Cadm-s | অত্যন্ত শীত অনুভূতি, এমনকি আগুনের কাছে গেলেও শীত দূর হয় না। |
Cadm-s | বমি ভাব, বমির বর্ণ কালো, কোন জিনিস ঠোটে লাগালে বমির উদ্রেক হয়, উদগারের সাথে আঠার মত শ্লেষ্মা নির্গত হয়। |
Cadm-s | উঠতে গেলে মূর্ছার ভাব। |
Cadm-s | মুখের স্বাদ আলকাতরার মত, খাদ্যে নোনতা আস্বাদ। |
Cadm-s | ব্রাইওনিয়ার মত স্থির ভাবে থাকার ইচ্ছা, আর্সেনিকের মত অস্থিরতা ও পাকস্থলীর উপদাহ (irritability)। এই ঔষধের রোগতত্ত্ব অত্যন্ত দুর্বলকর রোগের লক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেমন কলেরা, ইয়ালো ফিভার, যেখানে ক্লান্তি, বমি এবং প্রচণ্ড দুর্বলতা সহ রোগী মৃত্যুর দিকে এগিয়ে যায়। বৈশিষ্ট্যপূর্ণ পাকাশয়িক লক্ষণসমুহ। কার্সিনোমা ভেন্ট্রিকিউলি, অবিরম বমি। ঔষধটি বিশেষভাবে পাকস্থলী আক্রমণ করে থাকে। রোগী শান্তভাবে থাকতে বাধ্য হয়। শীতবোধ ও শীতলতা। এমনকি আগুনের কাছে থাকলেও। মন ও মাথা – অচৈতন্য। মাথাঘোরা, রোগীর মনে হয় ঘর ও বিছানা তার চারপাশে ঘুরছে। মাথায় হাতুড়ী দিয়ে আঘাত করার মত অনুভূতি। মাথায় উত্তাপ। নাক — নাকের ভিতর একজাতীয় পচনশীল ক্ষত নাকের গোড়ায় কষ্টভাব। নাকবন্ধ, নাকের ভিতর কোমল অর্বুদ বা পলিপ। নাকের অস্থির ক্ষত। নাকে ছোট ছোট ফোঁড়া। নাসারন্ধ্র ক্ষতযুক্ত। চোখ – কর্নিয়ার অস্বচ্ছতা। চোখের একদিকের তারা প্রসারিত। রাতকানা। মুখমণ্ডল – মুকের বিকৃতি। চোয়ালের কম্পন। মুখমন্ডলের পক্ষাঘাত বামদিকে বেশী আক্রান্ত হয়। মুখগহ্বরের — ঢোক গিলতে কষ্ট হয়। খাদ্যনলী সঙ্কুচিত।(ব্যাপ্টিসিয়া)। নোনতা ঢেকুর। তীব্র বমি বমি ভাব, তৎসহ বেদনা ও শীতবোধ। শ্লেষ্মাঝিল্লী থেকে দড়ির মত ও দূর্গন্ধযুক্ত রস নিঃসরণ। মুখের আস্বাদ নোনতা। গলা – গলায় টাটানি ব্যথা, গলায় একটানা সুড়সুড় অনুভূতি, শ্বাসরোধক অবস্থা ও বমি বমি ভাব, গভীর শ্বাস নিলে বৃদ্ধি, শীতবোধ ও অবিরাম বেদনা। পাকস্থলী – পাকস্থলীর উপরের দিকে চাপ দিলে টাটানি। মারাত্মক বমি বমি ভাব, ওয়াক তোলা। কালো বমি। শ্লেষ্মাবমন, সবুজ, পিচ্ছিল, রক্তমিশ্রিত, তৎসহ প্রচণ্ড অবসন্নতা এবং পাকস্থলী অত্যন্ত স্পর্শকাতর। পাকস্থলীতে জ্বালাকর ও কেটে ফেলার মত বেদনা। ক্যান্সার, এই কারণে একটানা বমি। কফির মত রঙ ও দানাবিশিষ্ট বমি। উদর – টাটানি, স্পর্শকাতর, পেট ফাঁপা। যকৃত স্থানে টাটানি ব্যথা। শীতবোধ। অস্ত্র থেকে কালোবর্ণের জমাট বাঁধা, দূর্গন্ধযুক্ত রক্ত বেরিয়ে থাকে। পেটে যন্ত্রণা, তৎসহ বমি। উদর স্পর্শকাতর ও ফাঁপা। মল – রক্তযুক্ত, কালো ও দূর্গন্ধযুক্ত। নরম আঠার মত, হলদেটে-সবুজ বর্ণের, আংশিক তরল তৎসহ প্রস্রাব বন্ধ। প্রস্রাব — মূত্ৰনলীতে ছাল উঠার মত ও টাটানি অনুভূতি, প্রস্রাব পুঁজ ও রক্তমিশ্রিত। হৃদপিণ্ড- হৃদকম্প তৎসহ বুকের ভিতর সঙ্কোচন। জ্বর — বরফের মত ঠাণ্ডা বোধ (ক্যাম্ফর, ভিরেট্রাম, হেলোডার্মা)। ইয়ালো ফিভার (ক্রোটেলাস, কার্বোভেজ)। চামড়া – নীলচে, হলুদ, ফ্যাকাশে, আঁশযুক্ত, ফাটা। চুলকানি, আঁচড়ালে উপশম। কালচে ছোপ, নাকে ও গালে এই ছোপের উপর হলদেটে দাগ, সূর্যের উত্তাপে ও বায়ুপ্রবাহে বৃদ্ধি। শীতস্ফোটক। ঘুম – ঘুম আসার সময় শ্বাসবন্ধ হয়ে যায়। শ্বাসরোধক অবস্থায় ঘুম থেকে জেগে উঠে। পুনরায় ঘুমাতে যেতে ভয়। বহুদিনের অনিদ্রা। কমা-বাড়া বৃদ্ধি : হাঁটা-চলায় অথবা বোঝা বহন করার সময়, ঘুমের পর, মুক্ত বাতাসে, উত্তেজক বস্তুতে। উপশম — আহারে ও বিশ্রামে। সম্বন্ধ – তুলনীয়: ক্যাডমিয়াম অক্সাইড, ক্যাড ব্রোম (পাকস্থলীতে বেদনা ও জ্বালা এবং বমি), ক্যাডমিয়াম জোড্যাট (কেবলমাত্র দিনের বেলায় মলদ্বারে ও সরলান্ত্রে চুলকানির অনুভূতি, কোষ্ঠকাঠিণ্য, বারে বারে বেগ, কোথ, পেট ফোলা, জিঙ্কাম, আর্সেনিক, কার্বোভেজ, ভিরেট্রাম। শক্তি – ৩য় থেকে ৩০ শক্তি। Cadm-s : Cadmium Sulphuratum
Chilliness, icy coldness. Ozaena, nasal polyp. Facial polyp. COMMON NAME:
Sulphide of cadmium. A/F:
-Sun, cold wind, draught of air, alcohol, vaccination, lead poisoning. -Reproaches, anger, vexation, grief, sorrow, care. MODALITIES:
< Least motion < Walking < Ascending stairs < Carrying burdens < After sleep < Open air < Cold < Stimulants < Vexation < Swallowing < Sunrise < Raising up > Eating > Rest MIND:
– Ailments from anger, vexation, reproaches, grief, sorrow. – Anger, irascibility, reproaches from, when criticized. – Indifference, apathy, to everything. – Indifference, apathy, after influenza. – Anxiety when alone. – Dreams-of not reaching her destination -of unsuccessful efforts -to do various things. – Fear of approaching of others, of being alone. – Aversion to mental work. – Restlessness < sunlight – Smiling in sleep. GUIDING INDICATIONS:
-For broken down constitutions, from cancers, chemotherapy or radiation treatments. -Extreme exhaustion, prostration, in low form of diseases which run to death. -CHILLINESS-Very chilly, icy coldness, even when near a fire. -Fever with icy coldness of body. -Itching of skin when cold. -Facial paralysis from cold wind. -Head sensitive to draft of cold air, catarrhal inflammation of eyes, nausea. -A cadmium patient is cold, always freezing and all complaints are made worse from becoming cold. -Cadmium sulph is a cross between Arsenic and Bryonia -it has prostration, burning pain, coldness and irritable stomach of Ars, and aversion to move, as in Bry. -Desire for lying entirely still > rest. -Weakness, physical and mental weariness, from influenza. Weakness > appearance of skin eruptions. -Pains cutting, lancinating, prominent, sense of constriction. -Numbness, painful crawling in paralyzed parts. -Black coloured discharges (stools, vomitus, etc.) -Thirst-for cold water, which is vomited at once. -Loss of appetite, or bulimia. -Head-Faintness on rising. -Hammering pains in temples. -Eyes-For opacities of cornea after injures. -One pupil dilated. -Hot tears. -Nose-No other remedy served better in cases of ozaena and polyps (Clarke). -Face-Left sided facial paralysis < cold air. -Cannot close the eyes, difficulty talking and swallowing. -G.I.T.-Vomiting on least motion, black vomitus. -Nausea, even from touching lips. -Nausea > quiet. -Salty belching. -Irritable stomach, after tedious sickness. Burning, everything is vomited, wants to be perfectly quiet. -Palliative in constant vomiting of gastric carcinoma. -Extremeties-Weakness remaining after epileptic attacks is of one arm, one leg. -Sleep-Breathing stops on going to sleep. -Sleeps with open eyes. -Wakes up suffocating. KEYNOTES:
1. Icy coldness even when near a fire. 2. Least touch on lips will induce vomiting. 3. Sleeps with open eyes. CONFIRMATORY SYMPTOMS:
1. Icy coldness of the body, also very chilly, sensitive to cold < cold. 2. Black vomit < on least motion > rest, lying still. 3. Extreme prostration < motion > rest. NUCLEUS OF REMEDY:
-Constitution – Broken down. -Low form of diseases – yellow fever, carcinoma. -The stomach is the center of affection. -Debility or prostration. -Chilly, icy coldness. -Discharges – black. -Pains – cutting, lancinating, sensation of constriction. -Sensitivity. CLINICAL:
-Corneal opacity, Facial paralysis, Ozaena, Prostration, Stomach carcinoma, Yellow fever, Vomiting. -Its an antidote to Radium brom in case of treatment of carcinoma by radiation, give 1M – Dr. R. B. Das. REMEDY RELATIONSHIPS:
Followed Well By : Alet, Bell, Carb-v, Lob, Nit-ac. Follows Well : Ars, Bell, Ip. Compare : Aeth, Aloe, Ant-t, Ars, Asar, Bry, Colch, Croto-t, Cupr, Hell, Ip, Kali-bi, Kali-chl, Nux-v, Podo, Rhus-t, Sep, Tab, Verat, Zinc. |