Blatta | হাঁপানি রোগে ব্লাটা একটি উৎকৃষ্ট ঔষধ, হাপানির টান উঠলে ব্লাটার নিম্নশক্তি ঘন ঘন প্রয়োগ করলে উপকার পাওয়া যায়, টান কমে গেলে, যখন সামান্য শ্বাসকষ্ট ও সাই সাই শব্দ হয় তখন অপেক্ষাকৃত উচ্চ শক্তি প্রয়োগে সুফল পাওয়া যায়। |
Blatta | এপিস, এপোসাইনাম ও ডিজিটালিসে যখন কোন ফল পাওয়া না তখন ব্লাটা ব্যবহারে উপকার পাওয়া যায়। |
Blatta | অতিরিক্ত শ্বাসকষ্ট সহ যক্ষ্ণা রোগে উপকারি। হাঁপানী রোগের একটি ঔষধ। বিশেষ করে যেখানে হাঁপানীর সঙ্গে ব্রঙ্কাইটিস থাকে যেক্ষেত্রে আর্সেনিক পুরোপুরি কাজ করতে পারে না সেখানে নির্দেশিত হয়। যক্ষ্মা ও ব্রঙ্কাইটিসে কাশি তৎসহ শ্বাসকষ্ট। বলিষ্ঠ ও মোটা চেহারার ব্যক্তির উপর ভালো কাজ করে। প্রচুর পুঁজের মত শ্লেষ্মা। শক্তি – রোগাক্রমণকালে নিম্নতর শক্তি। আক্ষেপিক অবস্থার পরে, অবশিষ্ট কাশি জন্য উচ্চতর শক্তি কার্যকরী। উন্নতি দেখা দেবার সঙ্গে সঙ্গে ঔষধ বন্ধ করা হবে, নতুবা রোগ লক্ষণের বৃদ্ধি দেখা দেয়। Blatta : Blatta Orientalis
|