PODOPHYLLUM পডোফাইলাম - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
PODOPHYLLUM পডোফাইলাম

PODOPHYLLUM পডোফাইলাম

Short Description:

Product Description

 


সকাল ৭ টায় জ্বর আসে তার সহিত বাচালতা ও হাত পা ছড়িয়ে রাখে।
ভোঁর বেলা ব্যথা ছাড়া কিন্তু দুর্গন্ধ যুক্ত ডাইরিয়া তার সহিত মলদ্বারের পতন।
ডাইরিয়া, অত্যান্ত  দুর্গন্ধযুক্ত প্রচুর পরিমান মল, পিচকারীর মত বেগে বের হয়।
লিভার রিজনে ব্যথা মর্দন করলে উপশম।
শিশুরা দাঁতে চিবায় ও দাঁতে দাঁত চেপে ধরে।
রোগী মনে করে তার কোন কঠিন রোগ হয়েছে অথবা তার মৃত্যু হবে, জীবনে বিতৃষ্ণা।
ডান ওভেরীতে ব্যথা আরাম্ভ হয়ে উরু পর্যন্ত ছড়িয়ে পড়ে।

উপযোগিতা – পিত্ত নিঃসরণে গোলমাল থেকে যারা হজম ও অন্ত্রসম্বন্ধীয় গোলযোগে ভোগে বিশেষতঃ যদি পারদ অপব্যবহারের কুফল থেকে “পিত্তসংক্রান্ত রোগের আক্রমণ হয় তবে তাদের পক্ষে উপযোগী।

অনেকটা পরিমাণে ঠান্ডা জলপানের তৃষ্ণা থাকে বোয়োট।

ব্যথা বেদনা – হঠাৎ ঝাকি মারার মত। মানসিকভাবে হতাশ মনে করে সে মারা যাবে বা অত্যন্ত অসুস্থ হয়ে (আর্স) পড়েছে, জীবনে হতাশা।

উদরাময়ের সাথে পাল্টাপাল্টিভাবে মাথা যন্ত্রণা (এলোজ) শুরু হয়- শীতের দিনে মাথা যন্ত্রণা, গরমকালে উদরাময় হতে থাকলে এ ওষুধ উপযোগী।

কলেরার মত পাতলা পায়খানা অথচ ব্যথাবেদনা হয় না, বাচ্চাদের উদরাময় (ফাইটো) বেদনাশূন্য উদরাময় ঐ সাথে পায়ের পাতায়, পায়ের ডিমে, উরুতে খিচে ধরে। শিশুদের দাঁত, ওঠায় কষ্টঃ-শিশু গোঙাতে থাকে, রাতে ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে, এক মাড়ি দিয়ে অন্য মাড়ি জোরে চেপে ধরার অদম্য ইচ্ছা (ফাইটো) থাকে, মাথা গরম—বালিশের এদিকে ওদিকে মাথা চালাতে থাকে (বেল, হেলেবোর)। উদরাময়—বহুদিন যাবৎ ভুগছে, খুব ভোরে পাতলা মলত্যাগ শুরু হয়ে বিকেল অবধি (সারাদিন) হতে থাকে—সন্ধ্যায় স্বাভাবিক মলত্যাগ করে (এলোজ) ঐ সাথে শারীরিক দুর্বলতা বা তলপেটে বা রেকটামে খালি খালি বোধ হয়।

শিশুদের উদরাময় দাঁত ওঠার সময়, আহারের পরে, স্নানের সময় বা হাত, পা, মুখ ধোয়ার সময়- জলের মত মলে ভোয়ালে ভিজে যায় (এসি-বেঞ্জ), গলা আটকে আসে (Gagging)। মল—সবজে, জলের মত পাতলা, পচা দুর্গন্ধ, পরিমাণে অনেকটা (ক্যালকে-কা), পিচকারীর মত বার হয় (গ্যাম্বোজ, জ্যাট্রো, ফস), খড়িমাটির মত সাদা, জেলির মত (এলোজ), অজীর্ণ মল (চায়না, ফেরাম), হলদে ময়দার মত তলানি পড়ে, মলত্যাগের সময় বা আগে রেকটাম বার হয়ে পড়ে—এস লক্ষণে উপযোগী। জরায়ু বেরিয়ে আসে—ভারীদ্রব্য উঠিয়ে বা কোথানি হয়ে, কোষ্ঠকাঠিন্য হলে, প্রসবের পর, জরায়ু পেছনদিকে পুরোপুরি সরে না আসলে ঐ অবস্থা হলে প্রযোজ্য।

গর্ভাবস্থায় প্রথম কয়েক মাস শুধুমাত্র উপুড় হয়ে শুলে আরাম পায় (এসেটিক-এসি)।

রোগী অনবরত লিভার স্থানে হাত দিয়ে ঘসতে থাকে বা নাড়াতে থাকে।

জ্বর — সকাল ৭ টায় জ্বর বাড়ে শীত ও উত্তাপ অবস্থায় অত্যন্ত বকবক করতে থাকে—ঘাম হলে ঘুমিয়ে পড়ে। গলার ডানদিক, ডান-ডিম্বকোষ, ডান হাইপো-কনড্রিয়াম (ডান কুচকী) স্থানে (লাইকো) রোগের আক্রমণ হয়। ডানডিম্বকোষে যন্ত্রণা ও অসাড়ভাব, ঐ ব্যথা ডানদিকের উরু দিয়ে নামতে থাকে (লিলি-টি)।

যুবতী মেয়েদের ঋতুস্রাব চাপা পড়ে অসুখ (পালস্, টিউবার) হলে উপযোগী।

সম্বন্ধ — তুলনীয় এলোজ, চেলিডো, কলিনসো, লিলি-টি, মার্ক, নাক্সভ, সাল, পারদের কুফল এই ওষুধ নষ্ট করে। হজমের গোলমালে ইপি, নাক্সের পর ও লিভারের অসুখে ক্যালকে-কা, সালফের পর প্রয়োগে ভাল ফল দেয়। মা বৃদ্ধি খুব সকালে, (এলোজ, নাক্স-ভ, সাল), গরমে আবহাওয়ায়, দাঁত ওঠার সময়।

শক্তি – ৩, ৬, ৩০, ২০০ শিশুদের কলেরায় ২০০ শক্তি ভাল কাজ দেয় = বোরিক।