তৎসহ প্রচন্ড ক্ষুধা এবং বদহজম।
  • শিশুর শীর্ণতা পায়ের দিকে শুরু হয়ে উপরের দিকে উঠে।
  • শীতকালে, শৈত্যে, বর্ষাকালে বৃদ্ধি, রাতে বৃদ্ধি।
  • কোষ্ঠবদ্ধতায় সকল যন্ত্রণা বৃদ্ধি এবং উদরাময়ে যন্ত্রণার উপশম ।
  • কোষ্ঠবদ্ধতায় বৃদ্ধি, উদরাময়ে উপশম।
  • বাচালতা।
  • দুগ্ধ/দুধ প্রিয় খাদ্য, রুটি প্রিয় খাদ্য।
  • দুধ পছন্দ, রুটি পছন্দ।
  • উত্তাপে উপশম
  • বাত ভাল হইয়া হৃদপিন্ডে আক্রমণ, মামসের বা প্যারোটিড গ্ল্যান্ডের প্রদাহ হইতে অন্ডকোষ প্রদাহ।
  • হঠাৎ ডায়রিয়া বন্ধ হইয়া অর্শ দেখা দেয়।
  • প্রায়ই মাজার বেদনা হয়।
  • শিশু বদমেজাজী, জেদী, নিষ্ঠুর।
  • পাকস্থলী পানিতে সাঁতার কাটছে- এমন মনে হয়।
  • নিষ্ঠুর কিছু করার ইচ্ছা মনে জাগে এবং তা করেও থাকে।
  • হাত পায়ের গিঁটে ব্যাথা।
  • শিশুর নাভী হতে রক্ত পড়ে।
  • ঠান্ডা বিশেষত ভিজা ঠান্ডা সহ্য করিতে পারে না মোটেই।
  • ডিম্বাশয়ে বেদনা, সন্ধিস্থলগুলিতে বেদনা ।
  • যেখানে সেখানে বেদনা/ তীব্র বেদনা; বিশেষত: ডিম্বাশয়দ্বয়ে এবং সন্ধিস্থলগুলিতে তীব্র বেদনা।
  • উদরাময় হলে ভাল থাকে।
  • শিশুদের পুঁয়ে পাওয়া রোগ।


উপশম/হ্রাসঃ  নড়াচড়ায় উপশম, তাপে উপশম; পাতলা পায়খানা হলে উপশম।

 

বৃদ্ধিঃ শীতল বাতাসে বৃদ্ধি, ঠান্ডা বাতাসে বৃদ্ধি, শীতকালে বৃদ্ধি, বর্ষাকালে বৃদ্ধি, রাতে বৃ্দ্ধি; কোনরূপ স্রাব বন্ধ হলে বৃদ্ধি।

 

ব্যবহারস্থলঃ শিশুদের শীর্ণতা বা পুঁয়ে পাওয়া এবং রোগান্তরপ্রাপ্তি বা মেটাষ্টোসিস বোগে ব্যবহৃত হয়।বৃদ্ধদিগের অজীর্ণ রোগের সহিত হৃৎপিন্ডের পীড়াতেও ইহা ব্যবহৃত হয়।

 

লক্ষণ সূত্রঃ এম, ভট্টচার্য্য: পৃষ্ঠা-২, এন, সি ঘোষ: পৃষ্ঠা-৯, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-২, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-৪১, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-৮০, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-১, নীলমনি ঘটক: পৃষ্ঠা-১, ই. বি ন্যাশ: পৃষ্ঠা-৬৬২, জে এম মিত্র: পৃষ্ঠা-২২, এইচ. সি এলেন: পৃষ্ঠা-১৩, জন হেনরি ক্লার্ক: পৃষ্ঠা-৩।   কে এন মাথুর: পৃষ্ঠা-৩৩।

 

First Grade Symptoms of [Abrotanum অ্যাব্রোটেনাম, এব্রোটেনাম(abrot)] ::: (Total 15)

==========================================================================================================


H.C. Allen


Abrotanum.
Southernwood. (Compositae.)


  • Alternate constipation and diarrhoea; lineteria.
  • Marasmus of children with marked emaciation, especially of legs (Iod., Sanic., Tub.); the skin is flabby and hangs loose in folds (of neck, Nat. m., Sanic.).
  • In marasmus head weak, cannot hold it up. (Aeth.).
  • Marasmus of lower extremities only.
  • Ravenous hunger; loosing flesh while eating well (Iod., Nat. m., Sanic., Tub.).
  • Painful contractions of the limbs from cramps or following colic.
  • Rheumatism; for the excessive pain before the swelling commences; from suddenly-checked diarrhoea or other secretions; alternates with haemorrhoids, with dysentery.
  • Gout; joints stiff, swollen, with pricking sensation; wrists and ankle-joints painful and inflamed.
  • Very lame and sore all over.
  • Itching chilblains (Agar.).
  • Great weakness and prostration and a kind of hectic fever with children; unable to stand.
  • Child is ill-natured, irritable, cross and despondent; violent, inhuman, would like to do something cruel.
  • Face old, pale, wrinkled (Op.).


Relationship:

After Hepar in furuncle; after Acon. and Bry. in pleurisy, when pressing sensation remains in affected side impeding respiration.



 


William BOERICKE

  
Abrotanum
Southernwood


  • A very useful remedy in marasmus, especially of lower extremities only, yet with good appetite.
  • Metastasis. Rheumatism following checked diarrhœa.
  • Ill effects of suppressed conditions especially in gouty subjects.
  • Tuberculous peritonitis.
  • Exudative pleurisy and other exudative processes.
  • After operation upon the chest for hydrothorax or empyæmia, a pressing sensation remains.
  • Aggravation of hæmorrhoids when rheumatism improves.
  • Nosebleed and hydrocele in boys.
  • Great weakness after influenza (Kali phos).

 

 

Mind:

Cross, irritable, anxious, depressed.


Face:

  1. Wrinkled, cold, dry, pale. Blue rings around dull-looking eyes.
  2. Comedones, with emaciation.
  3. Nosebleed. Angioma of the face.


Stomach:

  1. Slimy taste.
  2. Appetite good, but emaciation progresses.
  3. Food passes undigested.
  4. Pain in stomach; worse at night; cutting, gnawing pain.
  5. Stomach feels as if swimming in water; feels cold.
  6. Gnawing hunger and whining. Indigestion, with vomiting of large quantities of offensive fluid.


Abdomen:

  1. Hard lumps in abdomen. Distended.
  2. Alternate diarrhœa and constipation.
  3. Hæmorrhoids; frequent urging; bloody stools; worse as rheumatic pains abate.
  4. Ascarides.
  5. Oozing from umbilicus.
  6. Sensation as if bowels were sinking down.


Respiratory:

  1. Raw feeling.
  2. Impeded respiration.
  3. Dry cough following diarrhœa.
  4. Pain across chest; severe in region of heart.


Back:

  1. Neck so weak cannot hold head up.
  2. Back lame, weak, and painful.
  3. Pain in lumbar region extending along spermatic cord.
  4. Pain in sacrum, with hæmorrhoids.


Extremities:

  1. Pain in shoulders, arms, wrists, and ankles.
  2. Pricking and coldness in fingers and feet.
  3. Legs greatly emaciated.
  4. Joints stiff and lame.
  5. Painful contraction of limbs (Amm mur).


Skin:

  1. Eruptions come out on face; are suppressed, and the skin becomes purplish.
  2. Skin flabby and loose. Furuncles.
  3. Falling out of hair.
  4. Itching chilblains.


Modalities:

  1. Worse, cold air, checked secretions.
  2. Better, motion.


Relationship:

Compare: Scrophularia; Bryonia; Stellaria; Benzoic acid, in gout. Iodine, Natr mur in marasmus.


Dose:

Third to thirtieth potency.





E. B. Nash


Abrotanum



Marasmus most pronounced in lower extremities, from malnutrition; diarrhśa; diarrhśa alternating with rheumatism.


Anus and Stool:

Alternate diarrhoea and rheumatism (metastatic rheumatism).


Generalities:

Marasmus of children with marked emaciation, especially of legs; the skin is flabby and hangs loose in folds.


 

James Tyler Kent

Abrotanum


Introduction:This a very valuable remedy should be more frequently used. It is indicated in such conditions as are cured by Bryonia and Rhus tox., but its symptoms mark out its own individual cases.

Rheumatic conditions with heart irritation; epistaxis; bloody urine; anxiety and trembling, when there has been a history of diarrhoea. A suddenly checked diarrhoea will be followed by violent cardiac symptoms; it is much like Ledum, Aurum and Kalmia.

Marasmus: In marasmus of children it is a very useful remedy and not unfrequently indicated. The emaciation begins in the lower limbs and gradually spreads upward, so that the face is the last affected; that is the opposite of Lycopodium, Natrum mur. and Psorinum.

Chest: It has cured pleurisy after Bryonia, which seemed indicated, had failed. A woman lying in bed with dyspnoea, anxiety, cold sweat and pain in the heart was surrounded by friends to see her die.

It was learned that she had suffered for many months with a rheumatism in one knee, that she had used crutches to get about the house, and that she had recently been speedily cured (?) by a strong liniment only a few days before this attack. Abrot. restored her to health promptly.

It has caused and cured burning ulcerative pains in the stomach with suspicious vomiting.

Metastasis: Metastasis is a marked feature in Abrot. The changing of one so called disease into another always calls attention to Abrotanum. Inflammation of the parotid (mumps) changing to tests or mammae is generally cured by Carbo v. or Pulsatilla, but Abrot, has cured when these remedies have failed.

Suppression: A suddenly checked diarrhea followed by piles and acute rheumatism, with bleedings, as mentioned above, is further argument in favor of this idea.

The Abrot. patient is sensitive to cold air and cold damp weather. He suffers much from backaches, and his symptoms are worse during the night.

In boys it cures hydrocele.

In infants it cures bleeding from the navel.


 

Cyrus Maxwell BOGER

ABROTANUM

 

REGION:
Nerves.
Nutrition.
Veins.

WORSE:
Cold air.
Wet.
Checked secretions.
Night.
Fogs.

BETTER:
Loose stool (Nat-s. Zin.).
Motion.

Numb, weak, tremulous and paretic. Can't hold up head. Exudations, into pleura, joints, from navel, etc. True metastases; receding gout, etc. Alternations; piles with rheumatism (Coll. Sabi.). Rheumatism, after diarrhœa. Emaciation; ascending; of legs. .................... Cross, irritable children. Pale hollow eyed, old face. Distended veins; on forehead. Nosebleed; of youths. Vomits much offensive fluid. Stomach floats in water (Buf.). Bloated abdomen. Pains in left ovary. Nightly backache. Weak joints; can't hold up head. Face cold, dry and wrinkled. Cold, prickling, numb fingers and toes. Flabby skin. Protruding piles; burn on touch.

Related: Chin. Led.


 

=========================================================================================================

 

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

শারীরিক শীর্ণতা মেরাসমাস শিশুর অত্যাধিক অত্যধিক শুকনো শীর্ন ভাজ হতাশাগ্রস্ত মন মরা বদরাগি বদ রাগী নির্মম হৃদয়হীন কঠোর অত্যন্ত ক্ষুধার্ত  ক্ষুধাকাতর মাংশ শরিরের শরীর খিদা খুধা খুদা অতিশয়ক্ষুধা অতিশয় কেবলমাত্র কেবল মাত্র শীর্নতা দুই পায়ের দুপায়ের পা-য়ের দোপায়ের শির্ণতা শির্নতা শির্ন হজম হয়না পেশিসংকোচন খিলধরা বেদনা যন্ত্রণাপূর্ণ সঙ্কোচন ব্যথাপূর্ন আগেই আগে সন্ধিবাতবেদনা সন্ধিবাতব্যথা ফোলার ফোলা অর্শ্বরোগ অর্শ্ব পীড়া রোগ অতিসার আম আমাতিসার আমরোগ; আমাশয় আন্ত্রিক অংগসমূহ অংগ বাতব্যথা গেঁটেবাতগ্রস্ত আড়ষ্ট গুল্ফ গোঁড়ালী গোঁড়ালি কবজি কব্জি পঙ্গু খঁজ খুতযুক্ত গোটাদেহে গোটা দেহে বদনে অতিরিক্ত ঠাণ্ডায় সৃষ্ট হাত পায়ের যন্ত্রণাদায়ক স্ফীতি স্ফিতি শীতের ফলে  শৈত্যজনিত কারণে কারনে ক্ষত পাদস্ফোট ভীষণ ভীষন ক্লান্ত পরিশ্রান্ত বলিচিহ্নিত কুঁচিত আকুঁচিত ভাঁজ-পড়া ফ্যাকাশে ফেকাসে ফেকাশে বিবর্ণ বিবর্ন জলে সাতার সাতরাচ্ছে স্টমাক স্রাবেবৃদ্ধি স্রাবেবাড়ে ফাপা ফাপে ফাঁপে

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++