Am-c | বুকে ঘড়ঘড়ানি শব্দসহ নিদ্রালুতা, অচৈতন্য ভাব, হাত বাড়িয়ে কিছু ধরতে চায়। |
Am-c | ঠোট নীল বা বেগুনে বর্ণ, জিহ্বা বাদামী বর্ণ। |
Am-c | সকালে মুখ ধুয়ার সময় নাক হতে রক্তস্রাব হয়। |
Am-c | শরীর হতে যে স্রাব বের হয় তা ক্ষতকর, কালচে, তরল ও জমাট বাঁধে না, গ্ল্যান্ডের গ্যাংগ্রীন হওয়ার প্রবণতা। |
Am-c | যেন হাড় ভেঙ্গে যাবে এরূপ ব্যথা। |
Am-c | দিনে ভালো ঘুম হয় কিন্তু রাত্রে ভালো ঘুম হয় না, রাত ৩ টার সময় সব রোগের বৃদ্ধি। |
Am-c | স্যাঁৎস্যাঁতে আবহাওয়ায় শারীরিক ও মানসিক রোগলক্ষণ বৃদ্ধি। উপযোগিতা – যাদের রক্তস্রাবের প্রবণতা, রক্তে তরলতা, লাল রক্ত কণিকার ভাগ অল্প, ক্ষতে পচন ধরে তাদের পক্ষে উপযোগী । মোটাসোটা, মেদপূর্ণ স্ত্রীলোক—যারা বসে বসে দিন কাটায় তাদের বিভিন্ন অসুখে আবার স্ত্রীলোকেরা যারা কোমলাঙ্গী, হাতের কাজে স্মেলিং সল্টের শিশি রাখেন এবং শীতে, একটুতেই সর্দিতে ভোগেন তাদের ক্ষেত্রে উপযোগী । যে শিশু স্নান করতে চায় না । (এন্টিম-ক্রু; সালফ) যাদের ঘুমালে ‘দমবন্ধ হয়ে আসে, শ্বাস নিতে জেগে উঠতে হয় (গ্রিন্ডেলিয়া, ল্যাকে) তাদের পক্ষে উপযোগী । ঝড় বৃষ্টিতে ভেজা আবহাওয়ায় মেজাজ ভাল থাকে না । শিরঃপীড়া — মাথা যেন ভার (পূর্ণতাবোধ) মনে হয় কপাল ফেটে যাবে (বেল, গ্লোনয়িন)। নাক হতে রক্ত পড়ে—সকালে হাত মুখ ধোওয়ার সময় (আর্নিকা, ম্যাগ-কা); খেলে পড়ে বানাক হতে রক্ত পড়ে । ওজিনা (ওজিনা = নাকের বিভিন্ন রোগে নাক হতে দুর্গন্ধযুক্ত পচা স্রাব)। প্রায়ই নাক দিয়ে রক্তাক্ত শ্লেষ্মা বার হয়, সামনে ঝুঁকলে নাকের ডগায় রক্ত আসে । রাত্রে প্রায়ই নাক বন্ধ হয়ে থাকে-মুখ দিয়ে শ্বাস নিতে বাধ্য হয় । ডিপথিরিয়া রোগেও এটা নির্দেশক লক্ষণ। সর্দি দীর্ঘদিনের, শিশুদের সর্দিতে নাক বন্ধ হয়ে যায়। (হিপার, নাক্স, স্যাম্বু, ষ্টিক্টা)। গলায় ঘা তাতে পচন । টনসিলে গ্যাংগ্রিন হবার প্রবণতা, গ্র্যান্ডগুলিতে রক্তসঞ্চয় । ডিপথেরিয়া ও স্কারলেট ফিবারে শিশু ঘুমাতে পারে না কারণ সর্দিতে নাক বন্ধ হয়ে যায় । ঋতুস্রাব শুরুর সময় কলেরার মত লক্ষণ দেখা দেয় (বোভিষ্টা, ভিরেট্রাম)। ঋতুস্রাব – শীঘ্র শীঘ্র, পরিমাণে প্রচুর, স্রাব শুরুর আগে খামচানো শূলব্যথা, স্রাবে হেজে যায়, উরুতে ঘা হয়ে যায়, রাত্রে ও বসে থাকলে স্রাব বাড়ে (জিঙ্কাম), সেইসাথে দাঁতে ব্যথা, পেটে ব্যথা, বিষন্নতা, বিশেষ করে উরুতে ক্লান্তিভাব ও বারে বারে হাই তোলা সেইসাথে শীত শীত বোধ । প্রদরস্রাব – জলের মত অথচ জ্বালা করে ও প্রচুর, তাতে ভগোষ্ঠ হেজে যায় । শ্বাসকষ্ট সাথে বুক ধড়ফড় করে পরিশ্রমে বা সামান্য দু-এক পা সিড়ি ভাঙ্গলেই বাড়ে, গরম ঘরে বাড়ে । এমফাইসিমা রোগের (এমফাইসিমা = ফুসফুসে ব্রঙ্কিয়োলগুলোর আয়তনের অস্বাভাবিক পরিবর্তন—একটা অপরটির সাথে জুড়ে যায় তাতে সঙ্কোচক ক্ষমতা নষ্ট হয়ে ঠিকমত শ্বাস নেওয়া ও ছাড়া সম্ভব হয় না) প্রধান ঔষধ। কাশি — শুকনো, যেন গলায় ধুলা জমে সুড়সুড় করছে প্রতিদিন ভোরে ৩টা থেকে ৪টার মধ্যে বাড়ে (কেলি-কা)। আঙুল হাড়া—অস্থিবেষ্টনীর গভীর অংশে ব্যথা (ডায়স্কো, সাইলি) স্কারলেট ফিভারে আক্রান্ত রোগীর মত দেহ রক্তিম (তুলনীয় = এইল্যান্থাস)। গভীর ঘুমে আচ্ছন্ন সাংঘাতিক স্কারলেট ফিভারে শব্দযুক্ত শ্বাসক্রিয়া। জীবনীশক্তির দুর্বলতার জন্য মিলমিলের মত উদ্ভেদ বা উদ্ভেদ সামান্যমাত্র দেখা – দিয়েছে এরূপ অবস্থা ও মস্তিষ্কের পক্ষাঘাত হবার সম্ভাবনা (টিউবার; জিঙ্কাম)। সম্বন্ধ — রাসটক্স বিষাক্ততা ও পোকামাকড়ের দংশনের প্রতিষেধক ।শরীরের ডানদিক বেশী আক্রান্ত হয় । ল্যাকেসিসের সাথে শত্রুসম্পর্ক । বাড়ে — ভেজা ঠান্ডা জলবায়ুতে; ভেজা পুলটিস লাগালে; জলে ধো্য়ার পরে, মেয়েদের ঋতুকালে । কমে – উপুড় হয়ে তলপেটে চাপ দিয়ে শুলে (এসেটিক-এসি); বেদনাযুক্ত পাশে চেপে শুলে (পালস্) শুকনো জলবায়ুতে । শক্তি – ৬ , ৩০, ২০০। |