Calc-i | ক্যালকেরিয়া ও আইওডিন উভয় ঔষধের লক্ষণ একসাথে পেলে ক্যান্সার, যক্ষ্মা, পেটে বায়ু জমা, গ্ল্যান্ড ফোলা, মাথা ব্যথা ও স্তনে টিউমার প্রভৃতি অসুস্থতায় ব্যাবহার হয়। |
Calc-i | গ্ল্যান্ড ফোলা, বিশেষত টনসিল বড় হয়ে তাতে বহু ছিদ্র থাকলে ক্যাল আয়োড বিশেষ উপকারী। |
Calc-i | পুরাতন কাশি, নৈশঘর্ম ও হেকটিক জ্বর (পঁচা জ্বর) সহ দিনরাত্রি কাশি। |
Calc-i | স্তনে টিউমার, হাত নাড়ালে টিউমারে ব্যথা লাগে। গন্ডমালদোষ উপসর্গের চিকিৎসায়, বিশেষ করে গ্রন্থিসমূহ, টনসিলের বিবৃদ্ধি প্রভৃতিতে এই ঔষধ ব্যবহার করে প্রচুর সুফল পাওয়া গিয়েছে। বয়ঃসন্ধিকালে থাইরয়েড গ্রন্থির বিবৃদ্ধি। সহজেই সর্দি-কাশি লাগে এই জাতীয় থলথলে শিশুরা। স্রাব হলুদবর্ণেরও পরিমানে প্রচুর হবার প্রবণতা যুক্ত। শিশুদের অ্যাডিনয়েড তন্তুর বিবৃদ্ধি। জরায়ুর অবুদ। ঘুংড়ীকাশি। মাথা – ঠান্ডা বাতাসের প্রতিকূলে ঘোড়ায় চড়ার সময় মাথার যন্ত্রণা। মাথা হাল্কা মনে হয়। সর্দিজ-উপসর্গ নাকের গোড়ায় বৃদ্ধি, হাঁচি, অনুভূতি খুবই কম। নাকে ও কানে কোমল অবুদ। গলা – টনসিলের বিবৃদ্ধি এবং টনসিলগুলি ছোট-ছোট গর্তে পূর্ণ। শ্বাস–প্রশ্বাস – পুরাতন কাশি; সিফিলিস ও পারদ ঘটিত ঔষধের কুফলে বুকের ব্যথা, কষ্টকর শ্বাস-প্রশ্বাস। (ডঃ গ্রভোল)। ঘুষঘুষে জ্বর; সবুজ বর্ণের, পুঁজের মত শ্লেষ্মা। ঘুংড়ীকাশি। নিউমোনিয়া। চামড়া — সহজে ভালো হয়না এই জাতীয় ক্ষত, তৎসহশিরাস্ফীতি। সহজেই ঘাম হয়। তামার মত রং যুক্ত ও ফুসকুড়ি জাতীয় উদ্ভেদ সমুহ। মাথার দাদ, দুগ্ধপোষ্য শিশুদের মাথায় মামড়ী যুক্ত এক প্রকার ঘা, গ্রন্থিসমূহের স্ফীতি, চামড়া ফাটা-ফাটা, মাথার চুল পড়ে যায়। সম্বন্ধ–তুলনীয় – অন্ত্র গ্র্যাফিস-ব্লুবেল (অ্যাডিনয়েড তন্তুর স্ফীতি সহ টনসিলের বিবৃদ্ধি। এক্ষেত্রে সালফ, আয়োড, এগ্র্যাফিস ও ক্যালকেরিয়া আয়োডের পরে ভালো কাজ করে। একোন লাইকো – টোনিস (গ্রান্থিসমূহের স্ফীতি, হজকিনস ডিজীজ)। এছাড়াও তুলনীয় – ক্যাল্কেরিয়া ফ্লুয়োর; সাইলিশিয়া; মার্ক আয়োড, শক্তি- হয় ও ৩য় শক্তি। Calc-i : Calcarea Iodatum
|