Asaf | খাদ্যনালী ও বায়ূ নলীতে হিস্টিরিয়াজনিত খিল ধরা। |
Asaf | পাকস্থলী ও অন্ত্রের বিপরীত গতি (Reverse peristalsis)। |
Asaf | হিস্টিরিয়ার সঙ্গে উপর পেট ও গলায় কষ্ট অনুভূতি। |
Asaf | পেট ফুলে উঠে ও মনে হয় পেটের সব জিনিস মুখ দিয়ে বাহির হয়ে যাবে। |
Asaf | উদগার উঠার পরে মুখে পচা তেল বা ঘিয়ের আস্বাদ, উদগারে রসুনের গন্ধ। |
Asaf | বেলা এগারটার সময় উপর পেট খালি খালি অনুভূতি। |
Asaf | দাঁড়িয়ে থাকলে নাভির নিচে বলের মত অনুভূতি হয়ে কামড়ান ব্যথা। |
Asaf | অক্ষিকোটরের হাড়ে চোট লাগার মত ব্যথা ও স্পর্শকাতরতা। পেট ফাঁপা এবং পাকস্থলী ও খাদ্যনলীর আক্ষেপিক সঙ্কোচন তৎসহ বিপরীত অস্ত্র প্রবাহ এই ঔষধের উল্লেখযোগ্য লক্ষণ। এই ঔষধটি নির্বাচনের সময়, হিস্টিরিয়া বা মূর্চ্ছারোগগ্রস্ত ব্যক্তি ও স্নায়বিক রোগগ্রস্ত ব্যক্তির সঙ্গে এই ঔষধের সম্পর্কের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। এই লক্ষণগুলি ছাড়া, গভীর ক্ষত, অস্থিক্ষত, বিশেষতঃ সিফিলিটিক রোগগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে ভালো কাজ করে, এক্ষেত্রে অত্যধিক স্পর্শকাতরতা তীব্র দপদপানি, রাত্রিকালীন যন্ত্রণা, এই ঔষধ নির্বাচনের পথ প্রদর্শক লক্ষণ। মাথা — উত্তেজিত, রোগিনী তার কষ্ট সম্বন্ধে অভিযোগ করে, অনুভূতি প্রবণ। দুইদিকে ভ্রুর উপর ছিদ্র করার মত বেদনা। ভিতর থেকে বাইরের দিকে চাপ দেবার মত বেদনা। চোখ – চক্ষুকোটরের স্নায়ুশাল, উপশম চাপে ও বিশ্রামে। আইরাইটিস ও অক্ষিগোলকের প্রদাহ, তৎসহ রাত্রে ছিদ্র করার মত, দপদপ্টর যন্ত্রণা। কপালের বাম দিকে সূঁচ ফোটানোর মত বেদনা। চোখের ভিতর এবং চোখের চারপাশে ছিদ্র করার মত বেদনা। সিফিলিটিক আইরাইটিস। কর্নিয়াল ক্ষত সহ খননবৎ বেদনা, রাত্রে বৃদ্ধি। কান – দূর্গন্ধযুক্ত কানপাকা, তৎসহ ম্যাটয়েড অস্থিতে ছিদ্র করার মত বেদনা। ম্যাসটয়েড অস্থির রোগ তৎসহ রোগের অস্থির স্থানে বেদনা, ঠেলে বেরিয়ে আসার মত অনুভূতি। দূর্গন্ধযুক্ত, পুঁজের মত স্রাব। নাক – সিফিলিসজাত নাসিকা ক্ষত, তৎসহ খুবই দূর্গন্ধযুক্ত পূজের মত স্রাব। নাকের অস্থির ক্ষত (অরাম)। গলা – গ্লোবাম হিস্টিরিকাম। বলের মত পিণ্ড গলায় ঠেলে উঠে। মনে হয় অন্ত্রপ্রবাহ বিপরীত হচ্ছে এবং এর ফলে মনে হয় খাদ্যনলী পাকস্থলী থেকে গলার দিকে ঠেলে আসছে। পাকস্থলী – পেটের ভিতর জমা হওয়া বায়ু ঢেকুর তুলে বার করতে কষ্ট। পেটফাঁপা ও মুখে তরল পদার্থ উঠে আসে। হিষ্টিরিয়া রোগে: পেট ফাঁপা। পাকস্থলীর ব্যাপক স্ফীতি। পাকস্থলীর ভিতর খালিবোধ ও দুর্বলতা তৎসহ বিস্তৃতি এবং পাকস্থলীও তলপেটে ভুটভাট শব্দ। জোরে শব্দ করে ঢেকুরের সঙ্গে বায়ু উঠে আসে। পাকস্থলীর উপরের অংশে দপদপানি। পাকস্থলীর তীব্র বেদনা। পাকস্থলী ও মধ্যচ্ছদা স্থানে কেটে ফেলার মত ও জ্বালাকর বেদনা। পাকস্থলীর ভিতর বায়ুর নড়াচড়া ও কলকল শব্দ, কিছু পরে খুবই কষ্টের সঙ্গে ঢেকুরের সাহায্যে বায়ু বেরিয়ে আসে। স্ত্রীরোগ – স্তন গ্রন্থি স্ফীত তৎসহ স্তনে দুধ অথচ রোগিনীর গর্ভসঞ্চার হয়নি। মায়ের স্তনের গুনগত উৎকর্ষতা কম তৎসহ অনুভূতিপ্রবণতা। সরলান্ত্র — স্ফীত, মোচড় দেবার মত ব্যথা, তৎসহ ক্ষুধা। দুর্দমনীয় কোষ্ঠ কাঠিন্য। পেরিনিয়াম স্থানে বেদনা, মনে হয় কোন বস্তু ভিতর থেকে ঠেলছে। উদরাময়, মল অত্যন্ত দূর্গন্ধযুক্ত। তৎসহ পেটে গ্যাস ও ভুক্তখাদ্যবস্তু ঢেকুরের সঙ্গে মুখে উঠে আসে। বুক — বুকের ভিতর আক্ষেপিক ও কষ্টভাব, যেন মনে হয় ফুসফুস সম্পূর্ণভাবে প্রসারিত হতে পারবে না। হৃদস্পন্দন, অনেকটা কম্পন প্রকৃতির। অস্থি — অস্থির ভিতর টেনে ধরার মত বেদনা ও অস্থিক্ষত। পেরিঅষ্টিয়াম যন্ত্রনাদায়ক, বিবৃদ্ধি। আক্রান্ত অস্থিতে ক্ষত, পাতলা, রসানির মত পুঁজ। চামড়া — চুলকানি, আঁচড়ালে আরাম হয়, ক্ষত, কিনারার দিকে বেদনা। চর্মরোগ চাপা পড়ার ফলে স্নায়বিক উপসর্গ। কমা-বাড়া-বৃদ্ধি – রাত্রে, স্পর্শে, বামদিক, বিশ্রামের সময়, গরম প্রলেপে। উপশম – মুক্ত বায়ুতে, নড়াচড়ায়, চাপে। সম্বন্ধ – দোষঘ্ন, চায়না, মার্কিউরিয়াস। তুলনীয় – মস্কাস, চায়না, মার্কিউরিয়াস, অরাম। শক্তি – ২য় থেকে ৬ষ্ঠ শক্তি। |