Bov | শুধু রাতে ঋতুস্রাব হয়, ঋতুস্রাবের সময়ে ও পূর্বে ডাইরিয়া। |
Bov | ছুরি, কাঁচি ইত্যাদি ব্যাবহার করলে আঙ্গুলে গভীর দাগ পড়ে। |
Bov | বগলের ঘামে পেঁয়াজের মত দুর্গন্ধ। |
Bov | হাত, পা ও গাঁটে অত্যন্ত দুর্বলতা, হাত হতে জিনিস পত্র সহজেই পড়ে যায়। |
Bov | লাল প্রস্রাবের সহিত পেটের শূল বেদনা, খাবার খেলে উপশম। |
Bov | ত্রিকাস্থির (coccyx) ডগায় ভয়ানক চুলকানি, চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায়। যারা শুকনো বা ভেজা ভেজা দাদের অসুখে ভোগে তাদের ক্ষেত্রে উপযোগী। যে সব অবিবাহিতা স্ত্রীলোকদের বুক ধড়ফড় করে । যে শিশু তোতলা তাদের পক্ষে উপযোগী (ষ্ট্র্যামো)। যে ক্ষেত্রে নাক ও শরীরের সমস্ত শ্লৈষ্মিক ঝিল্লী হতে অত্যন্ত চটচটে দড়ির মত ও টানলে লম্বা হয় এমন স্রাব বার হয় সে ক্ষেত্রে (কেলি-বা)। ভোতা যন্ত্র, কাচি, ছুরি ব্যবহার করলে যে অংশ কাজে লাগে এমন জায়গায় গভীর দাগ পড়ে যায় যাদের তাদের উপযোগী। কোমরে আটোসাটোভাবে কাপড় পরতে পারে না (ক্যাল্কে-কা, ল্যাকে, সালফ)। বগলের ঘামে পেঁয়াজের গন্ধ ছাড়ে যাদের । দাঁত তুলে ফেললে তা থেকে রক্ত পড়ে (হেমামে); ক্ষত হতে রক্ত পড়ে, নাক দিয়ে রক্ত পড়ে। সন্ধিগুলোতে অত্যন্ত দুর্বলতা ও হাতে পায়ে ক্লান্তিভাব । অপটু হাত থেকে জিনিষপত্র পড়ে যায় (এপিস), হাতে কোন জোর পায় না সেজন্য জিনিষপত্র পড়ে যায়। ঋতুস্রাব – শুধু রাতে হয়, দিনে হয় না (ম্যাগ-কা) [কেবল দিনে হয়, শুলে বন্ধ থাকে- ক্যাকটাস, কষ্টি, লিলি-টি]; ঋতুস্রাবের আগে ও ঐ সময় উদরাময় (এমন-কা); ঋতুর মাঝে কয়েকদিন বাদে বাদে রক্তস্রাব হয় (বোরাক্স); প্রতি দু-সপ্তাহ বাদে বাদে কালচে ও চাপবাধা রক্তস্রাব সাথে নীচের দিকে ঠেলামারা ব্যথা (সিপিয়া)। ককসিক্স-এর একদম শেষে ভীষণ চুলকায়, চুলকাতে চুলকাতে ঐস্থান হেজে যায় ও সেখানে ঘা হয় । সম্বন্ধ – অনিয়মিত ঋতুস্রাব লক্ষণে—এমন-কা, বেল, ক্যাঙ্কে-কা, ম্যাগসা, সিপিয়া তুলনীয় । আলকাতরা লেগে তার কুফলে ও কোন গ্যাস হতে শ্বাসকষ্ট হলে বোভিষ্টা সেই দোষ নষ্ট করে। পুরানো আমবাতে রাস- টক্স নির্দিষ্ট হয়েও প্রয়োগে কাজ না হলে বোভিষ্টা উপযোগী । শক্তি-৩০, ২০০। (Urticaria বা আমবাত—রক্তবাহী শিরায় প্রতিক্রিয়াবশতঃ চামড়ায় এক ধরনের ফ্যাকাসে লালচে চাকাচাকা উদ্ভেদ দেখা দেয় যাতে অত্যন্ত জ্বালা ও চুলকানি থাকে) লক্ষণ – হঠাৎ ঐভাব দেখা দেয় ও চুলকাতে থাকে । কারণ – বাইরের উত্তেজক কোন কিছুর সংস্পর্শে যেমন খাদ্যে, পোকামাকড়ের কামড়ে, সিরামঘটিত দুর্বলতায়, পোলেন এর সংস্পর্শে, ওষুধে ও স্নায়বিক কারণে দেখা যায়। আঃ একোয়াজেনিক—সাধারণ জল হতে। আঃ কোন্ড ঠান্ডা লেগে বা শীত কালে। আঃ ফ্যাক্টিসিয়া–চামড়ায় অল্প উত্তেজক দ্রব্যের সংস্পর্শে। আঃ হেমোরেজিকা— কোন ক্ষতে রক্ত দূষিত হয়ে। আঃ মেরিটিমা- লবণমিশ্রিত জলে স্নান করে যথা সমুদ্রে। আঃ মেডিকামেনটোসা কিছু নির্দিষ্ট ওষুধ খেয়ে। আঃ সোলারিস- সূর্যতাপে । Bov : Bovista
|