Bufo | হস্তমৈথুনের তীব্র ইচ্ছা, সেজন্য নির্জনতা চায়। |
Bufo | সর্বদাই জননেন্দ্রিয়ের উপর হাত দেয়। |
Bufo | ঘ্যান ঘ্যান করে, তারপর কেঁদে উঠে অতঃপর সংজ্ঞাহীন হয়ে পড়ে। |
Bufo | মনে হয় হৃদপিন্ডটা পানিতে বা হাওয়ায় ভাসতেছে। |
Bufo | উজ্জ্বল জিনিসের দিকে তাকাতে পারে না, চোখের উপর ছোট ছোট ফুস্কুড়ি উঠে। |
Bufo | সঙ্গীত এমন কি সামান্য শব্দও অসহ্য। |
Bufo | চর্মে নীচে লাল ডোরা ডোরা দাগ হয়। স্নায়ুতন্ত্র ও চামড়ার উপর কাজ করে। জরায়ুর লক্ষণাবলী বৈশিষ্ট্যপূর্ণ। রক্তদুটির জন্য লসিকাগ্রন্থির প্রদাহ। কাঁপুনি যুক্ত পক্ষাঘাতের লক্ষণাবলী। বৈশিষ্ট্যপূর্ণ বাতজ লক্ষণাবলী। খুবই নিম্নস্তরের কাম প্রবৃত্তির উদ্রেক করে এই ঔষধ। মাদকদ্রব্য গ্রহনের ইচ্ছা তৈরী করে এবং ধবজভঙ্গ উৎপন্ন করে। দুর্বলচিত্তের শিশুদের পক্ষে উপযোগী। অকালবার্ধক্য। মৃগীরোগের লক্ষণাবলী। রাত্রিতে ঘুমের মধ্যে আক্ষেপযুক্ত রোগাক্রমণ। কম-বেশী যৌন সম্বন্ধীয় গোলযোগ সংশ্লিষ্ট অবস্থা এই ঔষধের কার্যাবলীর মধ্যে পড়ে। হাতের আঙ্গুলের আঘাত, যন্ত্রণা বাহুর মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে। মন – স্বাস্থ্য সম্পর্কে আতঙ্ক। দুঃখিত, অস্থির প্রকৃতির। কামড়াবার প্রবৃত্তিযুক্ত। চিৎকার করে থাকে, অধৈর্য। নির্জনতা পছন্দ করে। দুর্বলচিত্ত। মাথা – মাথার উপর দিয়ে উষ্ণ বাষ্প উঠছে এরূপ অনুভূতি। মস্তিষ্কের অবসাদ। মুখমণ্ডল ঘামে ভিজে যায়। নাক দিয়ে রক্তস্রাব তৎসহ মুখমণ্ডল দিয়ে আগুনের ঝলকা বেরোয় ও কপালে যন্ত্রণা, উপশম নাক দিয়ে রক্তস্রাবে। চোখ – উজ্জ্বল বস্তুর দৃশ্য সহ্য করতে পারে না। চোখে ছোট ছোট ফোস্কা তৈরী হয়। কান – সঙ্গীত অসহ্য (এস্ট্রা)। প্রতিটি সামান্য শব্দই কষ্টকর। হৃদপিণ্ড – মনে হয় অনেকটা বড়ো হয়ে গেছে। হৃদকম্প। হৃদপিণ্ডের সংকোচন। মনে হয় হৃদপিণ্ডটি জলের ভিতর ভাসছে। স্ত্রীরোগ – মাসিক ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগেও প্রচুর পরিমানে, অন্যসময় চাপযুক্ত ও রক্তময়, জলের মত প্রদরস্রাব। উত্তেজনা, তৎসহ মৃগী আক্রমণ। মাসিকের সময় মৃগী। স্তনগ্রন্থির কঠিনতা। স্তনের ক্যান্সার রোগে এই ঔষধ সাময়িক আরাম দেয়। ডিম্বাশয়ে ও জরায়ুতে জ্বালা। জরায়ু গ্রীবায় ক্ষত। দূর্গন্ধযুক্ত রক্তস্রাব। যন্ত্রণা পা পর্যন্ত প্রসারিত হয়। রক্ত মিশ্রিত স্তনদুগ্ধ। প্রসবান্তিক পায়ের স্ফীতি। জরায়ুতে কোমল অর্বুদ। পুরুষের রোগ — অনিচ্ছায় শুক্র নির্গমন, ধ্বজভঙ্গ, খুব তাড়াতাড়ি শুক্রপাত, সঙ্গমকালে আক্ষেপ। বাগী। জননেন্দ্রিয়ে হাত দেবার স্বভাব যুক্ত। (হাইয়োস, জিঙ্ক)। হস্তমৈথুনের কুফলসমূহ। অঙ্গ-প্রত্যঙ্গ – কোমরের বেদনা, অঙ্গ-প্রত্যঙ্গের অবসাদ, খিলধরা, চলার সময় টলমল ভাব, মনে হয় একটি গোঁজ সন্ধিগুলির ভিতর ফুটে রয়েছে, অস্থির স্ফীতি। চামড়া – আঙুল হাড়া, যন্ত্রণা বাহুর উপর দিয়ে চলে বেড়ায়। চামড়ার উপর জায়গায়-জায়গায় অনুভূতি শক্তি থাকে না। পুঁজযুক্ত উদ্ভেদ, সামান্য আঘাত পেকে পুঁজযুক্ত হয়। পোড়া-নারাঙ্গা। ফোস্কা ফেটে যায় এবং একটি দগদগে অংশ তৈরী করে এবং এই স্থান থেকে হাজাকর রস নির্গত হয়। হাতের তালুতে ও পায়ের তলায় ফোস্কা সমূহ। চুলকানি ও জ্বালা। কার্বাঙ্কল। সম্বন্ধ – তুলনীয় ও ব্যবাইটাকার্ব, এক্টেরিয়াম, স্যলামণ্ড (মৃগী ও মস্তিষ্কের কোমলতায়)। দোষঘ্ন — ল্যাকেসিস, সেনেগা। পরিপুরক – স্যালাম্যান্ড্রা। কমা-বাড়া – বৃদ্ধি, উষ্ণ ঘরে, জেগে উঠলে। উপশম – স্নানে অথবা ঠাণ্ডা বাতাসে, গরম জলে পা রাখলে। শক্তি – ৬ষ্ঠ শক্তি এবং উচ্চতর। Bufo : Bufo Rana
|