Bar-c | খর্বাকৃতি, বুদ্ধি অত্যন্ত মোটা, স্মৃতিশক্তি দুর্বল, পড়াশুনায় অমনোযোগী। |
Bar-c | অকাল বার্ধক্য, বয়সের অনুপাতে শিশুর দৈহিক পুষ্টি ও মানসিক উন্নতির অভাব। |
Bar-c | অপরিচিত লোক দেখে ভয়, সে জন্য লুকিয়ে থাকে, খেলা ধূলা পছন্দ করে না। |
Bar-c | দেরীতে হাঁটতে ও কথা বলতে শেখে, অঙ্গ প্রত্যঙ্গ ও পেশী দুর্বল এবং অস্থি অপুষ্ট বলে দেরীতে হাঁটতে শেখে। |
Bar-c | শরীরের নানাস্থানের যথা ঘাড়, বগল, কুঁচকি ও পেটের গ্রন্থি বড় ও শক্ত হয়। |
Bar-c | মুখমন্ডলে যেন ডিমের সাদা অংশ মাখান আছে এরুপ অনুভূতি। |
Bar-c | সর্দি প্রবণ, সর্বদা শীদ শীত অনুভূতি করে, ঠান্ডা সহ্য হয়না, গায়ে কাপড় জড়িয়ে রাখে। প্রথম ও দ্বিতীয় অবস্থার অসুখে অর্থাৎ শৈশবে ও বার্দ্ধক্যের রোগে বিশেষভাবে প্রযোজ্য। সোরা ও টিউবারকুলার ধাতুর লোকেদের ক্ষেত্রে উপযোগী । স্মরণশক্তি কমে যায় সবকিছু ভুলে যাওয়া, কোন কিছুতে মন না লাগা এর লক্ষণ। শিশুকে শেখানো যায় না কারণ মনে রাখতে পারে না, ভয় হয় বোকা হাবা হয়ে যাবে । গালগলা গ্ল্যান্ডের রোগগ্রস্ত, যারা বেঁটে, শিশু বাড়ে না (যে সব শিশু দ্রুত। বাড়ে = ক্যাল্কে-ফস); গ্লাডের রোগ হতে চোখের প্রদাহ, কর্নিয়া অস্বচ্ছ; পেট ফোলা থাকে, বারে বারে পেটে শূলব্যথা হয়; মুখে ফোলা ফোলা ভাব কিন্তু সারাদেহ শুকিয়ে যায় । শিশু মানসিক ও দৈহিকভাবে দুর্বল । বেঁটেখাটো, হিষ্টিরিয়াগ্রস্ত স্ত্রীলোক ও বয়স্কা অবিবাহিতা যারা—ঋতুস্রাব খুব অল্প, দেহে জৈবিক তাপ কম, সব সময়ই ঠান্ডা ও শীত-শীতবোধ। বৃদ্ধ যাদের অপুষ্টি ও ক্ষয়কারী রোগে স্বাস্থ্য ভেঙ্গে গেছে, আবার গ্ল্যান্ডসংক্রান্ত রোগে যদি মোটা হয়ে যায় বা গিটবাত রোগগ্রস্ত (এসি-ফ্লু) তাদের উপযোগী । বয়স্কদের অসুখ, প্রষ্টেট গ্রন্থি বা অন্ডকোষ বেড়ে যায় বা শক্ত হয় সাথে মানসিক ও শারীরিক দুর্বলতা । বৃদ্ধদের সন্ন্যাস রোগ হওয়ার প্রবণতা; মদ খাওয়ায় অভ্যস্থ যারা-তাদের অসুখে, যে বৃদ্ধদের ছেলেমানুষীভাব, তাদের মাথা ব্যথায় প্রযোজ্য । যাদের প্রায়ই গলায় ঘা হয়, একটুতেই সর্দি লাগে বা একটু ঠান্ডা লাগলেই প্রতিবার টনসিল প্রদাহ হয় তা পেকে গিয়ে পুঁজ হয় তাদের (হিপার, সোরিন) উপযোগী । তরদ্রব্য ছাড়া কিছুই গিলতে পারে না (ব্যাপ্টি, সাইলি) । অর্শবলি, প্রতিবার প্রস্রাবের সময় বাইরে বেরিয়ে আসে (এসি-মি) । সোরাধাতুর শিশুদের পুরান কাশি, টনসিন বাড়ে বা আলজিভ বড় হয় বা সামান্য ঠান্ডাতেই বেড়ে যায় (এ্যালুমি) । গ্রন্থিগুলো বিশেষতঃ ঘাড়ে ও কুঁচকিতে গ্রন্থি ফোলে ও শক্ত হয়ে যায় বা পুঁজ হবার মত হয় । পায়ের ঘামে দুর্গন্ধ-পায়ের আঙুল ও পায়ের তলায় ক্ষতভাব, পায়ের গোড়ালিতে ঘাম হয়, পায়ের ঘাম বন্ধ হয়ে পরবর্তীকালে গলায় বিভিন্ন অসুখ হলে (তুলনীয়—গ্রাফা; সোরিন, স্যানিকি, সাইলি) ব্যবহার্য । ঠাণ্ডা একদম সহ্য হয় না (ক্যাল্কে, কেলি-কা, সোরিন)। সম্বন্ধ — সোরিনাম, সালফ, টিউবার-এর আগে বা পরে প্রায়ই ব্যবহৃত হয়। ব্যারাইটার পরে সোরিনাম দিলে অনেক ক্ষেত্রে কুইনসি বা গলায় ঘা হবার প্রবণতা নষ্ট হয় । সমগুণ — এলুমি, ক্যাল্কে-আয়ড, ডালকা, এসি-ফ্লু, আওডি, সাইলি । গ্ল্যান্ডঘটিত রোগে ক্যাল্কে-কার্বের পর ব্যারাইটার প্রয়োগে ক্ষতি হয় । বৃদ্ধি – রোগের কথা চিন্তা করলে (এসি-অক্সা), যেদিকে ব্যথা সে দিকে শুলে, খাওয়ার পর, আক্রান্ত অঙ্গ ধুলে । শক্তি – ৩০, ২০০ হতে উচ্চশক্তি । |