অহংকারী, নিজেকে খুব বড় আর সাবাইকে নগন্য মনে করে। |
বড় জিনিস ছোট মনে হয়। জাঁকজমক পূর্ণ বিষয় পছন্দ করে। |
মানসিক লক্ষণ প্রকাশ পেলে শারীরিক লক্ষণ চলে যায়। |
ব্যথা ধীরে ধীরে বাড়ে আবার ধীরে ধীরে কমে, ব্যথার জায়গায় ঝিঁ ঝিঁ ধরে। |
স্ত্রীজননেন্দ্রিয় স্পর্শকাতর, কুমারী মেয়েদের অত্যন্ত যৌন আকাঙ্ক্ষা, পিউবার্টির পূর্বেই হস্তমৈথুন করে। উপযোগিতা – কালো চুল, শক্ত সবল পেশী, পাতলা চেহারা। রক্তপ্রধান ধাতু ও নির্দিষ্ট সময়ের অনেক আগেও প্রচুর পরিমাণে ঋতুস্রাব হয় এমন মহিলাদের রোগ সকলে উপযোগী। যৌন ইন্দ্রিয় অত্যন্ত অনুভূতিস্পন্দন— সামান্য কাপড়ের ছোঁয়া সহ্য করতে পারে না, যৌনেন্দ্রিয় পরীক্ষা করতে গেলে দেহে খিঁচুনি আসে সঙ্গমকালে যোনিওষ্ঠে যন্ত্রণা হয়—যৌনসঙ্গম সহ্য করতে পারে না—সঙ্গমকালে মূৰ্ছিত হয়ে পড়ে (মিউরেকস ও অরিগেনাম তুলনীয়)। বেদনা — ধীরে ধীরে বেড়ে আবার ধীরে ধীরে কমতে থাকে। (ষ্ট্যানাম), বেদনার সময় আক্রান্ত অঙ্গ অসাড় হয়ে যায়। (ক্যামো)। হিষ্টিরিয়া গ্রস্তরোগী যারা একবার আনন্দে উৎফুল্ল হয় অবোর পরক্ষণেই বিষন্ন হয়ে পড়ে—সহজেই কেঁদে ফেলে (ক্রোকাস, ইগ্রে, পালস)। ফ্যাকাসে, একটুতেই ক্লান্তি আসে এমন রোগীদের ক্ষেত্রে উপযোগী । উদ্ধত, মনে গর্ববোধ, ঘৃণা করে ও উগ্র মেজাজ তাদের প্রতি শ্রদ্ধাভাব না দেখিয়ে অবজ্ঞা সূচক করুণার ভাব দেখায়। অবজ্ঞার সাথে কাউকে গ্রাহ্য না করার মত মনের ভাব এমন মানসিক লক্ষণে উপযোগী । মনের ভুল-চার পাশের সব কিছুই যেন ছোট, সবাই যেন দৈহিক ও মানসিকভাবে তার তুলনায় নিকৃষ্ট অথচ (রোগীনি) নিজে সবার থেকে সব দিকে উৎকৃষ্ট, উন্নত। সবদিক দিয়ে নিজে উন্নত, বড় হয়ে যাচ্ছেন এই উন্নাসিকতা। সামান্য ব্যাপারেই বিরক্তি (ইগনে, ট্রাফিস), বহুদিন যাবৎ মনে রাগ পুষে রাখে । জীবনে বিতৃষ্ণা, কথা বলতে চায় না, মৃত্যুভয় হয় (একোন, আর্স)। ভয় দুঃখ, বিরক্তি, হস্ত মৈথুন বা কৃত্রিম মৈথুন ও অহঙ্কার থেকে মানসিক লক্ষণ দেখা দিলে দৈহিক লক্ষণ দূর হয়—পাল্টা পাল্টি করে লক্ষণগুলো দেখা দেয়। দেয়। মাথা যন্ত্রণা মস্তিষ্কে বা মাথার ওপরদিকে অসাড়ভাবে তীব্র যন্ত্রণা—রাগ বা মনোকষ্ট হলে দেখা দেয়। জরায়ু সম্বন্ধীয় গোলযোগে হিষ্টিরিয়া হলে মাথা যন্ত্রণা দেখা দেয়। মাথা যন্ত্রণা ধীরে ধীরে বাড়ে ধীরে ধীরে কমে। কামোন্মাদনা – প্রসবের পর বাড়ে, যৌন ইন্দ্রিয়গুলো বড় হয়ে যায়, বিশেষতঃ কুমারী মেয়েদের কেলি-ফস, যোনিতে চুলকানি, আক্ষেপ ও সঙ্কোচন বোধ। ঋতুস্রাব – নির্দিষ্ট সময়ের অনেক আগে, অত্যন্ত বেশী পরিমাণে, অনেক দিনে ধরে হতে থাকে। কালচে চাপচাপ, দুর্গন্ধ যুক্ত, যোনি পথে সব কিছু যেন বেরিয়ে আসছে, যোনিতে আক্ষেপ-জরায়ুতে ঝাকি লাগা মত যন্ত্রণা যৌনাঙ্গে স্পর্শ কাতরতা—এসব লক্ষণ দেখা দিয়ে উপযোগী। জরায়ুতে তীব্র চুলকানি, যোনি ওষ্ঠে চুলকানি। কোষ্ঠকাঠিন্য — ভ্রমণকালে সমুদ্র ভ্রমণে=ব্রায়ো), সীষক বিষাক্ততায়, অন্ত্রের নিষ্ক্রিয়তা হয়ে, বার বারে পায়খানায় যায়—পরিষ্কার ভাবে মলত্যাগ হয় না। নরম কাদার মুত মল রেকটাম ও মলদ্বারে আটকে থাকে (এলুমিনা), বিদেশীদের কোষ্ঠবদ্ধতা (এক জায়গা হতে অন্য য়গায় ভ্রমণ জনিত), গর্ভাবস্থায়, দুর্দম্য কোষ্ঠবদ্ধতায় নাক্স-ভ দিয়ে ব্যর্থ হলে প্লাটিনা দিতে হয়। অতিরিক্ত ঋতুস্রাব — কালচে চাপ বাঁধা বা তরল স্রাব, ঘন, কাল আলকাতরার মত বা দলা দলা পিন্ডের মত স্রাব (ক্রোকাস হলে উপযোগী)। সম্বন্ধ—তুলনীয়=অরাম, ক্রোকাস, ইগনে, কেলি-ফস, পালস, সিপিয়া, ষ্ট্যানাম, ভ্যালেরিয়ানা, প্ল্যাটিনার উদ্ভিজ্জ সমগুণ। শক্তি – ৩০, ২০০ হতে উচ্চ শক্তি, যৌন উত্তেজনা হেতু উপসর্গে উচ্চশক্তি কাজ দেয় = হেরিং। |