Bar-m | মানসিক উৎকন্ঠা, জড়বুদ্ধি কানে কম শুনে। |
Bar-m | নির্দিষ্ট সময় পরে পরে আক্ষেপ (convulsion) তার সহিত হাত পা ছোড়ে, শরীরের ভিতরে বিদ্যুতের ধাক্কার মত অনুভূত হয়। |
Bar-m | রতিক্রিয়ার ইচ্ছা প্রবল হলে পাগলামি আরম্ভ হয়। ব্যারাইটার নানা প্রকার লক্ষণগুলি, বৃদ্ধ ব্যক্তি ও মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে খর্বকায় ব্যক্তিদের যান্ত্রিক অসুস্থতার প্রয়োজন হয়ে থাকে। আর্টিরিয়ো স্কেলেরোসি ও মস্তিষ্ককোষ উপসর্গ এই অবস্থায় দেখা দেয়। মাথার যন্ত্রণা কিন্তু রোগের তরুণ আস্থার প্রকাশ হয় না, সাধারণতঃ বৃদ্ধ ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায়, মাথায় যন্ত্রণার থেকে ভারী বোধ বেশী অনুভব হয়। মস্তিষ্কের রক্তাল্পতার জন্য মাথা ঘোরা এবং কানের ভিতর শব্দ। পরিপাকতন্ত্রের নিম্নাংশে ভালো কাজ করে, বিশেষ করে সরলান্ত্রে, পেশী ও সন্ধি সমূহের আড়ষ্টতা ও দুর্বলতা, অতিরিক্ত হাঁটা-চলা করার ফলে যেরকম অবস্থা দেখা দেয় সেই প্রকার অনুভূতি। রক্তের শ্বেতকণিকার সংখ্যার বৃদ্ধি। উচ্চ রক্তচাপ ও রক্তবহানলীর ধবংস। নাড়ীর টানভাবের বৃদ্ধি। আটিরিয়ো-স্কেলেরোসিস্ (অরাম,সিকেলি), যে ক্ষেত্রে রক্তের সিস্টোলিক প্রেশার বেড়ে যায় ও তুলনামূলকভাবে ডায়াস্টোলিক প্রেশার কমে যায়, মূলতঃ মস্তিষ্ক ও হৃদপিণ্ড সম্পর্কিত উপসর্গের দরুণ। এই ঔষধ হৃদপিণ্ড স্থানে পাকস্থলীর প্রবেশ পথটি শক্ত ও সংকীর্ণ করে দেয় তৎসহ খাবার পরে পরেই পেটে বেদনা এবং পেটের উপর অংশের স্পর্শকাতরতা, এই লক্ষণগুলি বহুবার সত্য বলে প্রমাণিত হয়েছে, এছাড়াও এই ঔষধ ধমনীর অর্বুদ ও টনসিলের পুরাতন বিবৃদ্ধি রোগে ব্যবহার হয়। পুরুষ ও স্ত্রীলোক উভয়ের কামোন্মত্ততা। আক্ষেপ। যে কোন প্রকার মানসিক উন্মত্ততা, যেখানে কামোন্মত্ততা বৃদ্ধি পায়। শরীর বরফের মত ঠাণ্ডা তৎসহ পক্ষাঘাত। সুষুম্নাকাণ্ড ও মস্তিষ্কে মাল্টিপল স্কেলেরোসিস্। ঐচ্ছিক পেশীর কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়, কিন্তু রোগী এই অসুবিধা সম্পর্কে সম্পূর্ণভাবে অনুভূতি সম্পন্ন হয়। ডিফথিরিয়া ও ইনফ্লুয়েঞ্জার পর আংশিক পক্ষাঘাত। সকালের দিকে সর্বাঙ্গীণ অবসন্নতা বিশেষ করে পা দুইটির দুর্বলতা ও পেশীর আড়ষ্টতা। যেসব শিশুমুখ হাঁ করে চলাফেরা করে ও যারা নাকি সুরে কথা বলে। বোকা-হাবার মত দেখতে এবং কানে কম শোনে। কান- কানের ভিতর ঝিঁ ঝিঁ ও বুজ বুজ শব্দ। খাবার চিবানোর সময় ঢোক গেলার সময় অথবা হাঁচির সময় কানের ভিতর শব্দ। কানের ভিতর যন্ত্রনা, এক ঢোক এক ঢোক করে ঠান্ডা জল পানে উপশম। কর্ণমূল গ্রন্থির স্ফীতি। কানে দূর্গন্ধযুক্ত পূঁজ। নাক দিয়ে হাওয়া টানার সময় মধ্যকর্ণ ফুলে উঠে। গলা – ঢোক গিলতে কষ্ট। টনসিলের বিবৃদ্ধি। কর্ণনল ও গলবিলের আংসিক পক্ষাঘাত, তৎসহ হাঁচি ও কানের ভিতর শব্দ। মনে হয় নলী অত্যধিক প্রসারিত হয়ে রয়েছে। শ্বাস-প্রশ্বাস – বৃদ্ধ ব্যক্তিদের শ্বাসনলীর উপসর্গ সমূহ তৎসহ হৃদপিণ্ডের বিবৃদ্ধি। এই ঔষধ শ্লেষ্মা বার করতে সাহায্য করে। শ্বাসনলীর ভিতর প্রচুর শ্লেষ্মা বার করতে সাহায্য করে। শ্বাসনলীর ভিতর প্রচুর শ্লেষ্মা জমা হয়। এবং বুকের ভিতর ঘড়ঘড় শব্দ তৎসহ শ্লেষ্মা তুলে ফেলতে কষ্ট। ফুসফুসের আর্টিরিয়ো- স্কেলেরোসিস এর ফলে বার্ধক্যজনিত হাঁপানী ও ধমনীর টানভাবের পরিবর্তন দেয়া দেয়। পাকস্থলী – পেটের উপরের অংশে খালিবোধ, পুরাতন উপসর্গে এটি একটি ভালো পথপ্রদর্শক লক্ষণ বিশেষ। ওয়াক তোলা ও বমি। গরম ভাব যেন মাথা পর্যন্ত প্রসারিত হয়। প্রস্রাব – প্রস্রাবে, ইউরিক অ্যাসিডের পরিমানের বৃদ্ধি, ক্লোরাইডের পরিমানের স্বল্পতা। উদর – দপদপানি(সেলেনি), অগ্নাশয়ের কঠিণতা, উদর সম্বন্ধীয় ধমনীর অর্বুদ। কুঁচকির স্থানের গ্রন্থিস্ফীতি। সরলান্ত্রের আক্ষেপিক বেদনা। সম্বন্ধ – সুষূম্নাকাণ্ড, যকৃৎ হৃদপিণেডর তন্তুসমূহের কঠিনতা সহ ধবংস, বিশেষভাবে তুলনীয়। প্লাম্বার মেট ও প্লাম্বার আয়োড, এছাড়াও অরাম মিউর । শক্তি – ৩x বিচূর্ণ। পুনঃ পুনঃ প্রয়োগ করা চলে। |