Berb | জ্বালাযুক্ত, হুলফোটানোর মত সূচফোটানোর মত, ছিড়ে যাওয়ার মত ব্যথা। |
Berb | এক জায়গায় ব্যথা আরম্ভ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, কোন নির্দিষ্ট দিকে ছড়িয়ে পড়ে না। |
Berb | বাম কিডনী রিজনে ব্যথার সহিত কিডনীতে বুদবুদ উঠার অনুভূতি। |
Berb | মূত্র ঘোর লালচে ও গাঢ় শ্লেষ্মাময়, ময়দা গোলার মত তলানি। |
Berb | দিনে ও আহারের পরে অত্যন্ত নিদ্রালুতা। |
Berb | মাথায় যেন একটি টাইট করে টুপি পরানো আছে এমন অনুভূতি। এ ওষুধে মূত্রগ্রন্থি ও মূত্রাশয় সংক্রান্ত লক্ষণগুলোই প্রধান। পিঠের নীচে ও কোমরে সন্ধিস্থলের দু’পাশে ব্যথা; মূত্রগ্রন্থি স্থানে অত্যন্ত স্পর্শকাতরতা—এই ভাব বসলে ও শোয়া অবস্থায় বাড়ে, ঝাঁকি লাগলে ও পরিশ্রমে ক্লান্ত হলে বাড়ে । কিডনীস্থানে জ্বালা ও ক্ষতবোধ । কিডনীস্থানে, কোমরে অসাড়ভাব, আড়ষ্টভাব, খুঁড়িয়ে হাঁটে সাথে চাপ দেওয়া মত ব্যথা । মুখ ফ্যাকাশে, মাটির মত রঙ, গাল বলে যায় ও চোখের চারপাশে নীলচে কালিমা । মূত্রযন্ত্রের রোগের সাথে বাত বা গিঁট বাত জনিত রোগ । পিত্তথলীতে পাথর হয়ে শূলব্যথা। পিত্তরোগে ব্যথা – সাথে জন্ডিসরোগ। মল কাদার মত ভগন্দর সাথে পিত্তরোগের লক্ষণ, মলদ্বার চুলকায়। ফিস্টুলা বা ভগন্দর অপারেশনের পরে খুসখুসে কাশিঁসহ বুকের অসুখে (ক্যাল-ফস, সাইলি) প্রযোজ্য । সূঁচ ফোটানো, কেটে ফেলার মত ব্যথা, যা বা কিডনী হতে মত্রবাহী নলের মধ্য দিয়ে মূত্রাধার ও মূত্রপথ অবধি যায় (ট্যাবাকাম) [ডান কিডনী হতে ব্যথা শুরু-লাইকো।] কিডনীতে ব্যথা—বাঁ দিকে বেশী (ট্যাবাকাম), (ঐ ব্যথা যে কোন দিক হতে শুরু ও সাথে বারে বারে প্রস্রাবের বেগ ও মূত্রত্যাগে কষ্ট থাকলে ক্যান্থারিস) । কিডনীস্থানে জলে বুদবুদ ওঠার মত বুজবুজ করে (মেডো) । প্রস্রাব – সবজে, রক্তের মত লাল, সাথে ঘন ও হড়হড়ে শ্লেষ্মাভাব, লালচে বা জেলির মত তলানি থাকে । মূত্রসংক্রান্ত লক্ষণ নড়াচড়ায় দেখা দেয় বা বাড়ে । সম্বন্ধ — কিডনীপ্রদেশে ব্যথায় ক্যান্থা, লাইকো, সার্সাপ, ট্যাবাকামের সমগুণ । বাতরোগে আর্নিকা, ব্রায়ো, কেলি-বাই, রাস-ট, সালফের পর ভাল কাজ দেয় । বৃদ্ধি — নড়াচড়ায়, হাঁটাচলায়, গাড়ীতে চড়লে বা যে কোন রকম ঝাঁকনি লাগলে । শক্তি – ৩x, ৩০, ২০০। (ফিশ্চুলা বা ভগন্দর—দেহে অস্বাভাবিক কোন পাইপের মত পথ-জন্মগত ভাবে সঠিকভাবে দেহের পরিবর্তন না হয়ে পাইপের মত কোন অংশ জোড়া না লাগা, ফোঁড়া হয়ে, আঘাত লেগে ও প্রদাহযুক্ত অসুখ থেকে হয় । এক্ষেত্রে ফিশ্চুলা অ্যানাল যা গুহ্যদ্বারের কাছে হয়ে থাকে ।এক্ষেত্রে অবিরত রস ঝরতে থাকে। মলত্যাগে ভীষণ কষ্ট, ভয়ে রোগী মলত্যাগ করতে চায় না) Berb : Berberis Vulgaris
|