Am-m | দুই কাঁধের মাঝখানে ঠান্ডা অনুভূতি। |
Am-m | অধিকাংশ রোগে মুখশ্রী পাংশু দেখা যায়। |
Am-m | প্রচুর আঠা আঠা সর্দি স্রাব, মুখের ভিতরে, গলার ভিতরে (Pharynx) পিচ্ছিল অনুভূতি। |
Am-m | ঘায়ের ব্যথার মত ব্যথা, হাত ও পায়ের অঙ্গুলিতে ঝাঁকানিযুক্ত ছিড়ে ফেলার মত ব্যথা, কোমরে ব্যথা। |
Am-m | সার্ভাইক্যাল গ্রন্থির (Cervical gland) স্ফীতি। |
Am-m | বুকে ভর ভর শব্দ হয় ও চটচটে শ্লেষ্মা উঠে। উপযোগিতা — তাদের পক্ষে, যারা মোটা ও আলসে, যাদের দেহের উপরের দিক বড় ও মোটা কিন্তু পায়ের দিক সরু। সর্দি – জলের মত অথচ হাজাজনক, ঠোঁট হেজে যায়। (এলিয়ম সিপা)। ঋতুকালে উদরাময়, পেট খারাপ, বমি হয়, অন্ত্র হতে রক্তস্রাব (ফস); ঐ সময় পায়ের পাতায় স্নায়ুশূল; রজঃস্রাব রাতে বেশী হয় (বোভিষ্টা, শুয়ে থাকলে = ক্রিয়ো)। দুর্দম্য কোষ্ঠবদ্ধ — সেই সাথে প্রচুর অধঃ বায়ু বের হয়। মল – শক্ত, ভেঙ্গে ভেঙ্গে বের হয়, মলত্যাগে অত্যন্ত বেগ দিতে হয়; মলদ্বারের মুখ হতে মল টুকরো টুকরো হয়ে বের হয় (এমন-মি) মলের রঙের পরিবর্তন দু-বারের মল একই রকম হয় না (পালস্)। অর্শরোগ — ক্ষতবৎ ব্যথা, চিড়িক মারা ব্যথা, সেইসাথে জ্বালা ও হুলবেধার মত ব্যথা (ইস্কিউ, সালফ); বিশেষ করে শ্বেতপ্রদর চাপা পড়ার পর অর্শরোগ হলে উপযোগী। শ্বেতপ্রদর – ডিমের সাদা অংশের (Albumen Part) মত; স্রাব শুরুর আগে নাড়ীর চারদিক কামড়ায়; বাদামীরঙের, পিছল, ব্যথাশূন্য স্রাব, প্রতিবার মূত্রত্যাগের পরে প্রদরস্রাব। পিঠে দুই কাঁধের মাঝে শীত বা ঠান্ডা অনুভূতি (ল্যাকেন্যানথিস) হাঁটতে গেলে পায়ের হ্যামস্ট্রিং পেশীতে (হ্যামস্ট্রিং = পায়ের পেছনে হাঁটু ও উরুর যোগাযোগকারী দড়ির মত শক্ত যে মাংসপেশী) ব্যথা করে—সন্ধিগুলিতে টানটানভাব মনে হয় যেন পেশীগুলো ছোট হয়ে গেছে (কষ্টি, সাইমেক্স)। পায়ের পাতার ঘামে দুর্গন্ধ (এলুমিনা, গ্রাফা, সোরিন, স্যানিকি, সাইলি)। সম্বন্ধ – এই ওষুধের পর এ-ক্রুড, ফস, পালস্, স্যানিকি ভাল কাজ দেয়। শক্তি — ৩০, ২০০ । |