এপোসাইনাম ক্যান্নাবিনাম APOCYNUM CANNABINUM [Apoc] - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
এপোসাইনাম ক্যান্নাবিনাম APOCYNUM CANNABINUM [Apoc]

এপোসাইনাম ক্যান্নাবিনাম APOCYNUM CANNABINUM [Apoc]

Short Description:

Product Description

 


Apocমাথা ভার লাগা অনুভূতি, তদ্রা ও দুর্বলতা অথবা ঘুম হলেও ভাল ঘুম হয় না।
Apoc শরীর যেন অলসভাবে চলে, নাড়ী ধীরে ধীরে চলে, অসাড়ে প্রস্রাব হয়।
Apoc উপর পেটে খালি খালি অনুভূতি, সেজন্য দীর্ঘনিশ্বাস নিতে হয়।
Apoc পিপাসা আছে কিন্তু পানি পান করলেই বমি হয়।
Apoc বুকে চাপ অনুভূতি, বুক ধড়ফড়  করে  ও হৃদপিণ্ডের কাছে দূর্বলতা অনুভূত হয়।
Apocনাড়ী দূর্বল, সবিরাম, অনিয়মিত ও ধীরগতি বিশিষ্ট।

সমস্ত স্রাবনিঃসরণ কমে যায় বিশেষতঃ মূত্র ও ঘাম। সিরাস ঝিল্লীগুলির শোথ- তরুণ ও প্রদাহযুক্ত শোথ। সিরাস মেমব্রেন – মেমব্রেন— পর্দা যা হতে রস বার হয়। শরীরের যে সব যন্ত্র বাইরে থেকে দেখা যায় না যেমন, ফুসফুস, লিভার ইত্যাদি, তাদের বেষ্টন করে রাখে যে পর্দা ও তা থেকে এক প্রকার রস বার হয় ঐ সব যন্ত্রকে পিচ্ছিল ও কর্মক্ষম করে রাখে।

মিউকাস মেমব্রেন — দেহের যে সব দ্বার যেমন, মূত্রপথ, মুখগহ্বর, নাকের ফুটো ইত্যাদি—যা বাইরে হতে দেখা যায় তাদের ভিতরের পর্দা যা থেকে রসক্ষরণ হয়ে স্থানগুলো পিচ্ছিল ও কর্মক্ষম রাখে ।

শোথ — পিপাসা থাকে (এসেটি-এসি); জল খেতে ভাল লাগে না বা বমি হয়ে বের হয়ে যায় (আর্স); বেশীর ভাগই যান্ত্রিক কোন রোগের সাথে যুক্ত থাকে না; টাইফাস; টাইফয়েড, স্কারলেট জ্বর, সিরোসিস্ রোগে, কুইনাইনের অপব্যবহারে প্রযোজ্য।

সিরোসিস – প্রদাহে বা অন্য রোগের উপসর্গে কোন অঙ্গ শক্ত হয়ে যাওয়া। যেমন সিফিলিস বা ম্যালেরিয়ায় ভুগে, পিত্তপাথরী হলে তার দ্বারা পিত্তনালী পথ বন্ধ হয়ে বা পুরাতন মদ্যপায়ীদের মদ্য বিষাক্ততায় ভুগে সিরোসিস অব লিভার হয়। লিভার কোষগুলি নষ্ট হয়ে যায়। সিরোসিস বহুপ্রকারের যথা

১। সি. এ্যালকোহলিক, বহুদিন যাবৎ মদ খেয়ে।

২। সি, এট্রে ফিক- লিভারের আয়তন ছোট হয়ে যায়।

৩। সি, বাইলিয়ারী- পিত্ত সরবরাহ বোধ হয়ে বা পিত্তনালীর প্রদাহে।

৪। সি. কার্ডিয়াক- কনজেষ্টিভ হার্ট ফেইলিওরে লিভারে রক্ত সঞ্চয় হলে।

৫। সি. ফ্যাট- লিভার কোষে মেদ জমলে।

৬। সি. হাইপারট্রোফিক- সংযোগকারী তন্তু (টিস্যু) বেড়ে গিয়ে লিভারের আয়তন বেড়ে যায়।

৭। সি, ইনফ্যানটাইল- শিশুদের প্রোটিন সরবরাহের বিঘ্ন ঘটে অপুষ্টি হয়।

৮। সি. অবষ্ট্রাকটিভ বাইসিয়ারী– কমন বাইল ডাক্ট বা পিত্তনালীতে পাথর জমে বা টিউমার হয়ে ইত্যাদি।

মাথার খুলিতে জল জমার তরুণ রোগে; ব্রহ্মতালু জোড় খায় না। আচ্ছন্ন নিদ্রা, এক চোখে দৃষ্টিলোপ, এক হাত ও এক পায়ে সারাক্ষণ সঞ্চালন (বাঁ হাত ও বাঁ পা- ব্রায়ো); কপালের সামনেটা উঁচু মনে হয়।

যুবতীদের ঋতুবন্ধ, সেইসাথে হাতে পায়ে পেটে ফোলাভাব ও শোথের মত স্ফীতি।

অতিরজঃ- স্রাব অনেক দিন ধরে বা থেমে থেমে।

স্রাব- তরল বা চাপবাধা, বমিবমিভাব, বমি হয়, বুক ধড়ফড়ানি, নড়াচড়ায় নাড়ী দ্রুত ও দুর্বল হয়। জীবনীশক্তি ক্লান্ত ও অবসন্ন, বালিশ হতে মাথা তুললে মূর্চ্ছা আসে।

গর্ভাবস্থায় ছোট ও শুকনো অথবা গভীর ও তরল কাশি (কোনি)।

সম্বন্ধ – এসে-এসিড ও এপিসের সমগুণ, (এপিসে তৃষ্ণা নেই) আর্স, সিঙ্কোনা, ডিজিটের সমগুণ, সমস্তই শোথরোগে। সর্বাঙ্গীন শোথে এপিস, এপোসাই, ডিজি ব্যর্থ হলেও ব্লাটা ওরিয়েন্টালিসে খারাপ অবস্থা আরোগ্য করেছে—Hoynes.

শক্তি-(১x, ৩x,) ৩০, ২০০।