ক্যাল্কেরিয়া ফসফরিকা CALCAREA PHOSPHORICA [Calc-p] - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
ক্যাল্কেরিয়া ফসফরিকা CALCAREA PHOSPHORICA [Calc-p]

ক্যাল্কেরিয়া ফসফরিকা CALCAREA PHOSPHORICA [Calc-p]

Short Description:

Product Description

 


Calc-pঅস্থি পাতলা ও ভঙ্গুর, ভাঙ্গা হাড় সহজে জোড়া লাগেনা।
Calc-p মাথার খুলির হাড়গুলির জোড় অনেকদিন পর্যন্ত খোলা থাকে অথবা একবার জুড়ে আবার খুলে যায়।
Calc-p মেরুদন্ড দুর্বল, বাঁকা হওয়ার প্রবণতা।
Calc-p অসুস্থতার বিষয় চিন্তা করলে বৃদ্ধি।
Calc-p অর্শ দেখা দিলে কাশি বন্ধ থাকে ও অর্শ উপশম হলে পুনরায় কাশি আরম্ভ হয়।
Calc-pঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় রোগ হয় বা বৃদ্ধি হয়।

তন্তু সকলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কার্যকরী ঔষধ, এবং, যদিও এই ঔষধের বহু লক্ষণ ক্যালকেরিয়া কার্বে পাওয়া যায়, তথাপি উভয়ের মধ্যে কিছু পার্থক্য আছে এবং নিজেদের কিছু বৈশিষ্ট্য পূর্ণ লক্ষণ আছে। এই ঔষধটি বিশেষভাবে দেরিতে দাঁত উঠার ক্ষেত্রে নির্দেশিত হয় এবং ঐ সময়ে দেখা দেওয়া উপসর্গ সমূহের ক্ষেত্রে। এছাড়াও অস্থির রোগ সকল, ভাঙ্গাঁ হাড় ঠিকমত জোড়া লাগলে,এবং তরুণ কোন রোগের পর অথবা পুরাতন দুর্বলকর রোগের পরে রক্তাল্পতায় প্রযোজ্য। রক্তহীন শিশু, যারা খিটখিটে, থলথলে, হাত-পা ঠান্ডা ও দুর্বল হজম শক্তি। এই ঔষধের বিশেষ কাজের ক্ষেত্র হল, যে খানে অস্থিগুলি সীবন সন্ধি ও উপাস্থি সন্ধি দ্বারা সংযুক্ত এবং আবহাওয়ার যে কোন প্রকার পরিবর্তনে রোগের বৃদ্ধি হয়ে থাকে। অসাড়তা ও সুড়সুড় যুক্ত অনুভূতি এই ঔষধের ক্ষেত্রে বৈশিষ্ট্যপূর্ণ এবং ঘাম হবার প্রবণতা যুক্ত ও গ্রন্থিসমূহের বিবৃদ্ধি, এই দুটি লক্ষণের ক্ষেত্রে ক্যালকেরিয়াকার্বের সঙ্গে সাদৃশ্য রয়েছে। গন্ডমালাদোষযুক্ত, ক্লোরোসিস ও থাইসিস।

মন খিটখিটে, বিস্মৃতি শীল; মনঃ কষ্ট ও বিরক্তির পর (ঈগ্নেশিয়া ; ফসফরিক অ্যাসিড)। সর্বদা অন্য কোথাও যেতে চায়।

মাথা মাথার যন্ত্রণা, সীবন সন্ধি স্থানের নিকটে, আবহাওয়ার পরিবর্তনে বৃদ্ধি, বয়ঃসন্ধিকালে স্কুলে পড়া ছেলে মেয়েদের মাথার যন্ত্রণা। শিশুদের ব্রহ্মতালু দীর্ঘদিন খোলা থাকে, জোড়া লাগেনা। মাথার খুলির অস্থিরম ও পাতলা। শ্রবণশক্তির বিফলতা। মাথার যন্ত্রণা, তৎসহ পেট ফাঁপা। মাথা উত্তপ্ত, তৎসহ চুলের গোড়ায় বেদনা।

চোখ চোখে ফোঁড়া হবার পরে কর্ণিয়ার অস্বচ্ছতা।

মুখগহ্বর টনসিলের বিবৃদ্ধি; কিছুতেই যন্ত্রণা ছাড়া মুখগহ্বর খুলতে পারে না। দাঁত উঠার সময়ের উপসর্গ সমূহ; দাঁত খুব ধীরে বাড়তে থাকে; খুব দ্রুত দাঁতের ক্ষয় হয়। অ্যাডিনয়েড তন্তুর উদ্ভব।

পাকস্থলী শিশু সর্বদা স্তন্য পাণ করতে চায় এবং খুব সহজেই বমি করে। শকূরের মাংস, লবণাক্ত মাংস অথবা ঝলসানো মাংস খাবার অদৃশ্য স্পৃহা। প্রচুর ক্ষুধা সহ পিপাসা, পেট ফাঁপা টক ঠেকুর উঠার পর সাময়িক উপশম হয়। পেটে প্রচুর বায়ু সঞ্চয়। গলা বুক জ্বালা। শিশুরা সহজেই বমি করে।

উদর যখন আহারের চেষ্টা করে, তখনই পেটে শূল বেদনা শুরু হয়। শিথিল ও কোটর গত। নাভীর চারিপাশে শূল বেদনা, টাটানি, ও জ্বালা।

মল শক্তমলের পর রক্তল্পতা। রসাল ফল খাবার পর অথবা আপেলের সুরাপানের পরে উদরাময় দাঁত উঠার সময় উদরাময়। সবুজ, পিচ্ছিল, গরম, জোরে শব্দ করে মল বের হয়, অভুক্ত খাদ্য বস্তু যুক্ত, তৎসহ দুর্গন্ধ যুক্ত বায়ু নির্গত হয়। মলদ্বারের নালী-ঘা পর্যায়ক্রমে বুকের উপসর্গ সমূহ।

প্রস্রাব বৃদ্ধি প্রাপ্ত, তৎসহ দুর্বলকর অনুভূতি। কোন কিছু তোলার সময় অথবা নাক ঝাড়ার সময় বৃক্ক স্থানে বেদনা।

স্ত্রীরোগ মাসিক ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে, পরিমাণে প্রচুর এবং কম বয়সী মেয়েদের ক্ষেত্রে উজ্জ্বল লাল; বিলম্বে, রক্ত কালচে বর্ণ যুক্ত; কোন কোন সময় প্রথমে উজ্জ্বল লাল, পরে কালচে তৎসহ তীব্র কোমরের বেদনা। শিশুকে স্তন্য দান করার সময় কামোত্তেজ। কামোন্মাদ, তৎসহ জরায়ু স্থানে অবিরাম বেদনা, চাপ বোধ ও দুর্বলতা। (প্ল্যাটিনা)। বহুদিন ধরে স্তন্যদানের পরে। প্রদরস্রাব, অনেকটা ডিমের সাদা অংশের মত দেখতে। সকালের দিকে বৃদ্ধি প্রাপ্ত। শিশু স্তন্য পাণ করতে চায় না ;স্তনের দুধের আস্বাদ লবণাক্ত। দুর্বল স্ত্রীলোকের জরায়ুর স্থানচ্যুতি।

শ্বাসপ্রশ্বাস অনৈচ্ছিক ভাবে দীর্ঘ শ্বাস। বুকে টাটানি ব্যথা। দম বন্ধ করার মত কাশি; শুয়ে থাকলে উপশম। স্বরঙ্গ, বামদিকের ফুসফুসের নিম্নাংশ থেকে বেদনা।

ঘাড় ও পিঠ অতিরিক্ত ঠান্ডা বাতাস লাগানোর ফলে বাত জনিত বেদনা তৎসহ মাথার অসাড়তা ও নিস্তেজভাব। স্যাক্রোঈলিয়্যাক স্থানের টাটানি ব্যথা, যেন ভেঙ্গে গেছে। (ইউলাস)।

অঙ্গপ্রত্যঙ্গ আড়ষ্টভাব ও বেদনা, তৎসহ শীথিলতা, অসাড়তার অনুভূতি, আবহাওয়ার যে কোন প্রকার পরিবর্তনে বৃদ্ধি। সুড়সুড় ও শীথিলতার অনুভূতি। নিতম্ব স্থান, পিঠ ও অঙ্গ-প্রত্যঙ্গযেন ঝিমিয়ে রয়েছে। সন্ধি স্থানে ও অস্থিতে বেদনা। উপরে উঠার সময় ক্লান্তি।

সম্বন্ধ পরিপূরক-রুটা ; হিপার।

তুলনীয় – ক্যাল্কেরিয়া হাইপো ফসফোরোসা (যখন বারে বারে ফোঁড়া হবার ফলে জীবনী শক্তি ক্রমশ ও দুর্বল হচ্ছে, এবং ঐ সময় উপযুক্ত পরিমাণে শরীরে ফসফরাস সরবরাহের প্রয়োজনে এই ঔষধের প্রয়োগ প্রয়োজন। ১x অথবা ২x বিচূর্ণ দেওয়া হবে। ক্ষুধা কমে যাওয়া, দ্রুত দুর্বল হয়ে পড়া, রাত্রিকালীন ঘাম; পুঁজ যুক্ত ব্রণ চামড়া পান্ডুবর্ণ, সর্বদা অঙ্গ-প্রত্যঙ্গ ঠান্ডা থাকে। থাইসিস – উদরাময় ও কাশি ;বুকের তরুণ বেদনা। মেসেন্ট্রিক টিউবারকিউলোসিস। ফুসফুস থেকে রক্তস্রাব; হৃদ শূল; হাঁপানী; ধমনীর উপসর্গ সমূহ। শিরা গুলি চাবুকের দড়ির মত ঠেলে বেরিয়ে আসে। খাবার দুই ঘন্টা পরে যন্ত্রণা শুরু হয় (এক দুধ পান করলে অথবা হালকা খাবার খেলে উপশম)।

চির‌্যান্থাস (আক্কেল দাঁত উঠার সময়ের উপসর্গ সমূহ)।

ক্যাল্কেরিয়া রেনালিস লেপ্সি রেনালিস – (সন্ধি বাতজনিত অস্থিগুটি। রিগস ডিজীজ ; দাঁতের উপর দন্তমল জমা হবার প্রবণতা কমিয়ে দেয়; মূত্র থলি ও বৃক্কের পাথুরি)।

কনচিয়ো লিন ঝিনুক (অস্থি প্রদাহ, অস্থির রোগে এই ঔষধের ব্যাপক কাজ আছে, বিশেষ করে যখন বাড়ন্ত অস্থির অগ্রভাব আক্রান্ত হয়। বেগুনি বর্ণের ছোট-ছোট উদ্ভেদ বিশেষ)। সিলিকা, সোরিনাম; সালফার,

কমাবড়া বৃদ্ধি, ভিজে-স্যাঁতসেঁতে আবহাওয়ার অথবা বরফ গলার সময় ঠান্ডা লাগালে।

উপশম গ্রীষ্মকালে, উষ্ম ও শুষ্ক আবহাওয়ায়।

শক্তি ১ম থেকে ৩য় শক্তি। উচ্চতর শক্তি প্রায়ই ভালো কাজ করে।

Calc-p : Calcarea Phosphorica
Peevish, restless and fretful.Soft, thin bones. Malassimilation. Delayed closure of fontanelles.Flabby, sunken abdomen, festering navel.

Complaints of tall, scrawny school going children.


COMMON NAME:

Phosphate of lime.


A/F:

-Grief and vexation

-Disappointment in love

-Anaemia or debility after acute disease, or chronic wasting disease


MODALITIES:

< Loss of fluids

< Fruits

< Cold drafts

< When the snow is melting

< During pregnancy

> Summer

> War


MIND:

-Discontent, peevish, dissatisfied, constantly complaining.

-Friendly, open, sensitive.

-Strong desire to travel.

-Child-irritable, whiny, requires constant attention and needs to be carried.

-Boredom. Mental dullness or weakness.

-Sighing.

-Fear of-dark

-thunderstorms

-on hearing bad news.

-A/F-grief.


GUIDING INDICATIONS:

-Delayed development, slow to walk.

-Mental and physical weakness and fatigue.

-Head-Headaches in school going children.

-Pain along the suture lines, originating in the cervical region.

-Delayed closure of fontanelles.

-Perspiration on head at night, while in bed.

-Vertigo-From constipation < drafts < winds.

-Mouth-Delayed dentition and teething problems.

-G.I.T.-Chronic abdominal colic in school going children, with or without diarrhoea.

-Desires smoked meat, hot dogs, bacon, salami, sweets, salty food, ice cream.

-Diarrhoea accompanied by flatus.

-Stools-hot, lienteric.

-Flabby, sunken abdomen.

-Festering navel.

-Male genitalia-Increased sexual desire to the extent of promiscuity.

-Female genitalia-Dysmenorrhoea beginning at menarche and lasting upto adulthood.

-Pain in symphysis pubis during pregnancy.

-Back-Cervical pain and stiffness < draft < exertion.

-Curvature of spine- scoliosis, spondylosis.

-Extremities-Growing pains in children.

-Delayed healing of fractures or sprains.

-Tendonitis.

-Carpal tunnel syndrome.

-Arthritic nodosities.

-Sleep-Deep sleep, especially in the morning hours, with difficulty in waking.


KEYNOTES:

1. Discontent and dissatisfied, hence, strong desire to travel, with a hope to change the environment and find a sense of happiness.

2. Obesity.

3. < drafts or wind.

4. Delayed development. Milestones delayed.

5. Headaches in school going children.

6. Delayed closure of fontanelles.

7. Desires smoked meat, ham, bacon, salami, salty food, sweets, ice cream.

8. Growing pains in children.


CLINICAL:

-Arthritis, Carpal tunnel syndrome, Cervical spondylosis, Chronic fatigue syndrome, Dentition, Depression, Diarrhoea, Headache, Haemorrhoids, Lumbago, Obesity, Otitis media, Scoliosis.

-Pain in sacroiliac symphysis during pregnancy – Dr. Farrington.

-If a child refuses to eat even after taking vitamins, tonic etc., think of Calc, especially Calc-p – Dr. Arthur W. Records.

-If Phosphorus does not hold, study Kali-p or Calc-p.


REMEDY RELATIONSHIPS:

Complementary : Ruta.

Followed Well By : Sulph.

Follows Well : Ars, Chin, Iod, Merc.

Compare : Berb, Calc, Calc-fl, Fl-ac, Kali-ph, Ruta, Sil, Sulph.

Duration Of Action : 60 Days.