PLUMBUM METALICUM প্লাম্বাম মেটালিকাম - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
PLUMBUM METALICUM প্লাম্বাম মেটালিকাম

PLUMBUM METALICUM প্লাম্বাম মেটালিকাম

Short Description:

Product Description

 


উদরে অত্যন্ত শুল বেদনা, একটা দড়ি দিয়ে উদরকে যেন মেরুদণ্ডের দিকে টানছে।
অত্যন্ত কোষ্ঠবদ্ধতা, ভেড়া বা ছাগলের মলের মত, পেটের ব্যথাসহ কোষ্ঠবদ্ধতা।
নিদ্রার সময় অদ্ভুৎ পজিশনে ঘুমায় ও অদ্ভুদ দেহ ভঙ্গী করে।
মাঢ়ীর ধারগুলি নীলবর্ন, মাঢ়ী ফোলে ও পাংশু হয়ে যায়।
মন বিমর্ষ, একটা সাংঘাতিক কিছু ঘটবে এরূপ ভয়, তাড়াতাড়ি কোন বিষয় ভাবতে পারে না।
শরীরের যে কোন স্থানের মাংসপেশি শুকিয়ে যায়।

উপযোগিতা – মেরুদন্ডে উৎপন্ন রোগ সমূহে উপযোগী। (ফস, পিক্রি. এসি, জিঙ্কাম) অত্যন্ত দ্রুত শরীর শুকাতে থাকে-সর্বাঙ্গীন বা দেহের অংশ বিশেষ পক্ষাঘাত ঐ সাথে অত্যন্ত রক্তশূন্যতা ও দুর্বলতা—এই লক্ষণে প্রযোজ্য।

মেরুদন্ড স্থানে শিরা বা ধমনীর দেওয়ালগুলো স্কুল হতে গিয়ে সংলগ্ন পেশীগুলো শুকিয়ে যায়।

অলসতা, ক্লান্তি লোকজন ভর্তি ঘরে ঢুকলে মূৰ্চ্ছা যায়। বিষয়বস্তু বুঝতে দেরী হয়, বুদ্ধিবৃত্তির জড়তা, বোধশক্তি ক্রমশঃ কমতে থাকে (জ্বর অবস্থায় ঐরূপ হলে = এসি-ফস)।

স্মৃতিশক্তির দুর্বলতা বা লোপ। কথা বলতে গেলে উপযুক্ত শব্দ খুঁজে পায় না(এনাকার্ডি, ল্যাক-ক্যা)।

প্রলাপ ও পেটে শূল বেদনা পাল্টা পাল্টিভাবে আসে। বিছানায় শুয়ে অদ্ভুত অদ্ভুত অঙ্গভঙ্গী করতে থাকে ও অদ্ভুত অদ্ভুত অবস্থানে শুয়ে থাকে।

গায়ের রং-ফ্যাকাসে, ছাই রঙের হলদে, মড়ার মত, গালদুটো চুপসে যায়—মুখে উদ্বেগ ও দুঃখ কষ্ট ভোগের অভিব্যক্তি। মুখের চামড়া চকচকে যেন চর্বি মাখা (নেট-মি, স্যানিকি)। (মুখে) মাড়ীর ধার বরাবর সুস্পষ্ট নীল রেখা মাড়ী ফোলে, ফ্যাকাসে, মাড়ীতে সীসার রঙের রেখা দেখা যায়।

তলপেটে অত্যন্ত যন্ত্রণা সারা দেহে যন্ত্রণা ছড়িয়ে পড়ে। রাতে তল পেটে একপ্রকার অনুভূতির জন্য ঘন্টার পর ঘন্টা হাত পা দেহ টান টান করতে থাকে, যে কোন দিকে ঐরকম টান টান করতে থাকে (এমিল-নাই)।

পেটে তীব্র শূল বেদনায় মনে হয় যেন একগাছা দড়ি দিয়ে তল পেটের দেওয়ালকে পিঠের দিকে মেরুদন্ডের দিকে টেনে রেখেছে। এ কোন অন্ত্র অন্য অন্ত্রে প্রবিষ্ট হওয়া (ইনটাস সাসপেনসন = Intussusception) : অন্ত্রের কোন অংশ পিছলে গিয়ে অন্য কোন অন্ত্রাংশে ঠিক নীচের দিকে ঢুকে যায় বিশেষতঃ বাচ্চাদের হয় সাধারণতঃ ইলিয়াম ও সিকাম (ইলিও সিকাল রিজিয়ন) সংযুক্ত অংশে হতে দেখা যায়। ঐ লক্ষণে আক্রান্ত হওয়া রোগী শল্য চিকিৎসায় সারে নচেৎ ২৪ ঘন্টার মধ্যে রোগী মারা যায়। উরুতে, কুঁচকী স্থানে বা নাভীদেশে অবরুদ্ধ হার্নিয়া হলে উপযোগী।

কোষ্ঠবদ্ধতা— শক্ত মল, দলা দল ভেড়ার নাদির মত গুটলে কাল কাল (চেলিডো, ওপি), মলদ্বারে আক্ষেপসহ যন্ত্রণা ও মলবেগ হয়, শক্ত মলের জন্য, শুকনো মলের জন্য মলদ্বারের পেশীর দুর্বলতা ও পক্ষাঘাত অবস্থার জন্য মল আটকে থাকে, গর্ভাবস্থায়, অতিরিক্ত মল জমা হয়ে কোষ্ঠবদ্ধতা ও এসব লক্ষণে প্লাটিনা দিয়ে কাজ না করলে প্লাম্বাম ব্যবহার্য।

প্রস্রাবে এলবুমেন বার হয়—ঐ সাথে শূলব্যথা, তলপেট যেন ভেতরে দিকে টেনে থাকে, শরীর দ্রুত শুকাতে থাকে, অত্যধিক দুর্বলতা ও কিডনী ছোট হয়ে যায় এসব লক্ষণে উপযোগী। জরায়ুতে যেন ভ্রুণের স্থান সঙ্কুলান হচ্ছে না এমন মনে হয়। জরায়ু, প্রসারিত করতে পারে না। গর্ভপাতের আশঙ্কা হয়—এসব লক্ষণে প্রযোজ্য।

আক্ষেপ—মনে হয় একবার ছাড়ছে আর একবার ধরছে–সবিরাম ও মস্তিষ্ক ধমনী গাত্র মোটা হয়ে বা মস্তিষ্কে টিউমার হয়ে বা মৃগী রোগের লক্ষণ যুক্ত আক্ষেপ হলে ব্যবহার্য। চর্ম হলদে, রজোস্রাব নিবৃত্তির সময় মুখে যেন বাদামী রঙের লিভারের রোগসূচক ছোপ ছোপ দাগ পড়ে। জন্ডিস লক্ষণে-চোখ দুটো, চামড়া ও প্রস্রাব হলদে হলে ব্যবহার্য।

সম্বন্ধ— তুলনীয় শূলবেদনায় এলুমি, প্ল্যাটি, ওপি-র সাথে, নাভী ভেতরে ঢুকে যায়, লক্ষণে পডে-র সাথে অবরুদ্ধ হার্নিয়াতে নাক্স-ভ এর সাথে পডোফাইলাম এর উদ্ভিজ্জ সমগুণ।

প্লাম্বাম এর অতিরিক্ত ব্যবহারের কুফল এলুমিনা, পেট্রল, প্ল্যাটি, এসি সালফ, জিঙ্ক দূর করে।

বৃদ্ধি—রাতে (হাত পায়ের ব্যথা)। উপশম—আক্রান্ত স্থান ঘসলে, জোর চাপ দিলে ।

শক্তি—৩০, ২০০ হতে উচ্চ শক্তি। ০/১ হতে ০/৩০ শক্তি।

আশাশূন্য শিশুদের শীর্ণতায় দুর্দম্য কোষ্ঠবদ্ধতায় যখন পেট শক্ত ও বড় হয়। 3 শক্তি ভাল কাজ দেয়=ক্লার্ক।