শরীরের যে কোন স্থানে সঙ্কোচন অনুভূতি, বিশেষ করে মলদ্বারে। |
মলত্যাগের পর বহুক্ষন মলদ্বারে জ্বালা অনুভূতি। |
মলদ্বারে ও সরলান্ত্রের ভিতর কাঁচের টুকরো ফোটানোর মত ব্যথা। |
কপালের মাঝখানে ব্যথা, মনে হয় যেন কপাল দিয়ে মগজ বের হয়ে যাবে। উপযোগিতা — গর্ভাবস্থায় প্রথম কয়েক মাস যাবৎ ভয়ঙ্কর দাতব্যথা—দাত যেন বড় হয়ে গেছে বলে মনে হয়—শুলে দাঁতব্যথা বাড়ে—উঠে হেঁটে বেড়াতে বাধ্য হয়। কোষ্ঠবদ্ধতা — শক্ত মল, অত্যন্ত কোঁথানি মলত্যাগে কোঁথানিতে অর্শবলি বার হয়ে আসে তারপর বহুক্ষণ যাবৎ টাটানি ব্যথা ও মলদ্বারে জ্বালা করতে থাকে। সালফ অন্ত্র নিষ্ক্রিয়-মলত্যাগের পর মলদ্বারে ও রেকটামে যন্ত্রণা হতে থাকে মন হয় যেন ভাঙা কাঁচের টুকরো বিধে আছে (থুজা) মলত্যাগের পর ভীষণ ছিড়ে ফেলা মত যন্ত্রণা নরম মলত্যাগেও জ্বালা হতে থাকে (এসি-নাই)। মলদ্বার ফেটে যায়, রেকটামে অত্যনুভূতি (ভীষণ ব্যথা) যেসব মায়েরা শিশুকে স্তনের দুধ খাওয়ান তাদের স্তনের বোটা ফাটাফাটা মত হয় (গ্রাফাই, সিপিয়া)। সম্বন্ধ—তুলনীয় = ক্যান্থা, এসি-কার্ব, আইরিস, সালফ, থুজা। শক্তি — ৩, ৬, ৩০, ২০০। |