ক্যাল্কেরিয়া সালফিউরিকা CALCAREA SULPHURICA [Calc-s] - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
ক্যাল্কেরিয়া সালফিউরিকা CALCAREA SULPHURICA [Calc-s]

ক্যাল্কেরিয়া সালফিউরিকা CALCAREA SULPHURICA [Calc-s]

Short Description:

Product Description

 


Calc-sসহজেই ঠাণ্ডা সহ্য করতে পারে, শীতের সময়ও গায়ে কাপড় রাখতে চায়না।
Calc-s শরীরের নানাস্থানে পূঁজ হওয়ার প্রবণতা।
Calc-s ঘন, হলদে, ডেলা ডেলা রক্তাক্ত পূঁজ।
Calc-s ডান ওভেরিতে কেটে ফেলার মতো ব্যথা।
Calc-s পায়ে দুর্গন্ধযুক্ত শীতল ঘাম, পায়ের তলায় জ্বালা ও চুলকানি।
Calc-sকাশলে অতি সহজে ঘাম হয়।

একজিমা ও অসাড় গ্রন্থিজস্ফীতি। সিস্টিক টিউমার সমূহ। ফাইব্রয়েড। পুঁজোৎপত্তির যাবতীয় পদ্ধতি এই ঔষধের অন্তর্গত। শ্লেষ্মা স্রাব হলুদ বর্ণের, গাঢ় ও দলা পাকানো। লুপান ভাল্পারিস।

মাথা শিশুদের মাথায় হওয়ায় উদ্ভেদ বিশেষ, এই ক্ষেত্রে ঔষধটি প্রযোজ্য হবে, যদি ঐ উদ্ভেদ থেকে পুঁজ যুক্ত স্রাব নির্গত হয় অথবা হলুদ বর্ণের পুঁজ যুক্ত মামড়ী দেখা যায়।

চোখ চোখের প্রদাহ তৎসহ গাঢ়, হলুদ বর্ণের স্রাব। কেবলমাত্র দৃষ্ট বস্তুর অর্ধেক টুকু দেখতে পায়। কর্ণিয়া ঘোলাটে। সদ্যজাত শিশুর চক্ষু প্রদাহ।

কান বধিরতা, তৎসহ মধ্যকর্ণ থেকে থেকে স্রাব নির্গত হয়, কোন – কোন সময় স্রাব রক্ত মিশ্রিত থাকে। কাণের চারিপাশে ফুসকুড়ি।

নাক মাথায় ঠান্ডা লাগা, তৎসহ, গাঢ়, হলুদ বর্ণের, পুঁজের মত স্রাব। স্রাবে প্রায়ই রক্তের ছিটে থাকে। নাকের একদিকে থেকে স্রাব। নাকের পশ্চাৎ অংশ থেকে হলুদবর্ণের স্রাব। নাসারন্ধ্রের কিনারাগুলি ক্ষতযুক্ত।

মুখমন্ডল মুখমন্ডলে ফুসকুড়ি ও পুঁজযুক্ত উদ্ভেদ। হাপিসি।

মুখগহ্বর – ঠোঁটের ভিতরের অংশ ক্ষতযুক্ত। জিহ্বা শিথিল, দেখে মনে হয় জিহ্বার উপর শুষ্ক কাদার প্রলেপ দেওয়া রয়েছে। মুখের আস্বাদ অম্লযুক্ত, সাবানের মত, উগ্র। জিহ্বার গোড়ার দিক হলুদ লেপ যুক্ত।

নালা গলার ক্ষত যুক্ত অবস্থাকে শেষদশা, তৎসহ হলুদ বস্তুযুক্ত স্রাব। টনসিলের প্রদাহ যখন পুঁজোৎপত্তি দশায় পৌঁছায়, যে অবস্থায় ফোঁড়া থেকে পুঁজ নির্গত হয়।

উদর যকৃৎ স্থানে, ডানদিকের বস্তিকোটরের কিনারায় বেদনা, এরপর দুর্বলতা, বমি বমিভাব, ও পাকস্থলীতে বেদনা দেখা দেয়।

মল পুঁজের মত উদরাময় তৎসহ রক্ত মিশ্রিত। মেই পল গাছের রস থেকে তৈরী চিনি খেয়ে ও আবহাওয়ার পরিবর্তনে উদরাময়। অন্ত্র থেকে পুঁজ যুক্ত, পিচ্ছিল ভাব। মলদ্বারের চারিপাশে যন্ত্রণাদায়ক ফোঁড়া, যা ভগন্দর রোগে দেখা যায়।

স্ত্রীরোগ মাসিক ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের পরে, দীর্ঘস্থায়ী, তৎসহ মাথার যন্ত্রণা, স্পন্দন ও প্রচন্ড দুর্বলতা।

শ্বাসপ্রশ্বাস কাশি তৎসহ পুঁজযুক্ত ও রসানির মত থুথু ও ঘুষঘুষে জ্বর। ফুসফুসে পুঁজোৎপত্তি, পুঁজ ফুসফুসে অথবা ফুসফুস আবরক ঝিল্লীর ভিতর তৈরী হয়। পুঁজযুক্ত, রসানির মত শ্লেষ্মা। সর্দি তৎসহ গাঢ়, মন্ডের মত, সাদাটে-হলুদ বর্ণের অথবা পুঁজের মত স্রাব।

অঙ্গপ্রত্যঙ্গ পায়ের তলায় জ্বালাকর চুলকানি।

জ্বর ঘুষঘুষে জ্বর, পুঁজোৎপত্তি থেকে এই জ্বর হয়ে থাকে। তৎসহ কাশি ও পায়ের তলায় জ্বালা।

চর্ম কেটে গিয়ে ক্ষত, আঘাত লেগেক্ষত, থেঁৎলিয়ে যাওয়া প্রভৃতি ক্ষেত্রে প্রযোজ্য, চর্ম অস্বাস্থ্যকর, পুঁজযুক্ত স্রাব; ক্ষতস্থান খুব সহজে সারেনা। হলুদবর্ণের, পুঁজযুক্ত মামড়ি অথবা যুক্ত রসক্ষরণ। চামড়ার উপসর্গ তৎসহ হলুদ বর্ণের মামড়ি। চুলের গোড়ায়, শাঁসবিহীন বহু ফুসকুড়ি, আঁচড়ালে রক্তপাত হয়। শিশুদের শুষ্ক একজিমা।

সম্বন্ধ তুলনীয় হিপার; সিলিকা।

শক্তি ২x অথবা ৩x বিচুর্ণ। লুপাসের ক্ষেত্রে ১২ শক্তি উপযোগী হতে দেখা গেছে।

Calc-s : Calcarea Sulphurica
Useful in septic conditions, where pus has found a vent, in third stage of inflammation.Purulent, yellow, thick discharges from septic conditions.
COMMON NAME:

-Sulphate of Lime

-Plaster of Paris


A/F:

-Overlifting [Rhus-t],(Wear and tear)

-Onanism, sexual excess

-Artificial baby foods, tonics, milk

-Suppressed skin eruptions

-Collagen disorders

-Suppressed venereal disease

-Injury

-Inset bite

-Ill effects of antibiotics


MODALITIES:

< Drafts

< Touch

< Cold; wet

< Motion

< Change of weather

< Exertion

< Warmth

< Overheating

< After stimulants

< Waking in water

< Rest

< Extremes of temperature

> Open air

> Bathing

> Eating

> Heat

> Uncovering


MIND:

-Strong personality, argumentative, bossy.

-Anxiety in the evening in bed, at night > open air.

-Jealousy.

-Timidity.

-Confusion from mental exertion.


GUIDING INDICATIONS:

-Dr. Schussler’s Connective Tissue Remedy.

-Tendency to suppuration; unhealthy skin; does not heal rapidly.

-Recurrent abscesses. When abscess has broken, or has been lanced, and is discharging. The presence of pus with a vent is a characteristic indication.

-Tendency to formation of abscesses, that have ruptured, are slow to heal, with a continuous discharge of yellow pus [Pyrog].

-Mucous discharges are yellow, thick, lumpy, mixed with blood, serosanguinous.

-Tongue-dry, cracked, flabby. Looks like hard, dried clay.

-Poor reaction; well selected remedies act for a short time.

-Craving for green, unripe or sour fruits, sweets [Morrison].

-Confusion from mental exertion.

-Vertigo-Open air < walking fast.

-Inflammation of eyes with discharge of thick yellow matter.

-Face-Pimples pustules on face.

-G.I.T.-Painful abscess around anus.

-Extremities-Burning, itching of soles of feet.

-Skin-Boils which open, drain yellowish pus, for days, weeks and even months at a time.

-Dry eczema of children.


KEYNOTES:

1. Aversion to covers when cold.

2. Takes cold easily, yet desires open air.

3. Fear of birds.

4. Diarrhoea from maple sugar, change of weather.

5. Burning, itching of soles of feet.


CONFIRMATORY SYMPTOMS:

1. Useful in septic conditions, where pus has found a vent.

2. Discharges-thick, lumpy, yellowish, blood stained.


NUCLEUS OF REMEDY:

-Schussler’s remedy for the third stage of inflammation.

-Suppuration; especially when pus has found a vent.

-Discharges are thick, yellowish, lumpy, mixed with blood.


CLINICAL:

-To prevent harelip in children give to the mother, Granules of Calc-s 12x, trituration every morning and evening during 3rd to 7th month (both inclusive).

-Calc-s 12x will abort felons and furuncles- Dr. W.E.Leonard.


REMEDY RELATIONSHIPS:

Follows Well : Kali-m, Nat-s, Sil.

Compare : Calen, Hep, Kali-m, Nat-s, Sil.