আর্সেনিকাম আয়োডেটাম ARSENICUM IODATUM [Ars-i] - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
আর্সেনিকাম আয়োডেটাম ARSENICUM IODATUM [Ars-i]

আর্সেনিকাম আয়োডেটাম ARSENICUM IODATUM [Ars-i]

Short Description:

Product Description

 


Ars-iদেহের স্রাবমাত্রই উপদাহ ও ক্ষতকর কিন্তু তরুন রোগে তরল ও প্রাচীন রোগে ঘন।
Ars-i মাথায় ভার অনুভূতি, বিশেষত মাথার পিছনে।
Ars-i হলদেটে সবুজ গয়ের উঠে।
Ars-i স্বরভঙ্গ হয়।
Ars-i রোগী বাতাস চায়।
Ars-iপাতলা সর্দি স্রাব সহ প্রচুর হাঁচি কিন্তু হাঁচি দিলে আরাম অনুভূতি হয় না।

অনবরত উগ্র প্রজাতির ও ক্ষয়কারক স্রাবের ক্ষেত্রে আর্সেনিক থেকে প্রাপ্ত ঔষধগুলোর মধ্যে এইদিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। স্রাব যে ঝিল্লি থেকে শুরু হয় এবং যে স্থানের উপর দিয়ে প্রবাহিত হয়, উভয় অংশ হেজে যায়। স্রাব দূর্গন্ধযুক্ত হতে পারে, জলের মত এবং যে ঝিল্লি থেকে স্রাব হয় তা সর্বদা লালবর্ণ যুক্ত, দগদগে ও স্ফীত, ঐ অংশ চুলকায়। ও জ্বালা করে। ইনফ্লুয়েঞ্জা, হে ফিভার, নাকের পুরাতন সর্দি ও মধ্য কর্ণের সর্দিজ রোগ। নাকের ভিতরের তন্তু সকলের স্ফীতি। কর্ণনলের বিবৃদ্ধি এবং বধিরতা। বৃদ্ধদের দুর্বল হৃদপিণ্ড। নাড়ীর ধকধকানি। ধমনীর পুরাতন প্রদাহ। ঠোঁটের অবুদ। স্তনের ক্যানসার, ক্ষত উৎপন্ন শুরু করার পরে।

আর্সেনিক আয়োডের লক্ষণগুলি দেখে মনে হয় যে টিউবারকুলোসিসের প্রকাশিত লক্ষণের সঙ্গে এই ঔষধের লক্ষণের সদৃশতা দেখতে পাওয়া যায়। টিউবারকুলোসিসের প্রথমাবস্থায় আর্স আয়োড় খুব ভালো কাজ করে, যদিও ঐ অবস্থায় সন্ধ্যার দিয়ে গাত্রতাপ বৃদ্ধি পেয়ে থাকে। এটি নির্দেশিত হয় তখন, যখন প্রচণ্ড দুর্বলতা, দ্রুত এবং উত্তেজিত নাড়ী, পুনঃপুনঃ জ্বর এবং ঘাম, শীর্ণতা প্রভৃতি পাওয়া যায়, উদরাময়ের প্রবণতা যুক্ত। পুরাতন নিউমোনিয়া তৎসহ ফুসফুসে ফোঁড়া। শীর্ণতা, দুর্বলতা, রাত্রিকালীন ঘাম। এই ঔষধটিকে স্মরন করা যেতে পারে ক্ষয়রোগের সঙ্গে স্বরভঙ্গ শরীরের ঝাঁকুনি দেবার মত কাশি। এবং পুঁজের মত প্রচুর শ্লেষ্মা উঠে এবং তৎসহ হৃদপিণ্ডের দুর্বলতা, শীর্ণত এবং সার্বিক দুর্বলতার ক্ষেত্রে, ক্ষয়রোগীর পুরাতন, জলের মত উদরাময়, প্রচুর ক্ষুধা সহশীর্ণতা, কোন কোন ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। রজঃ রোধ বা অ্যামেনোরিয়া তৎসহ রক্তল্পতা, হৃদকম্প এবং শ্বাসকষ্ট। পুরাতন নিউমোনিয়ার ক্ষেত্রে, যখন ফোঁড়া তৈরী হতে চলেছে। সেইক্ষেত্রেও এই ঔষধের কথা ভাবা যেতে পারে। প্রচণ্ড শীর্ণতা। আর্টিরিয়োস্কেলেরোসিস। মায়োকার্ডিয়াল ডিজেনারেশন এবং বৃদ্ধব্যক্তির মত হৃদপিণ্ডের অবস্থা। রক্তের দূষিত বা সেপটিক অবস্থা থেকে যখন ফোঁড়ার উৎপত্তি হবার মত অবস্থা দেখা দেয়। (পোইরো, মিথাইল ব্লু।)

মাথা – মাথা ঘোরা, তৎসহ কম্পন অনুভূতি, বিশেষতঃ বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে।

নাক — নাকের সামনের ও পিছনের অংশ থেকে পাতলা, জলের মত, উত্তেজক, হাজাকর স্রাব।

হাঁচি – হে-ফিভার। নাকের ভিতর অস্বস্তি ও সুড়সুড় কর অবস্থা যার ফলে সর্বদা হাঁচি দেবার ইচ্ছা। (পোলানিন)। নাকের পুরাতন সর্দিজ উপসর্গ, নাসিকার স্ফীতি, প্রচুর, গাঢ়, হলুদরঙের স্রাব। নাকে ক্ষত, নাসিকা ঝিল্লীতে ক্ষত ও হাজাকর অবস্থা। হাঁচির পর বৃদ্ধি।

গলা – গলবিলে জ্বালা। টনসিলের স্ফীতি। কণ্ঠনলী থেকে ঠোঁট পর্যন্ত পুরু ঝিল্লী। শ্বাস-প্রশ্বাস দূর্গন্ধযুক্ত, গ্রন্থিজ সংক্রমণ। ডিফথিরিয়া। ক্রনিক ফলিকিউল্যার ফ্যারিঞ্জাইটিস।

চোখ এবং কান – গণ্ডমালা দোষযুক্ত চোখের প্রদাহ। কর্ণের প্রদাহ, তৎসহ দূর্গন্ধযুক্ত, হাজাকর, স্রাব, কানের ভিতরের পর্দা মোটা হয়ে যায়। জ্বালাকর, হাজাকর সর্দি।

পাকস্থলী — যন্ত্রণা ও গলা-বুক জ্বালা। খাবার একঘন্টা পরে বমি। কষ্টকর বমি বমি ভাব। এপিগ্যাসট্রিক স্থানে বেদনা। তীব্র পিপাসা, জলপানের সঙ্গে সঙ্গে বমি হয়ে উঠে যায়।

শ্বাস-প্রশ্বাস — সামান্য মাত্রায় খুকখুকে কাশি তৎসহ নাকের ভিতর শুষ্ক ও নাকবন্ধ হওয়া। ফুসফুস আবরণীর প্রদাহ সহ রসক্ষরণ। ক্রনিক ব্রঙ্কাইটিস। ফুসফুসের ক্ষয়রোগ বা টি.বি.। নিউমোনিয়া যা পরিষ্কার ভাবে উঠেন। ইনফ্লুয়েঞ্জার পর ব্রঙ্কো-নিউমোনিয়া। কাশি শুষ্ক, তৎসহ, সামান্য পরিমানে শ্লেষ্মা খুব কষ্ট করে তুলতে হয়। স্বরভঙ্গ।

জ্বর — পুনঃপুনঃ এবং ঘাম। রাত্রিতে ঘামে সর্বাঙ্গ ভিজে যায়। নাড়ী দ্রুত, ক্ষীন, দুর্বল, অনিয়মিত। শীত শীত ভাব, কিছুতেই ঠাণ্ডা সহ্য করতে পারে না।

চামড়া — শুষ্ক, আঁশযুক্ত, চুলকানি, চামড়া থেকে সুস্পষ্ট ভাবে বড়ো আঁশের মত ছাল উঠে থাকে, ছাল উঠার পর ঐ অংশ দগদগে দেখায় এবং রসক্ষরণ হয়। ঈকথিয়োসিস। গণ্ডমালাদোষগ্রস্তের গ্রন্থিজ স্ফীতি। যৌন রোগ সহ বাগী। দুর্বলকর রাত্রিকালীন ঘাম। দাড়ীতে একজিমা, জলের মত, ছুঁয়ে ছুঁয়ে রসক্ষরণ, চুলকানি, মুখ ধুলে বৃদ্ধি। শীর্ণতা। সোরিয়াসিস। ব্রণ শক্ত, গোড়ার দিক কঠিন তৎসহ মুখের অংশে পুঁজ থাকে।

সম্বন্ধ —তুলনীয় টিউবারকিউলিনাম, এন্টিমন আয়োড, হে-ফিভারের ক্ষেত্রে,

তুলনীয় – এরালিয়া, ন্যাপথেলিন, রোজা, স্যাঙ্গনিট।

শক্তি – ২য় ও ৩য় বিচূর্ণ। ঔষধটি তাজা তৈরী করতে হবে এবং আলো থেকে রক্ষা করতে বা দূর রাখতে হবে। একটানা কিছুদিন ব্যবহার করা যেতে পারে। রোগী চিকিৎসা থেকে দেখা গেছে যে টি.বি. রোগের ক্ষেত্রে চিকিৎসা ৪ x শক্তি থেকে শুরু করা উচিত। এবং ধীরে ধীরে নিম্নতর শক্তিতে যাওয়া হবে, ২ x বিচুর্ণ পর্যন্ত, ৫ গ্রেন পরিমান ঔষধ দিনে তিনবার।