বেনজোয়িকাম অ্যাসিডাম BENZOICUM ACID [Benz-ac] - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
বেনজোয়িকাম অ্যাসিডাম BENZOICUM ACID [Benz-ac]

বেনজোয়িকাম অ্যাসিডাম BENZOICUM ACID [Benz-ac]

Short Description:

Product Description

 


Benz-acগ্যাঁটে বাত আক্রান্ত স্থান হঠাৎ পরিবর্তন করে হৃদপিন্ড আক্রমন করে, অথবা মূত্রের লক্ষণ প্রকাশ পেলে বাত থাকে না।
Benz-ac রোগীর গায়ে মূত্রের গন্ধ, খড় পচা পানির মত গাঢ়বর্ণের মূত্র, পরিমাণে কম।
Benz-ac মূত্রে তীব্র গন্ধ, ঘোড়ার চোনার মত তীব্র গন্ধ, রোগী নিজে এ গন্ধ টের পায়না।
Benz-ac সাবানের ফেনার মত প্রচুর সাদা মল, মলে মূত্রের মত ঝাঁঝাল গন্ধ।
Benz-ac অধিকাংশ রোগ বাম দিকে আরম্ভ হয় কিন্ত সময় সময় ডানদিকে আসে।
Benz-acক্যালকেরিয়া কার্বের মত পা ঠান্ডা ও ভিজা ভিজা।

গণোরিয়া ও সিফিলিস গ্রস্ত রোগীর গেঁটে বাত ও বাতগ্রস্ত অবস্থা। গিঁটবাতে এ্যাসিড জমে ঢিবলীমত ফুলে ওঠে। বাতের ব্যথা চলেফিরে বেড়ায়, সমস্ত সন্ধিই আক্রান্ত হয় বিশেষতঃ হাঁটু দুটি। চলতে গেলে হাঁটুতে কটকট করে শব্দ হয়। গিটগুলি শক্ত হয়ে ফুলে যায় (বার্বেরিস, লিথি-কা, লাইসিন)।

প্রস্রাবে গাঢ় বাদামি রঙ ও গন্ধ ভীষণ তীব্র ।

দুর্বল শিশুদের রাত্রে বিছানায় প্রস্রাব; বৃদ্ধ, যাদের প্রষ্টেট গ্রন্থি বাড়ে তাদের ফোঁটা ফোঁটা প্রস্রাব। দুর্গন্ধ থাকে ।মূত্র পরীক্ষায় ইউরিক এ্যাসিডের বৃদ্ধি দেখা যায় ।

গণোরিয়া স্রাব বন্ধ হয়ে মূত্রপথে স্রাব ।

শিশুদের উদরাময় – মল সাদা, ভীষণ দুর্গন্ধ, দুর্বল হয়ে পড়ে। তরল মল, মলপাত্রের মধ্য দিয়ে মল গড়িয়ে পড়ে (পডো); প্রস্রাবে অত্যন্ত দুর্গন্ধ গাঢ় লালবর্ণ ।

কাশিঁ – সবুজ শ্লেষ্মা ওঠে (নেট্রাম-সা); অত্যন্ত ক্লান্তিভাব ও অবসন্নতা ।

বেদনা – ছিঁড়ে ফেলা মত, যেন সূঁচ ফোটানো হয়েছে পায়ের বুড়ো আঙ্গুলে, বড় বড় সন্ধিগুলিতে; সন্ধিগুলি লাল হয় ও ফুলে যায়; গিঁটবেদনা রাতে বাড়ে ।

সম্বন্ধ — নাইট্রেট অব পটাশ প্রয়োগে কাজ না হলে বিশেষতঃ শয্যামূত্র রোগে কোপেইবা, নাইটার, ফেরাম ও থুজার সমগুণ বাত বেদনায় বার্বেরিস, লিথিয়ম- এর সমগুণ। বাতরোগে কলচিকম ব্যর্থ হলে কোপেইবার অপব্যবহারে গনোরিয়া স্রাব বন্ধ হলে ব্যবহার্য ।

বিরুদ্ধভাব – মদের সাথে, যা খেলে মূত্র সম্বন্ধীয় ও গিটবাত এবং সাধারণ বাতের উপসর্গ বাড়ে ।

শক্তি – ৩, ৬, ২০০ হতে উচ্চশক্তি ।

গণোরিয়া — ছোঁয়াচে রোগ, যৌনাঙ্গের মিউকাস মেমব্রেনের প্রদাহ হয়ে সাব। ছেলে ও মেয়ে উভয়েরই হতে পারে । এই রোগে শরীরের অন্যান্য অঙ্গ, যেমন—হৃৎপিন্ড, চোখে কনজাংকটিভা, মুখের ভিতর শ্লৈষ্মিক ঝিল্লী, রেক্টাম ও সন্ধিগুলো আক্রান্ত হতে পারে। মেয়েদের মূত্রথলী, যোনিও, যৌনাঙ্গের গ্ল্যাভ, ভগদ্বার, জরায়ু, বার্থোলীন গ্ল্যান্ড বা ফ্যালোপিয়ন টিউব আক্রান্ত হতে পারে ।

লক্ষণ – পুরুষের লিঙ্গ হতে পুঁজ রক্ত মেশানো স্রাব, মূত্রথলীতে প্রদাহ, প্রষ্টেট গ্ল্যান্ড আক্রান্ত হতে পারে । প্রস্রাব ধীরে ধীরে, কষ্টকর ও বেদনাদায়ক। কখনও লিঙ্গ বেদনাদায়ক শক্ত হয়ে থাকে। মেয়েদের যোনিদ্বার হতে ঐরূপ : স্রাব, যন্ত্রণাপূর্ণ, বারে বারে প্রস্রাব। তলপেটে যন্ত্রণা, বার্থোলিন গ্ল্যান্ডের স্থানে। ছোয়া লাগান যায় না। পেলভিক বা বস্তি দেশে তরুণ প্রদাহ।

উত্তেজক কারণ – নেইসেরিয়া গণোরি নামক গণোকক্কাস জীবাণুর সংক্রমন । রক্তের সেরো কালচারে ধরা পড়ে ।

রোগ পুরানো হলে প্রষ্টেটাইটিস, এপিডিডাইমাইটিস, অৰ্কাইটিস, সিষ্টাইটিস, আর্থাইটিস্ ও এন্ডোকার্ডাইটিস হতে পারে ।

Benz-ac : Benzoicum Acidum
Arthritis, gout.Concentrated, offensive, brown urine with sediments
COMMON NAME:

Gum Benzoic


SOURCE:

Obtained by sublimation from GUM BENZOIN or artificially from several aromatic hydrocarbons.


A/F:

– Gouty, rheumatic diathesis engrafted on a gonorrhoeal or syphilitic patient.


MODALITIES:

< Open air

< Cold

< Changing weather

< Motion

< Uncovering

> Heat

> Profuse urination

> Discharging sediments in urine


MIND:

-Prone to dwell on unpleasant things in past.

-Omits words in writing.

-Depression.

-Child cross, wants to be held in the arms, will not be laid down.

-Shudders if he sees anyone deformed, fear following hurry.

-Anxiety while sitting.

-Delusion, hears confused voices < swallowing or walking in open air.

-Dwells on past disagreeable occurrences.


GUIDING INDICATIONS:

-A remedy for uric acid diathesis. Patient gives out a strong urinous odour.

-Pains suddenly change their location but are mostly felt in the region of heart or they alternate with urinary symptoms.

-Changing, alternating and metastasising symptoms of gout.

-Heart condition alternates or results from suppressed rheumatism.

-Symptoms appear on left side first and then on the right side.

-Urine is highly coloured, very offensive with gouty symptoms.

-Concomitant to any disease condition is highly intensified odour of urine. Smells like horse’s urine.

-Urination, profuse and scanty alternately.

-Nocturnal enuresis of delicate children.

-Renal or urinary bladder calculi.

-Prostatic enlargement of old men with dribbling of urine, strong characteristic odour of urine, excess of uric acid.

-Pains tearing, stitching in large joints of big toe. Redness and swelling of joints. Gout, worse at night.

-Neuralgias worse from suppression of urinary deposits.

-Ganglion of wrist and bunions of great toe.

-Tongue spongy on surface with deep cracks and spreading ulcers in gouty persons.

-Diarrhoea of children- white, very offensive, exhausting, liquid stools, running right through the diaper, urine offensive and of a deep red colour.

-Cough with expectoration of green mucus. Throat symptoms > eating. Sensation of lump in the throat.


KEYNOTES:

-Urine dark, brown, with highly intensified urinous odour or odour of horse’s urine.


CONFIRMATORY SYMPTOMS:

1. Urine strong smelling, offensive, profuse. All symptoms > profuse urination.

2. Complaints left sided, going to right side, usually pains stitching, tearing, change the locality suddenly.


NUCLEUS OF REMEDY:

-Uric acid diathesis.

-Urine high coloured and very offensive with gouty symptoms.

-Pains alternate with heart symptoms, painful gouty nodes.


CLINICAL:

-Contractures, Gout, Rheumatic heart disease, Rheumatism, Uric acid diathesis, Urinary calculi.


REMEDY RELATIONSHIPS:

Compare : Cop, Ferr, Nit-ac, Trop, Zinc.

Similar : Cop, Ferr, Zinc.

It Antidotes : Cop.