Rumex Crispus – রিউমেক্স ক্রিস্পাস Add to Cart Checkout Short Description: Product Description শরীরের নানা স্থানে নানা রকম ব্যথা, ব্যথা সর্বদা থাকে না ও একস্থানে স্থির হয়ে থাকে না। ঠাণ্ডা বা ঠাণ্ডা বাতাসে অত্যন্ত স্পর্শকাতরতা। গায়ের জামা খুললে যখন শরীরে ঠান্ডা বাতাস লাগে তখন অত্যন্ত চুলকায়, নিম্নাঙ্গে বেশী চুলকায়। মাংস খেলে চুলকানি ও ঢেঁকুর উদগার বৃদ্ধি। অবিরত শুষ্ক কাশি, কাশির সাথে অসাড়ে প্রস্রাব হয়ে যায়।ইউরোপের অনাবাদী, পতিত, গোচারণ ভূমিতে হয়, গুল্ম জাতীয় গাছ লম্বায় 3 থেকে 4 ফুট, পাতার কিনারা ঢেউ খেলানো, এর তাজা মূল সংগ্রহ করে ওষুধ প্রস্তুত হয়। উপযোগিতা — টিউবারকুলার ধাতু—দেহের চামড়ার ও শ্লৈষ্মিক ঝিল্লী গুলোতে অত্যন্ত স্পর্শকাতরতা (উত্তেজনা বেশী) এখন লোকদের অসুখে উপযোগী। খোলা বাতাস একদম সহ্য হয় না-(খোলা বাতাস লেগে) গলা বসে যায় বা সন্ধ্যাবেলায় বাড়ে। ঠান্ডা বাতাস লেগে পরিবর্তিত হয়। গলার মধ্যে সুড়সুড় করে শুকনো বিরক্তি কর কাশি হতে থাকে, শুকনো কাশি, কাশতে কাশতে ক্লান্ত হয়ে পরে, অনবরত কাশতে থাকে— আবহাওয়ার পরিবর্তনে বা গৃহের পরিবর্তনে কাশি বেড়ে যায়। (ফস, স্পঞ্জিয়া) সন্ধ্যায় শুলে গলায় ছোয়া লাগলে বা চাপ দিলে, বাঁ দিকে শুলে (ফ), সামান্য ঠান্ডা বাতাস শ্বাস নিলে কাশি বেড়ে যায়। বিছানার চাদরে মাথা ঢেকে দেহ গরম করতে চায়, কাশলে সামান্য শ্লেম্মা ওঠে বা একেবারেই ওঠে না। ঠান্ডা বাতাসে কাশি বাড়ে অথবা কোন কিছুর মাধ্যমে গৃহীত শ্বাসবায়ুর পরিমাণ ও দ্রুততার শ্বাস নিতে হলে কাশি বেড়ে যায় (যেমন উনুনের ধোয়া)। গলায় যেন দলা মত কিছু আটকে আছে এই অনুভূতি হয়—কিছু গিললে ঐ দলা যেন নীচে নেমে যায় কিন্তু পরক্ষণেই আবার উঠে আসে। কাশতে গেলে বায়ুনালী ও স্বরযন্ত্রে ঘা হওয়ার মত অনুভূতি (কষ্টি), কাশি দিলে অসাড়ে প্রস্রাব হয়ে যায় (কষ্টি, পালস, সাইলি)। উদরাময়—খুব সকালে দেখা দেয়, ভোর 5টা হতে সকাল 10টা অবধি বৃদ্ধি (এলোজ, নেট-সা, পডো, সাল)-মলত্যাগে কোন বেদনা থাকে না, প্রচুর পরিমাণে দুর্গন্ধ যুক্ত উদরাময় হঠাৎ বেগ আসে সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়তে বাধ্য হয়। চর্ম লক্ষণ — দেহের বিভিন্ন স্থানে চুলকানি ঠান্ডায় চুলকানি বাড়ে, গরমে উপশম, জামা কাপড় ছাড়ার সময়, গা খালি রাখলে, ঠান্ডা বাতাস লাগলে চুলকানি বাড়ে (হিপার, নেট-সা, ওলিয়েন্ডার)। সম্বন্ধ—তুলনীয় = বেল, কষ্টি, ড্রসেরা, হায়োস, ফস, স্যাঙ্গুইনে, সাল। বৃদ্ধি – ঠান্ডায় বা ঠান্ডা বাতাসে, শুয়ে থাকলে (হায়োসা)। উপশম — গরমে, ঠান্ডা বাতাস যাতে না লাগে সেই জন্য মুখ কাপড়ে ঢেকে রাখে এতে উপশম হয়। শক্তি – ৩ হতে ৬ শক্তি (বোরিক)। ঠান্ডা বাতাস লেগে বায়ুনলী ও শ্বাস যন্ত্রে উত্তেজনা বশতঃ কাশি হলে ব্যবহার্য [Under wood] ।