Alum | শরীরের স্বাভাবিক তাপের অভাব, চর্ম শুষ্ক, ঘাম কম। |
Alum | সর্বদা নিরাশা, দুঃখপূর্ণ ও ভয়, কোনরূপ দুর্ঘটনা ঘটবে এরূপ আশঙ্কা, নানারূপ কাল্পনিক চিন্তায় নিমগ্ন, সময় ধীরে ধীরে যায়, যেন সময় কাটেনা, অধিকাংশ মানসিক লক্ষণ সকালে দেখা দেয়। |
Alum | ধারাল অস্ত্র বা রক্ত দেখলে ভয়, এক পর্যায়ে আত্মহত্যা করার প্রবল ইচ্ছা। |
Alum | স্ত্রীলোকের চাউল, চাড়া, চক, কয়লা ইত্যাদি অপাচ্য ও অখাদ্য খাওয়ার প্রবল ইচ্ছা। |
Alum | শাকসবজী ও ফল খাওয়ার আগ্রহ, আলু সহ্য হয় না। |
Alum | মেরুদন্ডের নিম্নাংশের ভিতর দিয়ে গরম লৌহ প্রবেশ করান হয়েছে এরূপ অনুভূতি। যাহারা চিরোগে ভোগে সেই ক্ষেত্রে উপযোগী, “চিররোগের একোনাইট” বলা হয় এ ওষুধকে । জৈব উত্তাপের অভাবযুক্ত ধাতুর ব্যক্তির ক্ষেত্রে ।(ক্যাল্কে-কা, সাইলি)। রোগা, পাতলা, শুকিয়ে গেছে, ময়লা রঙ অথচ নম্র ও প্রফুল্প, শুচিবায়ুগ্রস্ত যাদের শুকনো, দাদের মত চুলকানিযুক্ত উদ্ভেদ বের হয় যা শীতে বাড়ে (পেট্রল); বিছানা গরম হয়ে উঠলে অসহ্য চুলকায় (সালফ) চুলকে রক্ত বের করে ফেলে তারপরে ব্যথা হয় এই রকম ব্যক্তির পক্ষে উপযোগী । সময় ধীরে ধীরে কাটছে, এক ঘন্টা মনে হয় অর্ধেক দিন (ক্যানা-ইন্ডি); এদের ক্ষেত্রে উপযোগী । চোখ না মেলে দিনের বেলায়ও হাঁটতে পারে না, চোখ বন্ধ করলে পরে টলমল করে, মনে হয় পড়ে যাবে (আর্জে-না; জেলস)। ক্ষিদে অসাভাবিক; শ্বেতসার, খড়িমাটি, কয়লা, লবঙ্গ, কফি বা চায়ের গুড়ো, অম্ন ও অপাচ্য দ্রব্য খায় (সাইকুটা, সোরিন); আলু সহ্য হয় না। বহু পুরানো ঢেকুর ওঠা যা সন্ধ্যায় বাড়ে । সমস্ত উত্তেজক দ্রব্যে – লবণ, মদ, ভিনিগার, গোলমরিচ প্রভৃতি খাওয়ামাত্র কাশতে থাকে । কোষ্ঠবদ্ধতা — অন্ত্রে যথেষ্ট মল না জমলে মলত্যাগের ইচ্ছা হয় না বা মলত্যাগ করতে পারে না (মেলিলোটাস) ।অত্যন্ত কোঁথানি পায়খানায় বসার জায়গা আঁকড়ে ধরে কুঁথতে থাকে—মলশক্ত, গিটগিট, আম জড়ানো লরেল ফলের মত বা নরম কাদার মত যা মলদ্বারে জড়িয়ে যায় (প্লাটিনা) ।রেকটামের কার্যক্ষমতা থাকে না, নরম মলত্যাগেও যথেষ্ট কোঁথ দিতে হয় (এনাকা; প্লাটিনা; সাইলি; ভিরেট্রাম) । কোষ্ঠবদ্ধতা : দুধের বাচ্চাদের কৃত্রিম খাদ্য যারা খায়, যে সব বাচ্চা বোতলের দুধ খায় ও বৃদ্ধদের (লাইকো; ওপি); গর্ভাবস্থায় মায়েদের, রেক্টামের কর্মহীনতার জন্য (সিপিয়া) । রোগীনির মূত্রত্যাগের সময় তরল মলত্যাগ ।মলত্যাগের সময় মূত্রত্যাগের জন্যও কোঁথ দিতে হয় শ্বেতপ্রদর — হেজে যায় ও প্রচুর, গোড়ালী অবধি গড়িয়ে আসে (সিফিলিন), দিনের বেলায় বেশী, ঠান্ডাজলে মানে উপশম । ঋতুস্রাবের পরে — শারীরিক ও মানসিক ভাবে অবসন্ন হয়ে পড়ে, কথা বলতেও কষ্ট হয় (কাব-এনি; কক্কুলাস) । কথা বলতে ক্লান্তি, মূর্চ্ছাভাব, শ্রান্ত—বসে পড়তে বাধ্য হয় । সম্বন্ধ – ব্রায়োনিয়ার অণুপুরক ।ব্রায়ো্, ল্যাকে ও সালফের পর ভাল খাটে ।এলুমিনা ব্রায়োনিয়ার ক্রনিক। বৃদ্ধদের রোগে ইহা-ব্যারাইটা ও কোনিয়ামের সমগুণ। বৃদ্ধি — ঠান্ডা বাতাসে, শীতে, বসে থাকলে, আলু, খেলে, সুপ খেলে, একদিন অন্তর একদিন, পূর্ণিমা ও অমাবস্যায় । উপশম – মৃদু গ্রীষ্মের আবহাওয়ায়; গরম পানীয়ে; খাওয়ার সময় (সোরিন্); ভেজা আবহাওয়ায় (কষ্টিকাম)। সীসক বিষাক্ততা; চিত্রকরের শূলব্যথায় এবং সীসা হতে উৎপন্ন যে কোন রোগে এ অন্যতম প্রধান দোষন্ন ওষুধ । শক্তি – ৩০, ২০০, ১ এম হইতে উচ্চশক্তি ০,১ হতে ০,৩০ শক্তি । |