স্থানে স্থানে কেটে ফেলার মত, ছিরে ফেলার মত, সূচ ফোটানোর মত ব্যথা। |
রোগের বিষয় চিন্তা করলে রোগ বৃদ্ধি। |
কাঁধ হতে হাতের আঙ্গুলের ডগা পযন্ত অসাড় অনুভূতি। |
মেরুদন্ডে ব্যথা আরম্ভ হয়ে পা পর্যন্ত বিস্তৃত হয়। |
কোমরে ব্যথাসহ পায়ের অসাড়তা ও দুর্বলতা অনুভূতি। যদিও কিছু কিছু অকজ্যালেট সজির ভিতরে এবং মানব শরীর থেকে পাওয়া যায়, যদিও মূল অ্যাসিডটি মানুষের শরীরের অভ্যন্তরে বিষের মত কাজ করে, উৎপন্ন করে পাকাশয় অন্ত্রের প্রদাহ, গতি সম্পর্কিত স্নায়ুসমূহের পক্ষাঘাত, পতনাবস্থা, অচৈতণ্য অবস্থা এবং মৃত্যু। এই ঔষধটি সুষম্নাকান্ডের উপর কাজ করে এবং মোটর স্নায়ুর পক্ষাঘাত উৎপন্ন করে, ছোটছোট স্থানে বেদনা (ক্যালিবাই)। নড়াচড়ায় ও রোগের কথা চিন্তা করলে বৃদ্ধি পায়। মাঝে-মাঝে বেদনাকম পড়ে। বুক ও গলার আক্ষেপিক লক্ষণ সমূহ। বামদিকের বাত। স্নায়বিক দুর্বলতা। টিউবার কিউলোসিস। মাথা – মাথায় উত্তাপের অনুভূতি।বিভ্রান্তি ও মাথা ঘোরা। মলত্যাগের সময় ও মলত্যাগের আগে মাথার যন্ত্রণা। চোখ – চোখ গুলিতে তীব্র বেদনা; মনে হয় যেন চোখ দুটি প্রসারিত হয়েছে। অক্ষিপটের বোধাধিক্য। পাকস্থলী – পেটের উপরের অংশে তীব্র বেদনা, বায়ু নিঃসরনে উপশম। পাকস্থলীর শূলবেদনা, মুখ দিয়ে জল উঠে, পেটের উপরিভাগের নিম্নাংশে শীতলতার অনুভূতি। জ্বালাকর বেদনা, উপরের দিকে প্রসারিত হয়। সামান্য স্পর্শে তীব্র বেদনা অনুভূত হয়। তিতো ও টক ঢেকুর রাত্রে বৃদ্ধি। কিছুতেই স্ট্রবেরি খেতে পারে না। উদর – আহারের দুই ঘন্টা পরে, পেটের উপরের অংশে ও নাভি স্থানে তীব্র বেদনা, তৎসহ প্রচুর বায়ু সঞ্চয়। যকৃৎ স্থানে সূচীবিদ্ধবৎ বেদনা, শূলবেদনা। উদরের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে জ্বালা। কফি পানের পরে উদরাময়। পুরুষের রোগ – রেতোরজ্জুতে তীব্র স্নায়ুশূল। অন্ডগুলি পেষন করা হচ্ছে এই জাতীয় অনুভূতি ও ভারীবোধ। শুক্ৰাধারের প্রদাহ। প্রস্রাব যন্ত্রসমূহ — বারে বারে ও প্রচুর পরিমানে প্রস্রাব। প্রস্রাব করার সময়, প্রস্রাব নলীতে জ্বালা করে ও লিঙ্গমুন্ডে বেদনা অনুভূত হয়। প্রস্রাবের কথা চিন্তা করলে অবশ্যই প্রস্রাব করতে বাধ্য হয়। প্রস্রাবে অকজ্যালেটের উপস্থিতি। শ্বাসযন্ত্রসমূহ – স্নায়বিক স্বরভঙ্গ তৎসহ হৃদপিন্ডের বিকলতা (কোকা ; হাইড্রোসায়্যানিক অ্যাসিড)। গলা থেকে নীচের দিকে জ্বালাকর অনুভূতি। আক্ষেপিক শ্বাস-প্রশ্বাস, তৎসহ কণ্ঠনালী ও বুকে সঙ্কোচনের অনুভূতি। স্বরভঙ্গ। বামদিকের ফুসফুস বেদনাপূর্ণ। স্বর লোপ। স্বরতন্ত্রীর প্রসারক পেশীর পক্ষাঘাত। শ্বাসকষ্ট; ছোট ছোট, ঝাকুনিসহ প্রশ্বাস। বাম দিকের ফুসফুসের নিম্নাংশের ভিতর দিয়ে তীক্ষ বেদনা, বেদনা নীচের দিকে পেটের উপরের অংশ পর্যন্ত প্রসারিত হয়। হৃদপিন্ড – হৃদপিন্ডের যান্ত্রিক রোগজনিত কারনে হৃদকম্প ও শ্বাসকষ্ট রোগের কথা চিন্তা করলে বৃদ্ধি। নাড়ী ক্ষীণ। পর্যায়ক্রমে হৃদপিন্ডের লক্ষণসমূহ ও স্বরলোপ, হৃদল ; হঠাৎ করে বামদিকের ফুসফুসে তীক্ষ্ণ, কেটে ফেলার মত বেদনা দেখা দেয় এবং এর ফলে শ্বাসরোধ হয়ে আসে। হৃদপিন্ডের স্থানে বেদনা, যা বামদিকের কাঁধ পর্যন্ত প্রসারিত হয়। ধমনীর ভিতর দিয়ে। প্রয়োজনীয় রক্ত সরবরাহের স্বল্পতা। অঙ্গ-প্রত্যঙ্গ – অসাড়তা, দুর্বল, সুড়সুড়ঙ্কর অনুভূতি। বেদনা শিরদাঁড়া থেকে শুরু হয় এবং অঙ্গ-প্রত্যঙ্গের ভিতর দিয়ে প্রসারিত হয়। টেনে ধরার মত ও ছুরি দিয়ে কেটে ফেলার মত তীব্র। বেদনা, অঙ্গ-প্রত্যঙ্গের ভিতর দিয়ে নীচের দিকে প্রসারিত হয়। পিঠের বেদনা ; অসাড়তা ;দুর্বল। অস্থিমজ্জার প্রদাহ। পেশীসমূহের ক্লান্তি। কজিগুলি বেদনাপূর্ণ, যেন মোচকিয়ে গিয়েছে এই জাতীয় অনুভূতি (আম্মাস)। নিম্নাংঙ্গনীলচে, শীতল, অনুভূতিহীণ। অসাড়তার অনুভূতি। শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে কেটে ফেলার মত অনুভূতি; ঝাকুনির মত বেদনা। চামড়া — অনুভূতি প্রবণ, জ্বালা ও টাটানি ব্যথা, দাড়ি কাটার পরে বৃদ্ধি; চামড়া নানাবর্ণের দাগযুক্ত ও গোলাকার মার্বেলের মত দাগ দেখা যায়। সহজেই ঘাম হয়। কমা-বাড়া – বৃদ্ধি, বামদিকে; সামান্য স্পর্শে; আলোতে; দাড়ি কাটলে রাত্রি ৩ টের সময় পাকস্থলী ও পেটের বেদনার জন্য ঘুম থেকে জেগে উঠে। নিজের সম্বন্ধে চিন্তা করলে যাবতীয় কষ্ট বৃদ্ধি পায়। সম্বন্ধ – তুলনীয় – আর্সেনিক; কলচিকাম ; আর্জেন্টাম নাইটিকাম ; পিক্রিক অ্যাসিড। সিসার অ্যারিটিনাম চী-পী-(পাথুরী, জন্ডিস, যকৃৎ সম্বন্ধীয় উপসর্গ সমূহ; প্রস্রাববৰ্ধক)। স্কোলোপেন্ড্রা – (পিঠে ও কোমরে তীব্র বেদনা, বেদনা নিম্নাংঙ্গে পর্যন্ত প্রসারিত হয় ; নির্দিষ্ট সময় অন্তরে লক্ষণসমূহ ফিরে আসে, মাথা থেকে শুরু হয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত যায়। হৃদ্শূল। প্রদাহ, বেদনা ও পচন। পুঁজ যুক্ত উদ্ভেদ ও ফেঁড়া)। লাইম ওয়াটার — অকজ্যালিক অ্যাসিডের বিষক্রিয়ার প্রভাব নষ্ট করে। শক্তি – ৬ষ্ঠ থেকে ৩০ শক্তি। |