ব্যাপকভাবে হুপিং কাশি আরম্ব হয় অতচ কোন বিশিষ্ট লক্ষন পাওয়া যায় না তখন পার্টুসিন প্রয়োগে রোগ আরোগ্য হয় বা সুস্পষ্ট লক্ষণ প্রকাশ করে, কখনো কখনো ঔষধ প্রয়োগের ৩ দিন পরে এর ফল বুজা যায়, এ রোগের পুরাতন অবস্থায় আশু উপশম করণ নানা প্রকার ঔষধ প্রয়োগের ফলে রোগ জটিল হলে পার্টুসিন বিশেষ উপকারী।
হুপিং কাশির ক্ষেত্রে ভাইরাসযুক্ত চকে ও দড়ির মত শ্লেষ্মা থেকে এই ঔষধটি প্রস্তুত হয়। হুপিং কাশি ও অন্যান্যা প্রকারের আক্ষেপিক কাশির চিকিৎসার জন্য জন. এইচ. ক্লার্ক ঔষধটি তৈরী করেছেন।
সম্বন্ধ-তুলনীয়-ড্রসেরা; কোরালিয়াম, কিউপ্রাম, ন্যাপথেলিন, মেফাইটিস, প্যাসিফ্লোরা, কোকাস, ক্যাকটাই, ম্যাগ্নেসিয়া ফস।
শক্তি – ৩০ শক্তি।