ঝড়বৃষ্টি আরাম্ভ হওয়ার কিছু পূর্বে সকল রোগের লক্ষণ বৃদ্ধি। |
জোরে শব্দ হলে অনেকক্ষন পর্যন্ত কানে তার প্রতিধ্বনি শোনা যায়। |
স্মৃতিশক্তির দূর্বলতা, লেখার সময় শব্দ বাদ পড়ে যায়। |
অণ্ডকোষের প্রদাহ, গ্লান্ড মনেহয় ফেটে যাবে এমন অনুভূতি। |
পায়ের উপরে পা না উঠিয়ে ঘুমাতে পারেনা। |
গরম কাপরে মাথা জড়ালে উপশম, পরিশ্রম করলে উপশম, বিশ্রামে বৃদ্ধি। উপযোগিতা – নার্ভাস প্রকৃতির, যারা ঝড়কে ভয় পায়, বিশেষত বজ্রপাতের শব্দে ভীত হয়—ঝড়ের আগে, বিশেষতঃ বজ্র বিদ্যুৎসহ ঝড়ের আগে রোগ লক্ষণ বেড়ে যায় (নেট-কা, ফস, সোরি, সাইলি) তাদের পক্ষে উপযোগী। দাঁতের ব্যথা — প্রত্যেক বসন্তের শুরুতে ও শেষে যখন তীব্র পূর্বদিকের হাওয়া বইতে থাকে তখন দেখা দেয়, আবহাওয়ার পরিবর্তনে, বস্ত্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ও ঝোড়ো আবহাওয়ার ব্যথা বেড়ে যায়। হাড়ের সন্ধিতে- প্রদাহ যুক্ত তরুণ রোগ আক্রমণ, সন্ধিগুলো ফোলে, ব্যথা এক সন্ধি হতে অন্য সন্ধিতে সরে সরে বেড়ায়—রাতে যন্ত্রণা তীব্র হয়ে ওঠে বিশ্রামে ও তীব্র ঝোড়ো আবহাওয়ায় ব্যথা বেড়ে যায়। ক্যালমি বাত বেদনা—টেনে ধরার মত, ছিড়ে ফেলামত যন্ত্রণা সব অঙ্গ প্রত্যঙ্গে হতে থাকে বিশ্রামে ও ঠান্ডা স্যাঁৎসেঁতে ঝোড়ো আবহাওয়ায় ঐ যন্ত্রণা আরও বেড়ে যায় (রাস-ট) পা দুটো আড়াআড়ি ভাবে এক পায়ের উপর অন্য পা না রাখলে ঘুম আসে না বা ঘুমাতে পারে না। সন্ধিবাত ঐ সাথে পায়ের বুড়ো আঙুলের সন্ধিতে ফ্রাইবাস তন্তময় পদার্থ জনে। বাত হয়েই হয় অথচ কখনও কখনও কড়া বলে মনে হয় (কলচি, লিডাম)। গণোরিয়া বা বাত রোগে ঠান্ডা লেগে (ক্লিমে) অন্ডকোষ দুটি শক্ত হয়, ফোলে, অৰ্কাইটিস (অন্ডকোষ প্রদাহ), অন্ডকোষ গ্রন্থি যেন পিষে যাচ্ছে এইরকম মনে হয় (অরাম, ক্যামো)। সম্বন্ধ — তুলনীয়-ব্রায়ো, কোনি, ক্যালকে-কা, লিডাম, লাইকো, সিপি, রাস-ট। বৃদ্ধি — ঝোড়ো বাতাসে, বায়ুমন্ডলের তাপমাত্রার পরিবর্তনে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো আবহাওয়ার শুরুর ঠিক আগে, আবহাওয়ার খারাপ হলেই রোগ লক্ষণ ফিরে আসে। উপশম – মাথা গরম কাপড়ে ঢেকে রাখলে। শুকনো উত্তাপ ও পরিশ্রমে, ভাল থাকে। শক্তি – ৩০, ২০০ হতে উচ্চ শক্তি। |