যত বেশী যৌন ইচ্ছা, তত বেশী অবসাদ বা যৌন অক্ষমতা। |
অল্প কিছুক্ষণ পড়াশুনা করলে মেরুদণ্ড বরাবর জ্বলে, মেরুদণ্ডে ও পীঠে অত্যন্ত দুর্বলতা, স্পার্মেটিক কর্ডের কোমলতা। |
সমস্ত শরীর বিশেষত হাত-পা অত্যন্ত ক্লান্ত অনুভূতি হয়, পরবর্তিতে পক্ষাঘাত উপস্থিত হয়। |
মাথা বাধলে মাথা ব্যথার উপশম, মানসিক পরিশ্রমীদের অক্সিপুট ও সার্ভাইক্যাল রিজনে ব্যথা। উপযোগিতা – স্বাস্থ্য নষ্ট হয়েছে, জীর্ণ শীর্ণ এমন অবস্থায় উপযোগী। স্নায়বিক অবসন্নতার” একটি পূর্ণচিত্র (কেলি-ফস) এমন রোগীতে উপযোগী! ক্রমবর্ধনশীল ভয়ঙ্কর রক্তশূন্যতা অত্যন্ত স্নায়বিক দুর্বলতা, অবসন্নতা ও ক্লান্তিভাব (Neurasthenia)। মস্তিষ্ক অবসন্ন – যারা পড়াশোনা করে ও ব্যবসায়ীদের সামান্য উত্তেজনা, মানসিক পরিশ্রম বা বেশী মাথার কাজ করে মাথাযন্ত্রণা হয় ও মেরুদন্ড বরাবার জ্বালা হতে থাকে এমন লোকেদের পক্ষে উপযোগী (কেলি-ফস)। মাথাযন্ত্রণা – ছাত্রছাত্রীদের শিক্ষকদের ও কঠোর পরিশ্রমী ব্যবসায়ীদের, শোকদুঃখ বা হতাশজনিত মানসিক আবেগ হলে হয়। মাথার পেছনে ও ঘাড়ের দিকে মাথা যন্ত্রণা হয় (নেট-মি, সাইলি), সামান্য নড়াচড়ায় বা মানসিক পরিশ্রমে বেড়ে যায়। লিঙ্গোত্থান মাঝে মাঝেই হয় (Priapism) ঐ সাথে মেরুদন্ডের কোন অসুখ থাকে। তীব্র লিঙ্গোচ্ছাস বহুক্ষণ স্থায়ী হয়, বীর্যপাত অনেকটা হয়, পুরুষদের কামোন্মত্ততা (ক্যান্থা, ফস) এসব লক্ষণে উপযোগী। সারাদেহে যে কোনস্থানে ছোট ছোট ফোড়া হয় কিন্তু বিশেষতঃ কর্ণকুহরের বাইরের দিকে হয় না। সমস্ত মেরুদন্ডে জ্বালা ও মেরুদন্ডে ও পিঠে অত্যন্ত দুর্বলতা, মেরুমজ্জা কোমল হয়ে যায় (ফস, জিঙ্কাম)। ক্লান্তিভাব — সামান্য পরিশ্রান্ত হওয়ার অনুভূতি সম্পূর্ণ পক্ষাঘাতের দিকে এগিয়ে চলে । সারাদেহে বিশেষতঃ হাত পায়ে ভারবোধ, ক্লান্তিবোধ- পরিশ্রমে ঐ অনুভূতি বেড়ে যায়। সম্বন্ধ — তুলনীয়—আর্জ-নাই, জেলস, কেলিফস, এ্যাসিড-ফ, পেট্রোলি, সাইলি। উপশম – ঠান্ডা বাতাসে ও ঠান্ডা জলে। বৃদ্ধি — সামান্যতম মানসিক পরিশ্রমে, নড়াচড়ায়, পড়াশোনা করলে, ভেজা আবহাওয়ায়। শক্তি – ৬, ৩০। পার্ণিসিয়াস এ্যানিমিয়ায় দারুণ সুফলদায়ক = দাশগুপ্ত। |