ব্রোমিয়াম BROMIUM [Brom] - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
ব্রোমিয়াম BROMIUM [Brom]

ব্রোমিয়াম BROMIUM [Brom]

Short Description:

Product Description

 


Bromদুর্বল ও সহজেই শরীর গরম হয়ে ঘাম হয়, ঠান্ডা বাতাস সহ্য হয় না।
Brom পানির স্রোত বা বেগে পানি যেতে দেখলে মাথাঘোরে, এমনকি রোগীর পাশ দিয়ে কেউ দ্রুতবেগে চলে গেলেও মাথা ঘোরে।
Brom রোগীর ভয় যেন কিছু লাফ দিয়ে উঠবে অথবা তার পাশে কেউ যেন রয়েছে।
Brom বমিভাব, মাথা ব্যথা ও নানারুপ অস্বাভাবিক উত্তেজনার সাথে হ্রদকম্পন।
Brom দীর্ঘনিশ্বাস নিতে চায় কিন্তু তাতে কাশি হয়, শ্বাস নেয়ার সময় শ্বাসনালীতে ঠাণ্ডা অনুভূতি।
Bromথাইরয়েড, অন্ডোকোষ, নিচের চোয়াল ও গলার গ্রন্থী ফোলা ও পাথরের মত শক্ত।

নীল চোখ, হালকা পাতলা চুল, চোখের ভ্রূ পাতলা, ফরসা, নরম গায়ের চামড়া, সুন্দরী, গালে লাল আভা, গালগলায় গ্লান্ডের অসুখে ভোগে যারা তাদের পক্ষে বিশেষ উপযোগী হলেও অন্যদের ক্ষেত্রেও অপ্রযোজ্য নয় ।

মুখের ওপর যেন মাকড়সার জাল জড়িয়ে আছে এই রকম মনে হয় (ব্যারা-কার্ব, বোরাক্স, গ্রাফাই)।

নাকের পাখনা ওঠানামা করে (এ-টার্ট, লাইকো)।

সমুদ্রতীরে ফিরে আসলে নাবিকদের হাঁপানি শুরু হয় ।

গ্ল্যান্ড বিশেষতঃ নীচের চোয়ালের ও গলার (থাইরয়েড, সাব-ম্যাক্সিলারী, প্যারোটিড ও অন্ডকোষে দুটি) গলায় গ্ল্যান্ডফোলা রোগেও টিউবারকুলার দোষে শক্ত হয় ও ফুলে যায় ।

ডিপথেরিয়া রোগে যেখানে ফ্যারিংক্স-এর কৃত্রিমঝিল্লী তৈরী হয় ও শ্বাসনালী কণ্ঠনালী বা স্বরযন্ত্রে শুরু হয়ে উপরদিকে বাড়তে থাকে; বুকের ব্যথা ওপরদিকে ঠেলে ওঠে।

ঝিল্লীযুক্ত ডিপথেরিয়া রোগে এরূপ কাশি—কাশির সময় অত্যন্ত ঘড়ঘড়ে শব্দ কিন্তু গলা ভাঙা থাকে না (যেমনটি হিপারে হয়); [কাশি তরল অথচ কাশলে শ্লেষ্মা ওঠে না—এ-টার্ট] ।

হুপিং কাশিতে গলাভাঙা সহ ক্রুপ কাশির লক্ষণ থাকে। রোগী শ্বাস নেবার জন্য হাঁপাতে থাকে।

শ্বাস নিতে কষ্ট : গভীরভাবে শ্বাস নিতে পারে না মনে হয় স্পঞ্জের মধ্য দিয়ে শ্বাস নিতে হচ্ছে, বা শ্বাসনালী ধোঁয়ায় বা গন্ধকের গন্ধে ভরে আছে। গলায় ঘড়ঘড় শব্দ, করাত চেরার মত শব্দ, স্বরযন্ত্রে শ্লেম্মা জমে শ্বাস বন্ধ হওয়ার আশঙ্কা হয় (বায়ুনলীতে ঐরূপ হলে—এ-টার্ট)।

বাড়ন্ত বাচ্চাদের ব্যায়াম করে হৃৎপিন্ড বড় হয়ে যায় (যুবতী মেয়েদের হাল্কা ব্যায়াম করে ঐরূপ হলে কষ্টি)।

ফাইসোমেট্রা—যোনিপথ দিয়ে জোর শব্দে হাওয়া বার হয় (লাইকো), ছেড়া ছেড়া পর্দার মত স্রাবযুক্ত কষ্টরজঃ (ল্যাক-কা)।

শ্বাস নিলে স্বর যন্ত্রের মধ্যে ঠান্ডা অনুভব হয় ।(রাস, সালফ) এইভাব দাড়ি গোঁফ কামালে কমে। (দাড়ি গোঁফ কামালে বাড়ে-কার্ব-এনি) ।

সম্বন্ধ – কুপ বা ক্রুপের মত রোগে ক্লোরাল, হিপার, আওডি, স্পঞ্জিয়ার সমগুণ।

শক্ত গলগন্ড রোগে আয়োডিনাম ব্যর্থ হয়েও এ ওষুধে আরোগ্য হয়েছে। ক্রুপরোগে আয়ডি, ফস, হিপার, স্পঞ্জিয়া ব্যর্থ হয়ে বিশেষতঃ আয়োডামে রোগ বেড়ে গেলে ব্রোমিয়া আরোগ্য করেছে।

ব্রোমিয়ম ও আয়োডামের প্রধান পার্থক্য হল নীল চোখ যাদের তাদের ক্ষেত্রে ব্রোমিন ও কাল চোখ যাদের তাদের আয়োডাম আরোগ্য করে (হেরিং)।

শক্তি – ৬, ৩০, ২০০।

ডিপথেরিয়া – তরুণ ছোঁয়াচে রোগ। উৎপত্তি – করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমনে। যা শরীরে বিষাক্ততা আনে, গলায় শ্লৈষ্মিক ঝিল্লীতে কৃত্রিম পর্দা সৃষ্টি করে বা প্রথমে ধূসর রঙ ও পরে রোগ বাড়লে বাদামী রঙের হয়। আক্রান্ত অংশের চারপাশে তীব্র রক্তাধিক্য হয়। এই অবস্থাকে বাক্কাল ডিপথেরিয়াও বলা হয় ।

এই বিষে হৃৎপিন্ড ও নার্ভের টিস্যু বা তন্তুগুলি নষ্ট করে দেয়। খেতে, পান করতে, শ্বাস নিতে কষ্ট হয় । অচিকিৎসায় হার্ট ও কিডনীর কার্যক্ষমতা নষ্ট হয়ে রোগী মারা যেতে পারে। এই রোগে নাড়ী ধীরে চললে হৃৎপিন্ডের নির্জিবতা বা প্যারালিসিস হতে যাচ্ছে বুঝতে হবে।

[ফলিকিউলার টানসিলাইটিস ও ডিপথেরিয়ার পার্থক্য-]

(১) হলদে ধূসর রঙের ছোপা। ছোপ গর্ত গর্ত দাগ হয় ।

(২) সহজেই উঠিয়ে ফেলা যায় ।

(৩) শুধু টনসিল আক্রান্ত হয় ।

(৪) ষ্ট্রেপটোকক্কাস্ সংক্রমনে ।

(১) ধূসর ছাইরঙের একটিই চাপ, ছোপ। ছোপ থাকে না।

(২) উঠানো কষ্ট, জোর করলে রক্ত বার হয়।

(৩) টনসিল আক্রান্ত হয় ও চারপাশেও ছড়াতে পারে ।

(৪) করিনেব্যাকটেরিয়াম ডিপথেরী ব্যাকটেরিয়ার সংক্রমন হয়ে ।

Brom : Bromium
Swelling, induration and stony hardness of glands.Summer complaints > at sea. Asthma in sailors which is aggravated on leaving the sea.
FAMILY:

Halogen group.


A/F:

-Complaints from becoming over heated.

-Chilled when hot.

-Too much clothing.

-Damp, warm weather (of spring, summer, autumn).

-Effects of sea side.


MODALITIES:

< Dust

< Warmth

< Overheating

< Shore

< Wrapped up

< Chilled when hot

< Lying on left side

< Sea bathing

< When at rest

< Warm room

< From evening until midnight

> Nose bleed (Vertigo, head, chest)

> At sea

> Shaving

> From any motion

> Exercise

> Riding on horse back


MIND:

-Anxious apprehensiveness, with great depression of spirits.

-Expects to see things jump around the floor as if someone were behind him.


GUIDING INDICATIONS:

-Suited to blue-eyed, fair people, especially children with thin, white, delicate skin, very light hair and eyebrows. SCROFULOUS CONSTITUTIONS.

-LEFT SIDED REMEDY -breast, throat, ovary, headache, left sided mumps. (Exception -affection of right lung).

-Tendency to infiltrate GLANDS, become enlarged, hard but seldom suppurate. Parotid, thyroid, ovaries and mammary glands – swollen and indurated.

-WEAK and EASILY OVERHEATED, THEN SWEATY and SENSITIVE TO DRAFTS.

-Continued yawning and drowsiness with respiratory troubles.

-Respiratory system-Dry CROUPY cough with hoarseness, with rattling of mucus in larynx.

-LARYNGEAL DIPHTHERIA – membrane formation occurs in larynx, spreading upwards.

-Colds start in larynx, go upwards (Merc, Sep) and downwards.

-ASCENDING COLDS.

-COLD sensation in larynx when inspiring (Rhus-t, Sulph) >AFTER SHAVING (worse after shaving – Carbo-an).

-Every inspiration provokes cough.

-Spasms of glottis.

-Asthma, INSPIRATION VERY DIFFICULT (Iod) Chlorum- difficulty in exhaling).

-ASTHMA OF SAILORS GOING ASHORE > when they go to sea again [Clarke -> at seaside is the rule, case of sailors being exception].

-Nose bleed accompanies many affections, especially of chest.

-Endocrines-Hard GOITRE (Spong).

-Even a small goitre oppresses.

-G.I.T.-PILES -Bleed intensely, painful < application of cold or warm water > wetting part with saliva.

-Loud emissions of air (noisy flatus) from vagina.

-Extremities-ICY COLDNESS of forearms.

-Hands cold and moist.


KEYNOTES:

1. Asthma of sea faring men when they come to land > AT SEA.

2. Membranous formation occurs in larynx, then runs upwards to fauces.

3. Cold sensation in larynx when inspiring > after shaving.


NUCLEUS OF REMEDY:

– Left sided affections.

– Scrofulous children with enlarged glands.

– > at sea.

– Laryngeal diphtheria with membrane formation in larynx spreading upwards.

– Weak and easily overheated, then extremely sensitive to cold.


CONFIRMATORY SYMPTOMS:

1. Left sided.

2. Ascending complaints.


CLINICAL:

-Acne, Adenopathy, Asthma, Croup, Diphtheria, Glandular indurations, Goitre, Laryngitis, Laryngospasm, Ovarian cysts, Pharyngitis, Rhinitis, Tonsillitis, Tumours.

-Hoarseness caused by weeping.


REMEDY RELATIONSHIPS:

Follows Well : Arg-n, Kali-c.

Compare : Iod, Spong.

Similar : Ant-t, Apis, Arg-n, Ars, Bell, Bor, Caust, Cina, Cinch, Coff, Con, Cupr, Fl-ac, Hep, Iod, Lach, Lyc, Merc, Phos, Rhus-t, Sep, Spong, Sulph.

Antidoted By : Am-c, Camph, Mag-c, Op.

Duration Of Action : 20-30 Days.