RHUS TOXICODENDRON – রাস টক্সিকোডেন্ড্রন Add to Cart Checkout Short Description: Product Description ছিড়ে ফেলার মত বা মচকে যাওয়ার মত ব্যথা, স্থীরভাবে শুয়ে বা বসে থাকলে ব্যথা বৃদ্ধি, কিছুক্ষণ নড়াচড়া করলে উপশম। অত্যন্ত অস্থিরতা, বিছানায় একভাবে শুয়ে থাকতে পারে না, এপাশ ওপাশ করে, কারন নড়াচড়াতে কিছুটা উপশম হয়। জিহ্বা শুষ্ক ফাটা ফাটা, জিহ্বার অগ্রভাগ লাল ত্রিকোনাকার বা ত্রিভুজের মত। পরিশ্রম করা, নৌকা চালানো, সাঁতার কাটা ইত্যাদি বিষয়ে স্বপ্ন দেখে। জ্বর আসার পূর্বে ও শীত অবস্থায় শুষ্ক কাশিঁ। গায়ে রসযুক্ত ফসকুড়ি বা ফোস্কা ওঠে। উত্তর আমেরিকার সর্বত্র জঙ্গলে, ঝোপে ঝাড়ে হয়ে থাকে, গুল্ম জাতীয় বিষাক্ত লতানো গাছ। মেঘাচ্ছন্ন, বন্ধ গুমোট আবহাওয়ায়, সূর্যাস্তের পর, অন্ধকার স্থানে হয়ে থাকা গাছের তাজাপাতা ফুল হবার সময়ের আগে ওষুধ তৈয়ারী করতে সংগ্রহ করা হয়]। উপযোগিতা – বাতের অসুখে ভোগে, জলে ভিজে, বিশেষতঃ দেহে অত্যধিক গরম হয়ে তারপর ঠান্ডা জলে ভিজে তার কুফলে অসুখ হলে উপযোগী। রোগ — দেহের কোন এক অঙ্গে পেশী বা পেশী বন্ধনী মচকে গিয়ে বা মুচড়ে গিয়ে ক্যালকে-কা, নাক্স-ভ), ভারী দ্রব্য তুলে বা ওপরে রাখা কোন কিছু হাত বাড়িয়ে ধরতে গিয়ে, ভিজে স্যাৎসেতে মাটিতে শুয়ে, গরমের দিনে হৃদ বা নদীর জলে অনেকক্ষণ ধরে স্নান করে-তা থেকে রোগ হলে উপযোগী। বিশেষতঃ ফাইব্রাস তন্তু আক্রান্ত হয় (রভো) (সিরাস তন্তু আক্রান্ত হলে ব্রায়ো) বাদিক হতে ডানদিক বেশী আক্রান্ত হয়। ব্যথা যন্ত্রণা — মুচকে যাওয়ার মত, পেশী বা পেশী বন্ধনী যেন সন্ধিস্থান হতে ছিড়ে গেছে এমন মনে হয়, যেন হাড়গুলোকে ছুরি দিয়ে চেঁচে ফেলা হচ্ছে, মাঝরাতের পরে, ভেজা—বর্ষার দিনে যন্ত্রণা বাড়ে, আক্রান্ত অঙ্গ ছোঁয়া যায় না-টাটানি ব্যথা। বিশ্রামের পর প্রথম সঞ্চালনে বা সকালে ঘুম থেকে উঠে খোঁড়াতে থাকে, হাত, পা আড়ষ্ট হয়ে থাকে ও যন্ত্রণা হয় হাঁটাচলায় বা অবিরত নড়াচড়ায় ঐ ভাবে কমে যায় (এক নাগাড়ে নড়াচড়ায় আবার ব্যথা বেড়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে-Dewey)। অত্যন্ত অস্থিরতা, উদ্বেগ, ভীতিভাব (একোন, আর্স), বিছানায় একভাবে শুয়ে থাকতে পারে না, যন্ত্রণা হতে উপশমের জন্য অবিরত স্থান পরিবর্তন বাধ্য হয় মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা থেকে উপশমের জন্য ঐরকম করে—আর্স)। অস্থির – এক জায়গায় স্থির থাকতে পারে না। পিঠ — কিছু গিলতে গেলে দু-কাঁধের মাঝে ব্যথা হয়। কোমরের দু পাশে ছোট গর্ত মত স্থানে (Small of back) যন্ত্রণা ও আড়ষ্টতা-বসলে বা শুলে ঐ ব্যথা বাড়ে-নড়াচড়ায় বা শক্ত জিনিসের উপর শূলে কমে যায়। খোলা হাওয়া সহ্য হয় না—বিছানার চাদর থেকে হাত বার করলে কাশি শুরু হয় (ব্যারাইটা, হিপার)। পেশীবাত, সায়েটিকা, বাঁদিকে হয় (কলোসি), হৃদ রোগের সাথে বা হাতে কনকনানি ব্যথা। রাতে অত্যন্ত ভয় ভয় করে, কেউ তাকে বিষ খাইয়ে মেরে ফেলবে এই ভয় হয় বিছানায় শুয়ে থাকতে পারে না। মাথা ঘোরা — উঠে দাঁড়ালে বা হাঁটলে মাথা ঘোরে শুয়ে থাকলে ঐ আরও বেড়ে যায়। (শুলে কমে–এপিস) শোয়া অবস্থা থেকে উঠলে বা মাথা সামনে ঝুঁকালে মাথা ঘোরা বাড়ে ব্রায়ো)। মাথা যন্ত্রণা—পা ফেললে বা মাথা ঝাকালে মনে হয় যেন মস্তিষ্ক আলগা হয়ে গেছে, মস্তিষ্ণে জলের ছলাৎ ঝলাৎ শব্দের অনুভূতি। বোকার মত ভাব হয়। ছিড়ে ফেলার মত যন্ত্রণা, বিয়ার খেয়ে মাথা যন্ত্রণা, সামান্য মনোকষ্টে মাথা যন্ত্রণা হয়। বসে থাকলে, ঠান্ডার মধ্যে শুয়ে থাকলে বাড়ে-গরমে ও নড়াচড়ায় মাথা যন্ত্রণার উপশম হয়। কঠোর পরিশ্রমের স্বপ্ন দেখে যেমন দাড়টানা। সাঁতার কাটা, দৈনন্দিন কার্যে কঠোর পরিশ্রমের কাজ করা ইত্যাদি (ব্রায়ো)। মুখে ঠোটের কোনে ঘা হয়—মুখে ও গালে জ্বর ঠোসা বার হয় (নেটমি)। জিব — শুকনো, ঘায়ের মত ব্যথা, লাল কাটাকাটা, জিবের ডগায় ত্রিকোণ লাল ছোপ ও দাঁতের ছাপ পড়ে (চেলিডো, পড়ো)। জিব শুকননা, মুখ গলা শুকনো অত্যন্ত তৃষ্ণা, জননেন্দ্রিয়ে বাইরের দিকে প্রদাহ ইরিসিপেলাস মত হয়, ফুলে যায়। সবিরাম জ্বর – শীতাবস্থায় আগে ও সময়ে শুকনো বিরক্তিকর কাশি, শ্লেম্মাতে রক্তের মত স্বাদ, তরুণ রোগ টাইফয়েডের আকার ধারণ করলে উপযোগী। উদরাময় টাইফয়েডের শুরুতে, অসাড়ে হয় ঐ সাথে অত্যন্ত ক্লান্তিভাব, মলত্যাগের সময় দুপায়ের পেছন দিকে ছিড়ে ফেলামত যন্ত্রণা হতে থাকে। পক্ষাঘাত–আক্রান্ত অঙ্গ জলে ভিজা বা স্যাতস্যেতে মাটিতে শুয়ে থেকে, পরিশ্রমের পরে, প্রসবের পর, অতিরিক্ত যৌন সম্ভোগের পরে, গা হাত পায়ে ব্যথা যুক্ত কম্প. জ্বর বা টাইফয়েডের পর অঙ্গ প্রত্যঙ্গের আংশিক পক্ষাঘাত ও চোখের পাতা ঝুলে পড়ে এসব লক্ষণে উপযোগী। চর্মে ইরিসিপেলাস বা বিসপোগ—বাদিক হতে ডানদিকে যায়, ফোস্কা মত হয়, হলদে ফোস্কা, ফুলে যায় অনেক বেশী প্রদাহ হয়, জ্বালা করে, চুলকায়, হুল ফোটার মত যন্ত্রণা হয়। সম্বন্ধ ব্রায়ো-র অনুপূরক। এপিসের সাথে শত্রু সম্বন্ধ, এপিসের আগে বা পরে কখনই ব্যবহার করা চলবে না। তুলনীয়—আর্নিকা, ব্রায়ো, রডো, নেট-সা, সাল। বৃদ্ধি — ঝড়ের আগে, ঠান্ডা, ভেজা বর্ষার দিনে, রাতে বিশেষতঃ মাঝ রাতের পরে, ঘাম বার হবার সময় ভিজা বা স্নান করে, বিশ্রামের সময়। উপশম – গরম, শুকনো দিনে, গায়ে ঢাকা দিলে, গরম বা মৃদু গরম বিশ্রামে শুরু হয় বা বেড়ে যায় ও নড়াচড়ায় কমে যায়। রাস-ট বিষাক্ততায় জ্বালা ও চুলকানি সিপিয়া প্রায়ই তাড়াতাড়ি কমিয়ে দেয়। কয়েকদিনের মধ্যেই ফুস্কুড়িগুলো শুকিয়ে ফেলে। রাস বিষাক্ততায় কুফল। সমবিধান শতে শক্তিশালী শক্তিকৃত রাসের উচ্চ শক্তি দ্বারা সেরে যায়—ঐ থেকে উৎপন্ন চর্মরোগ কখনই বাহ্য প্রয়োগের ওষুধ (মলম) দিয়ে চিকিৎসা করতে নেই—এতে রোগ চাপা পড়ে মাত্র, কখনই আরোগ্য হয় না। শক্তি – ৬, ৩০, ২০০ হতে উচ্চতম শক্তি, ০/১ হতে ০/৩০ শক্তি, বাত রোগের ক্রণিক অবস্থায় উচ্চ শক্তিতে সব চেয়ে বেশী সাফল্য পাওয়া গেছে হেরিং।