RUTA GRAVEOLENS রুটা গ্র্যাভিয়োলেন্স Add to Cart Checkout Short Description: Product Description সমস্ত শরীরে ব্যথা, বিশেষত সন্ধি স্থানে ব্যথা ও অসাড়তা, যেন উঁচু যায়গা থেকে পড়ে গেছে বা কেহ লাঠি দিয়ে মারছে। শরীরের যে স্থানে চেপে শুয় সে স্থানে অত্যন্ত ব্যথা, যেন সেখানে চোট লেগেছে। বিশেষত হাতের কব্জি ও পায়ের গোড়ালি মচকে যাওয়ার মত ব্যথা। বুকে সজোরে আঘাত লাগার ফলে যক্ষ্মা। চোখের অতিরিক্ত ব্যবহার বা কোন জিনিস একদৃষ্টিতে লক্ষ্য করলে চোখের ভিতর ব্যথা লাগে বা ঝাপসা দেখে। বই পড়ার সময় চোখের মধ্যে গরম, জ্বালা ও ব্যথা অনুভূতি হয়। হাতের কব্জি সহ যে কোন স্থানে গ্যাংগলিয়ন টিউমার।(দক্ষিণ ইউরোপের গুল্মজাতীয় গাছড়া-বাগানে চাষ হয়। তাজা পাতার রস গায়ে লাগলে চর্মে প্রদাহ হয়। ফুল ফোটার ঠিক আগে তাজা গুল্ম সংগ্রহ করে ওষুধ তৈরি হয়) উপযোগিতা – স্ক্রোফুলদোষ থেকে অস্থিবৃদ্ধি হাড়ে বা অস্থিবেষ্টনীতে যান্ত্রিক আঘাত লেগে বা থেৎলে গিয়ে ব্যথা যন্ত্রণায়, মচকে গিয়ে প্রদাহ বা অস্থিবেষ্টনীর প্রদাহ (Periostitis), ইরিসিপেলাস বা অস্থিচ্যুতি হলে উপযোগী (সিম্ফাই)। পড়ে গিয়ে আঘাত লাগলে যেমন ব্যথা হয় তেমনি সারাদেহে থেলানো ব্যথা, হাত পা ও সন্ধিগুলোতে ব্যথা বেশী হয়। (আর্নিকা)। যেদিকে চেপে শোয় সেদিকে ব্যথা মনে হয় থেৎলে গেছে (ব্যাপটি, পাইরো)। অস্থির শুয়ে থাকলে অবিরত এপাশ ওপাশ করতে থাকে (রাস-ট); হাতের কজি, পায়ের গোড়ালীতে খঞ্জভাব যেন মচকে গেছে (বহুদিনের পুরান ঐ রকম থঞ্জতায় = (বোভিষ্টা, স্ট্রনসি-কা)। বুকে যান্ত্রিক আঘাত লেগে ক্ষয়রোগ হলে (মিলিফো) ব্যবহার্য। চোখের মধ্যে বা চোখের উপরদিকে টাটানি ব্যথা, দৃষ্টি-ঝাপসা হয়ে যায় যেন চোখের অত্যধিক পরিশ্রম হয়েছে। ঘড়ি সারান, খোদাই কাৰ্য্য করা এমনতর চোখের সূক্ষ্ম কাজ করে চোখের অসুখ (নেট-মি), একদৃষ্টে তাকিয়ে থেকে চোখৈর রোগ (সিনিসিও) হলে উপযোগী। চোখের অত্যধিক পরিশ্রমে, আলোর প্রতিফলন হয়ে বা অল্প আলোয় দৃষ্টিশক্তির বেশী ব্যবহারে, সূক্ষ্ম সুচিকার্য করে বেশী রাত অবধি পড়াশোনা করে চোখে কম দেখে বা চোখ ব্যথা করে ঐ সাথে ঝাপসা দৃষ্টি, আবছা দেখে, দূরের কিছু দেখতে পায় না—এসব লক্ষণে উপযোগী। চোখ জ্বালা, চোখে ব্যথা, চোখ যেন টেনে আসে আগুনের মত গরম ভাবনীচের পাতা নাচতে থাকে, এসব লক্ষণে উপযোগী। কোষ্ঠবদ্ধতা — যান্ত্রিক আঘাতে রেকটাম নিষ্ক্রিয় বা মল অত্যধিক জমা হয়ে (আর্নি) কোষ্ঠকাঠিন্য হলে উপযোগী। মলত্যাগের জন্য কোঁথ দিলেই রেকটাম বাইরে বেরিয়ে আসে, সামনের দিকে সামান্য ঝুঁকলেই বা প্রসবের পর ঐ রকম রেকটাম বার হওয়া লক্ষণে উপযোগী। বারে বারে নিস্ফল মলবেগ। মূত্রথলীতে চাপবোধ যেন মূত্রথলী সবসময় ভর্তি হয়ে আছে। প্রস্রাব করলেও এই মত মনে হতে থাকে। বেগ আসলে চেপে রাখা কষ্টকর, বেগ এলে যদি প্রস্রাব না করে তবে পরে প্রস্রাব ত্যাগে কষ্টবোধ হয়। অল্প পরিমাণে সবজে-প্রস্রাব বার হয়, প্রস্রাব অসাড়ে হয় এসব লক্ষণে উপযোগী। আঁচিল— টাটানি ব্যথাযুক্ত, হাতের তালুতে চ্যাপ্টা, মসৃণ আঁচিল হলে ব্যবহার্য । (নেট-কা, নেট-মি) (হাতের পৃষ্ঠে আঁচিল = ডালকামারা)। পিঠের ব্যথা—চিৎ হয়ে শুলে উপশম। সম্বন্ধ—তুলনীয় = আর্নি, আর্জে নাই, কোনি, ইউফ্রে, ফাইটো, রাস-ট, সিমফাইটাম, সন্ধিস্থানের আঘাতজনিত উপসর্গে আর্নিকার পর ও হাড়ে আঘাত লেগে রোগ হলে সিমফাই-এর পরে এ ঔষধে আরোগ্যকার্য দ্রুততর করে। শক্তি — প্রথম হতে ষষ্ঠ শক্তি। চক্ষুরোগে স্থানিকভাবে (চোখে) টিংচার প্রযোজ্য হতে পারে—বোরিক।