Arg-m | উপাস্থিতে রস জমে স্থানে স্থানে কঠিন গুটলে হয়, নাক ও কানের উপাস্থি পুরু হয়ে যায়। |
Arg-m | শরীরের নানা স্থানে ক্ষত, উপাস্থিতে ক্ষত, ক্ষত হতে প্রচুর রস ঝরে, ক্ষতের উৎপত্তি স্থানে রস জমে শক্ত হয়ে যায়। |
Arg-m | সকল স্রাবের বর্ণ ছাইয়ের মত, ধুসর বর্ণ, ঘন ও চটচটে। |
Arg-m |
লকাতে শরীরের স্থানে স্থানে রক্ত বাহির করে ফেলে। |
Arg-m | দুপুরে ঠিক একই সময়ে ব্যথা সহ বোগের বহু উপসর্গ উপস্থিত হয়। |
Arg-m | চিৎ হয়ে শুয়ে থাকলে বুক ধড়ফড় করে। |
Arg-m | চুপচাপ বসে থাকলে পিঠ ও শরীরের বেদনা বৃদ্ধি হয় কিন্তু বেড়ালে উপশম। |
Arg-m | বোগীর গরম ভাল লাগে ও গরমে উপশম। উপযোগিতা — লম্বা, পাতলা ও খিটখিটে লোকের ক্ষেত্রে। পারদ অপব্যবহারের কুফলে। হস্তমৈথুনের ধাতুগত কুফলে। চোখের মণির ভিতরে, কানের, নাকের, ইউষ্টেসিয়ান নলের কার্টিলেজ আক্রান্ত হয় না, বা সন্ধিগুলির ভেতরের গঠনপ্রণালীকে আক্রমণ করে। কার্টিলেজ – হাড় নয় অথচ শক্ত প্ল্যাস্টিক সংযোগকারী তন্তু যা শরীরের বিভিন্ন অংশের চাপ বা ভার বইতে সক্ষম। সদ্যোজাত বা গর্ভাবস্থায় শিশুদের যখন হাড়ে ক্যালসিয়াম পুষ্ট হয় না তখন ইহা হাড়ের কাজ করে। এর নিজস্ব স্নায়ুতন্ত্র বা রক্তসরবরাহ নাই। বড়দের শরীরের কঙ্কালে এর অস্তিত্ব দেখা যায় যেমন বুকের খাচায় রিবগুলিতে কষ্টাল কার্টিলেজ; নাকের দুই ফুটোর মাঝে পর্দা বা ন্যাসাল সেপটাম; কানের বাইরের গঠনে; কানের ইউস্টেসিয়ান নলের বহিরাংশে; ল্যারিংস ও ট্রেকিয়ার আবরণী; মেরুদন্ডে দুই হাড়ের মাঝের অংশ ইত্যাদি। ইউষ্টেসিয়ান টিউব – কানের শ্রবণযন্ত্র যা কানের মাঝ অংশ থেকে ফ্যারিঙ্কস্ অবধি ৩ থেকে ৪ সে. মি. লম্বা। মিউকাস মেমব্রেনে ঢাকা থাকে। যা হলে ওটিটিস্ মেডিয়া বা মধ্যবর্তী কানের প্রদাহ হয়। স্বপ্নদোষ – হস্তমৈথুন করলে, প্রায় প্রতি রাতে, লিঙ্গ ওঠে না—লিঙ্গ শুকিয়ে ছোট হয়ে যায়। অন্ডকোষে পিষে ফেলার মত যন্ত্রণা (রডো)। জরায়ুর প্রোলান্স (বের হয়ে আসে,) সেইসাথে বা ডিম্বাধানে ও পিঠে ব্যথা। ঐ ব্যথা সামনে ও নীচে বিস্তৃত হয় (ডান ডিম্বাধানে-প্যালেডি), রজঃলোপ কালে রক্তস্রাব। সর্দি – তরল সাথে হাঁচি-সর্দি দুর্বলতা আনে। স্বরভঙ্গ – পেশাদার গায়ক ও বক্তাদের (এলুমিনা, অরাম-ট্রি)। স্বরলোপ – সম্পূর্ণ স্বরলোপ পেশাদার গায়কদের। গিলতে ও কাশ দিলে গলায় ও স্বরযন্ত্রে হেজে গেছে এরূপ অনুভূতি ও ঘায়ের মত ব্যথা। হাসিতে কাশির উপক্রম (ড্রসেরা, ফস্, ষ্ট্যানাম) ও স্বরযন্ত্রে অনেক শ্লেষ্মা জন্মে। উঁচু স্বরে পড়াশোনা করলে গলা খেঁকারি দিতে হয় ও খকখক করে কাশতে হয়, কাশিতে সহজেই সাদা চটচটে আঠার মত শ্লেষা উঠে আসে। বুকে ভীষণ দুর্বলতা (ষ্ট্যানাম); বাঁদিকে বেশী। গায়ক ও বক্তাদের স্বরের পরিবর্তন (অরাম-ট্রি)। স্বরযন্ত্র যেখানে দুই শাখায় বিভক্ত সেখানে হেজে গেছে মনে হয়। বাড়ে — (গায়কদের) স্বর চালনায়, কথা বললে, গান করলে। সম্বন্ধ – এলুমিনার পরে ভাল খাটে। হাসলে কাশি শুরু—এ লক্ষণে ষ্ট্যানামের সমগুণ। বৃদ্ধি — গাড়ী চড়লে (কক্কুলাস), স্পর্শ করলে বা চাপ দিলে; কথা বলায়, গানে, উঁচুস্বরে পড়াশোনা করলে। শক্তি – ২০০ হতে উচ্চশক্তি। |