Ambr | কথা বলার সময় অবিরত বিষয় পরিবর্তন করে, উত্তরের প্রতীক্ষা না করে চিকিৎসককে একটার পর একটা প্রশ্ন করে, স্মৃতিবিভ্রম হয় ও ব্যস্ততার সহিত কাজ করে। |
Ambr | রোগীর নিকট কেউ উপস্থিত থাকলে অথবা কথাবার্তা বললে রোগের বৃদ্ধি। |
Ambr | মলত্যাগ করার সময় কেউ নিকটে থাকা একেবারেই পছন্দ করে না। |
Ambr | জননেন্দ্রিয়ে ইন্দ্রিয়সুখকর চুলকানি। |
Ambr | শরীরের একদিকেই রোগ লক্ষণ প্রকাশ পায়। |
Ambr | সকালে নাক হতে প্রচুর রক্ত পড়ে, নাকের ভিতর শুষ্ক, কাশির সহিত ঘন ঘন ঢেঁকুর উঠে ও স্বরভঙ্গ হয়। |
Ambr | গান অসহ্য, গান শুনলে রোগ বৃদ্ধি। উপযোগিতা — শিশু, বিশেষতঃ যুবতী যাহারা উত্তেজনা প্রবণ, স্নায়বিক ও দুর্বল তাদের, বৃদ্ধদের স্নায়বিক রোগে; স্নায়ুগুলি জীর্ণ, ক্লান্ত এরূপ ক্ষেত্রে। রোগা, পাতলা, শুকিয়ে যাচ্ছে ও যাদের সহজেই সর্দি কাশি হয় তাদের ক্ষেত্রে। অত্যন্ত বিষন্নভাব, দিনের পর দিন শুধু কাঁদে। ব্যবসায়িক গোলমালের ফলে ঘুম আসে না, বিছানায় উঠে বসে থাকে (এ্যাক্টিয়া; সিপিয়া)। জিবে র্যানুলা (Ranula = জিহ্বার নীচে পর্দার (Fraenum) এর যে কোন দিকে নরম টিউমার, সাধারণতঃ ব্যথা থাকে না), সেইসাথে মুখে দুর্গন্ধ (থুজা)। তলপেটে ঠান্ডা অনুভূতি (ক্যাল্কে-কা)। মলত্যাগকালে কারোও এমনকি শুশ্রূষাকারীরও উপস্থিতি, সহ্য করতে পারে না। বারে বারে অথচ নিস্ফল মলবেগ রোগীনিকে উৎকণ্ঠিত করে। কিছুটা হাঁটা, কঠিন মলত্যাগের পর এই রকম সামান্যতেই দুই ঋতুর মধ্যবর্তী সময়ে রক্তস্রাব হয়। শ্বেতপ্রদর — ঘন, নীলচে সাদা শ্লেষ্মা, বিশেষভাবে বা রাত্রে বাড়ে (কষ্টি; মার্ক নাই-এসিড)। ভীষণ কাশি, আক্ষেপিক, দমকে দমকে আসে সেইসাথে উদার ও স্বরভঙ্গ কথা বললে, জোরে জোরে চিৎকার করে পড়াশুনা করলে বাড়ে (ড্রসেরা; ফস); সন্ধ্যায় শ্লেষ্মা ওঠে না কিন্তু সকালে ওঠে (হায়োস); হুপিংকাশি — শ্বাস নেওয়ার সময়—ক্রোঁ ক্রাঁ এইরকম শব্দ কিন্তু হয় না। সম্বন্ধ — এক্টিয়া; আসাকো; কোকা; ইগনে; মস্কাস; ফস; ভ্যালেরি-এর সমগুণ। বাড়ে – গরম পানে, গরম ঘরে, গানবাজনায়, শুয়ে থাকলে, জোরে পড়া বা কথা বললে, অনেক লোকের মাঝে ও ঘুম ভাঙ্গলে । কমে — খাওয়া-দাওয়া করা হলে; ঠান্ডা বাতাসে, ঠান্ডা খাদ্যপানীয়ে, বিছানা ছাড়লে। শক্তি – ৩০, ২০০। |