Bism | নির্জনে একা থাকতে পারে না, সঙ্গী চায়, শিশু মায়ের হাত ধরে থাকে। |
Bism | উৎকন্ঠা ও অস্থিরতা, কখন বসে কখন বেড়ায় কখনওবা শোয়, স্থির থাকতে পারে না। |
Bism | মাথার অসুস্থতার সঙ্গে পাকাশয়ে ব্যথা অথবা পর্যায়ক্রমে পাকাশয় শূল ও মাথার অসুস্থতা। |
Bism | মুখমণ্ডল মড়ার মত পাংশু দেখায় ও চোখের চারিদিকে কালিমা পড়ে। |
Bism | জল পান করা মাত্রই বমি হয়ে যায়, কিন্তু খাদ্যদ্রব্য কিছুক্ষণ পেটে থাকে। |
Bism | আহারের পর পাকস্থলীর কোন নির্দিষ্ট স্থানে চাপ বোধ ও পর্যায়ক্রমে জ্বালা অনুভূত হয়। নির্জনতা অসহ্য, লোকজনের সঙ্গ পছন্দ করে। শিশু মায়ের সঙ্গ চায় মায়ের হাত ধরে চলতে চায় (কেলি-কা, লিলি-টি, লাইকো)। ভীষণ বিরক্তিভাব—একবার বসে একবার হাঁটে, একবার শোয় এক জায়গায় বেশীক্ষণ থাকতে পারে না । প্রতিবছর শীতে মাথা যন্ত্রণা ফিরে আসে, পেট বেদনার সাথে পাল্টাপাল্টি করে বা একই সাথে । মুখ — মড়ার মত ফ্যাকাশে, চোখের চারপাশে নীল কালিমা, দাঁতব্যথা— ঠান্ডা জল মুখে রাখলে উপশম হয় (ব্রায়ো, কফিয়া, পালস্)। বমি – জল পাকস্থলীতে পৌঁছাইলেই বমি হয়ে যায় কিন্তু খাদ্যদ্রব্য অনেকক্ষণ থাকে (জল ও খাদ্যদ্রব্য দুই বমি হয়ে উঠে আসে-আর্স); কয়েকদিন বাদে বাদে যখন খাদ্যদ্রব্যে পাকস্থলী ভর্তি হয়ে আসে তখন এক সাথে প্রচুর পরিমাণে বমি করে—তরলদ্রব্য কিন্তু পেটে গেলেই বমি করে ফেলে, মলত্যাগ করে মলে দুর্গন্ধ। (জলের মত তরল মল-ভিরেট্রাম)। পেট অপারেশনের পর হেঁচকি তোলা ও যন্ত্রণাদায়ক ওয়াক ওয়াক করতে থাকে (নাক্স, ষ্ট্যাফিস)। পাকস্থলী – কোন একটি নির্দিষ্ট স্থানে যেন ভারী কিছু চাপান আছে এইরকম চাপবোধ-সাথে পর্যায়ক্রমে জ্বালা, খিঁচে ধরার মত আক্ষেপজনক ব্যথা ঐসাথে বুক জ্বালা ও মুখ বেয়ে (গলা বেয়ে) জল উঠে আসে। উদরাময়যুক্ত কলেরা বা গরমের দিনে পেট খারাপ বমির প্রাধান্য বেশী, মলে পচা দুর্গন্ধ, আঠা আঠা মত, জলের মত—ভীষণ অবসাদ আনে (আর্স, ভিরেট্রাম) । শক্তি – ৬, ৩০। Bism : Bismuthum Subnitricum
|