Bor | চঞ্চলচিত্ত, সহজে ভীত, অল্পতেই কাতর। |
Bor | নিম্নগতিতে ভয়, শিশুকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করলে শিশু তাকে জড়িয়ে ধরে ও কেঁদে উঠে, ঘুমন্ত শিশুকে শোয়াতে গেলে চমকে উঠে। |
Bor | স্তন্যপান করবার সময়, পায়খানা ও প্রস্রাব করবার পূর্বে শিশু কান্না করে। |
Bor | সামান্য শব্দ, এমন কি দূরের শব্দ শুনে রোগী চমকে উঠে। |
Bor | কোন কাজ করার সময় উক্ত কাজের বিষয়ে চিন্তা করলে বমিভাব হয়। |
Bor | মুখের ভিতর সাদা প্রলেপ, ক্ষত ও উত্তাপ, মুখের ঘায়ের জন্য শিশু স্তন্যপান করতে চায় না। প্রায় সব অসুখেই নিচের দিকে নামতে ভয় পায়। নীচে নামতে ভীষণ উদ্বেগ—শিশুকে বিছানায় বা দোলনায় শোয়াতে গেলে কেঁদে ওঠে ও ধাত্রীকে জড়িয়ে ধরে। দোল দিয়ে নাচালে, এদিকে ওদিক দোলালে, সিঁড়ি দিয়ে নীচে নামলে, পাহাড় হতে দ্রুত নীচে নামতে গেলে, ঘোড়ার পিঠে চড়ালে ভয় পায় (স্যানিকি-তুলনীয়) শিশু হঠাৎ জেগে উঠে চিৎকার করতে থাকে, দোলনার পাশে চেপে ধরে কোন কারণ খুঁজে পাওয়া যায় না (এপিস, সিনা, ষ্ট্র্যামো)। অত্যন্ত স্নায়বিক সামান্য গোলমালে, তীব্র শব্দে, কাশিঁ, হাঁচি, কান্নার শব্দে, দেশলাই জ্বালানোর শব্দেও সহজেই ভয় পায় (আসারাম, ক্যালেডি)। চুলে গন্ধ, জটা বাঁধে, চুলের ডগা চিরে যায়, জট পাকিয়ে যায়, চুলের জটা কাটলেও আবার জটা বাঁধে চিরুণী দিয়ে মসৃণভাবে আচড়ান যায় না (এসি-ফ্লু, লাইকো, সোরিন, টিউবার)। চোখের পাতায় শুকনো আঠার মত পিচুটিতে ভরা থাকে। সকালে চোখ জুড়ে যায়, চোখের কোণাগুলো বেঁকে ভিতর দিকে ঢুকে আসে তাতে চোখে প্রদাহ হয় বিশেষতঃ চোখের বাইরের কোণের প্রদাহ হয়, চুল উসকো-খুসকো হয়ে থাকে । নাকে মামাড় পড়ে, প্রদাহ হয়, নাকের ডগা চকচকে লালবর্ণ হয়। অল্পবয়সী মেয়েদের নাক লাল হওয়া রোগে। ডানদিকের নাক বন্ধ বা প্রথমে ডানদিক পরে বাঁদিক বন্ধ হয় সাথে সবসময় নাক ঝাড়ার প্রবৃত্তি (এমন-কা, ল্যাক-ক্যা, ম্যাগ-মি)। জাড়ীঘা- মুখে, জিবের উপর, গালের ভিতর-খাওয়ার সময় বা স্পর্শ করলে সহজেই রক্ত বার হয়—তাতে শিশুর স্তন্যপানে কষ্ট হয় সাথে মুখের ভিতর গরমভাব, মুখ শুকনো ও পিপাসা থাকে (আর্স)। জিব ফাটাফাটা রক্ত বার হয় (অরাম); দাঁত ওঠার সময় লালাস্রাব হয়। জাড়ী ঘা হতে মুখে ঘা হয় যা স্পর্শে, লবণাক্ত বা টক খেলে বাড়ে; বৃদ্ধদের মুখে ঘা, কখনো কখনো দাঁতের মাড়িতে ঘা হয় (এলুমেন)। শিশুদের বারে বারে প্রস্রাব, প্রস্রাবের আগে কেঁদে ওঠে (লাইকো, স্যানিকি, সার্সা)। শ্বেতপ্রদর – প্রচুর, ডিমের সাদা অংশের মত, শ্বেতসারের মত। মনে হয় যেন কিছুটা গরম জল বের হল এই রকম অনুভূতি, দুই ঋতুর মাঝে দু-সপ্তাহ ধরে প্রদরস্রাব (বোভিষ্টা, কোণি তুলনীয়)। রোগীর চামড়া অস্বাস্থ্যকর— সামান্য আঘাতে পেকে ওঠে (ক্যালেন্ডু, হিপার, মার্ক, সাইলি)। সম্বন্ধ— ক্যাল্ক-কা, সোরিন, স্যানিকি, সালফের পর ভাল খাটে। বোরাক্সের পর আর্স, ব্রায়ো, লাইকো, ফস, সাইলি ভাল খাটে । এসেটিক-এ, ভিনিগার ও মদের সাথে শত্রু সম্বন্ধ = এদের আগে বা পরে ব্যবহার করা উচিৎ নয়। বাড়ে – নিম্নগতিতে, হঠাৎ সামান্য শব্দে, ধূমপানে যা থেকে উদরাময় হতে পারে, ভিজে ঠান্ডা হাওয়াতে, প্রস্রাবের আগে। কমে – চাপ দিলে, যে দিকে ব্যথা সেই দিক চেপে রাখলে । শক্তি – ৬, ৩০, ২০০ হতে উচ্চশক্তি । (এ্যাপথা বা জাড়ী ঘা— মুখের শ্লৈষ্মিক ঝিল্লীতে ছোট ছোট ঘা যেমন থ্রাস রোগে ।এ-দুপ্রকার। (A) এ্যাপথা বেডনার‘স্-বাচ্চাদের মুখে শক্ত তালুতে সাদা সাদা ঘা। (B) এ্যাপথা ক্যাচেকটিক- জিবের তলায় ঘা, ধাতুগত রোগে সাধারণতঃ দেখা যায়।) Bor : Borax Veneta
|